Word, Sentence, Subject and Predicate – Learn English Grammar

Hello বন্ধুরা welcome to my website onlineexamgroup.com

এই Page এ আমরা আলোচনা করব ইংরেজিতে Word বা শব্দ কাকে বলে, Sentence বা বাক্য কাকে বলে, Subject কাকে বলে, Preducate কাকে বলে – এই বিষয়গুলি নিয়ে।

প্রথমেই আসা যাক Word বা শব্দ কাকে বলে?  –

কয়েকটি বর্ণ বা Letter পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, তখন সেই Letter বা বর্ণ গুচ্ছকে শব্দ বা Word বলে।

উদাহরণ হিসেবে বলতে পারি –

Teacher, Students, Book, Chair, Table, man, hand, cow, dog, sparrow ইত্যাদি।

এখানে Teacher শব্দটির মধ্যে T,E,A,C,H,E,R এই সাতটি Letter বা বর্ণ রয়েছে। এই Letter বা বর্ণ গুলি পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে যা হলো “শিক্ষক”। তাই এই বর্ণসমষ্টি কে বা বর্ণ গুচ্ছকে একটি word বা শব্দ বলতে পারি।

এরপর আসা যাক Sentence বা বাক্য কাকে বলে?

যখন একাধিক শব্দ বা Word নির্দিষ্ট নিয়মে পাশাপাশি সাজিয়ে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা হয় তখন সেই Word বা শব্দগুচ্ছকে Sentence বা বাক্য বলে।

যেমন – Ram plays football. (রাম ফুটবল খেলে।)

I love my mother.(আমিি আমার মা কে ভালোবাসি।)

I have a new bi-cycle.

“Ram plays football – এই উদাহরণটি তে তিনটি শব্দ Ram, Plays, Football পাশাপাশি নির্দিষ্ট নিয়ম মেনে বসেছে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে।

তাই এই শব্দগুচ্ছকে Sentence বা বাক্য বলতে পারি।

সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যে দুটি অংশ থাকে –
একটি হলো Subject বা উদ্দেশ্য।
আর অন্যটি হলো Predicate বা বিধেয়।

দেখে নেওয়া যাক Subject কাকে বলে?

বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই বলা হয় Subject বা উদ্দেশ্য। একে Naming Part ও বলা হয় ।
যেমন – Ram plays football.
এই বাক্যে “Ram” সম্পর্কে কিছু বলা হয়েছে । তাই “Ram” হলো Subject বা উদ্দেশ্য।

এরপর জেনে নেব Predicate বা বিধেয় কাকে বলে?

কোন বাক্যে Subject বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হল Predicate বা বিধেয়।

যেমন: Ram plays football – এই বাক্যটিতে রাম সম্পর্কে বলা হচ্ছে যে রাম ‘ফুটবল খেলে’। সুতরাং ‘ফুটবল খেলে’ হল Predicate বা বিধেয়।

Predicate এর মধ্যে বাক্যের Verb বা ক্রিয়াপদ থাকে। তাই একে Verb Part ও বলা হয়।

বন্ধুরা ইংরেজি গ্রামার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন onlineexamgroup.com

Share with your friends

One thought on “Word, Sentence, Subject and Predicate – Learn English Grammar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *