Bengali Meaning of “Asleep in the Valley” by Arthur Rimbaud, Text – এর বাংলা মানে। Class XII, WBCHSE. Very Important for the Preparation for HS (Class 12) Final Examination. Read again and again. Score an excellent result.

উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে অতি অবশ্যই নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। নিয়মিত পাঠ করলে ফাইনাল পরীক্ষার জন্য খুব সহজেই নিজেকে প্রস্তুত করা যাবে। প্রত্যেকটি ইংরেজি পিস – এর বিস্তারিত আলোচনা, তার নোটস, SAQ টাইপ শর্ট কোশ্চেন, MCQ টাইপ কোশ্চনস, সমস্তকিছুই আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি। আশা করি প্রতিটি ছাত্র-ছাত্রী ভীষণ ভাবে উপকৃত হবেন এবং ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন।
“Asleep in the Valley” টেক্সট এর বাংলা মানে:
একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ধীরগতিসম্পন্ন ছোট্ট নদী বয়ে চলেছে
এবং ফেলে রেখে যায় জলের দীর্ঘ রুপোলী রেখা ঘাসের ডগায়
পাহাড়ের চূড়া থেকে ছুটে আসে (বা নিঃসৃত হয়) সূর্যের
রশ্মি: তারা (অর্থাৎ সূর্যের রশ্মি গুলি) ভরিয়ে দেয় ফাঁকা জায়গা থেকে আলোতে।
একটি সৈনিক, খুব কম বয়সী, পড়ে রয়েছে (বা শুয়ে আছে) হাঁ করে,
ফার্নের তৈরি একটি বালিশ রয়েছে তার মাথার নিচে,
ঘুমন্ত অবস্থায়; বিস্তৃত হয়ে আছে (অর্থাৎ হাত-পা ছড়িয়ে পড়ে আছে) ঘন ঝোপের মধ্যে,
বিবর্ণ হয়ে তার উষ্ণ, সবুজ, সূর্য রশ্মি-স্নাত বিছানায়।
তার পা গুলি রয়েছে ফুলের মধ্যে, সে ঘুমাচ্ছে। তার হাসি
হয় একটি শিশুর হাসির মতো – শান্ত, ছলনাহীন।
হে: প্রকৃতি, তাকে উষ্ণ রেখো; তার ঠান্ডা লেগে যেতে পারে।
গুঞ্জনরত পতঙ্গ তার বিশ্রামকে বিরক্ত করে না;
সে ঘুমাচ্ছে রোদে, একটি হাত তার বুকের উপর রেখে;
শান্তিতে, তার দেহের পাশে রয়েছে দুটো টকটকে লাল বুলেটের গর্ত (বা দাগ)।
“Asleep in the Valley” -র বিস্তারিত আলোচনা – এখানে ক্লিক করুন।
“Asleep in the Valley” -র গুরুত্বপূর্ণ নোটস – এখানে ক্লিক করুন।
“Asleep in the Valley” – র গুরুত্বপূর্ণ (SAQ) শর্ট কোশ্চেন – এখানে ক্লিক করুন।
“Asleep in the Valley” – র গুরুত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্ন এখানে ক্লিক করুন।
“Asleep in the Valley” – র গুরুত্বপূর্ণ গ্রামার – এখানে ক্লিক করুন।
Regularly visit our website onlineexamgroup.com and get regular updates about your examination. Get quality materials for your preparation for HS and Madhyamik final examinations. Get exam suggestions, scholarship updates, and all other competitive exam updates.
Very good
Hi dear Anup Mondal, thank you for your comment. Keep updated with us.
Thanks a lot for this note’s…sir.