Bengali Meaning of The Snail by William Cowper || Class X || West Bengal.

Bengali Meaning of The Snail by William Cowper || Class X || West Bengal.

দশম শ্রেণীর কবিতা “দ্য স্নেল” – এর বাংলা মানে। “দা স্নেল” কবিতাটি উইলিয়াম কাউপার – এর লেখা। দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়ে এবং ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফলাফল করো।

Bengali meaning of The Snail. The beautiful poem “The Snail”. Bengali meaning of “The Snail” by William Cowper. Very important for class 10 students of West Bengal. Class 10 English, Lesson 8, The Snail Bengali meaning. Read regularly. Prepare yourself for your final examination and do an excellent result.

The Snail Bengali Meaning
Bengali Meaning of The Snail

Stanza 1

ঘাসেতে, অথবা পাতায়, অথবা ফলে, অথবা দেওয়ালে

শামুকটি আটকে থাকে দৃঢ়ভাবে, ভয় করে না পড়ে যাওয়ার

যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে, ঘর এবং সব,

একসাথে।

Stanza 2

ওই ঘরের মধ্যেই নিরাপদে সে লুকিয়ে থাকে

যখন আসন্ন বিপদ আসতে চলে (বা ঘটতে চলে)

ঝড়ের, অথবা অন্যান্য ক্ষতিকারক (জিনিস) ছাড়া

আবহাওয়ার। (অর্থাৎ আবহাওয়া ছাড়া)

Stanza 3

(যদি) তার শুঁড়েতে শুধুমাত্র হালকা স্পর্শ দাও,

তার নিজেকে গুটিয়ে ফেলার ক্ষমতা এতটাই,

সে সংকুচিত হয়ে যায় তার ছোট্ট ঘরের মধ্যে ভীষণ

বিরক্তিতে

Stanza 4

যেখানেই সে বাস করে (বা থাকে), সে একাই বাস করে,

নিজেকে ছাড়া তার সম্পত্তি বলে আর কিছুই নেই,

ভীষণ তৃপ্ত হতে পেরে নিজেই নিজের সমস্ত

মূল্যবান ধন।

“The Snail” – কবিতাটির বিস্তারিত আলোচনা পেতে এই লিংকে ক্লিক করো।

“Father’s Help” – বাংলা মানে সহ বিস্তারিত আলোচনা – Click here.

Bengali Meaning of Father’s Help Unit 1 – Click here.

Activity Answers of Father’s Help Unit 1 – Clik here.

Complete the Following Sentences from “Father’s Help” – Cick here.

True/False from Father’s Help – Click here.

MCQ Questions from Father’s Help – Click here.

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ভিজিট করে আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। এটি একটি Educational ওয়েবসাইট। পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন, স্কলার্শিপ সংক্রান্ত নানান আপডেট পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *