What is Pronoun in English Grammar? ইংরেজি ব্যাকরণে সর্বনাম কাকে বলে?

What is Pronoun বা সর্বনাম ?

Pronoun : English Grammar

ইংরেজি Grammar বা ব্যকরণে Pronoun বা সর্বনাম ভীষণ গুরুত্বপূর্ণ।

আমরা কোনো Noun বা বিশেষ্য পদকে যদি বারবার বলি তাহলে বাক্যগুলি শ্রুতিমধুর হয় না।

যেমন: আমরা যদি বারবার বলি-

রঘু একটি ভালো ছেলে।

রঘু ভালো পড়াশুনা করে।

আবার,রঘু ফুটবল খেলতে পারে।

রঘু ভালো গান গায়।

তাহলে “রঘু” – এই Noun বা বিশেষ্য পদটি বারবার ব্যবহার করার জন্য বাক্যগুলি শ্রুতিমধুর হচ্ছে না। তাই এই “রঘু ” Noun টি বারবার ব্যবহার না করে যদি “রঘু” – র বদলে “সে” শব্দটি ব্যবহার করি তাহলে বাক্যগুলি শ্রুতিমধুর হয় অর্থাৎ শুনতে ভালো লাগে।

সুতরাং আমরা বলতে পারি-

বাক্যকে শ্রুতিমধুর করার জন্য কোনো Noun কে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমরা যে Word বা শব্দ ব্যবহার করি, তাই হোল Pronoun বা সর্বনাম।

যেমন-

রঘু একটি ভালো ছেলে।

সে ভালো পড়াশুনা করে।

আবার,সে ফুটবল খেলতে পারে।

সে ভালো গান গায়।

এখানে Noun “রঘু ” -র পরিবর্তে “সে” শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই “সে” হোল Pronoun বা সর্বনাম।

যেমন –

I(আমি), We (আমরা), you (তুমি বা তোমরা), he (সে, পুং লিঙ্গ), she (সে, স্ত্রী লিঙ্গ), they (তারা), this (এটি), that (ওটা), his (তার), her (তার), me (আমাকে), us (আমাদিগকে), him (তাকে), your (তোমার) ইত্যাদি।

PERSON বা পুরুষ:

Subject বা কর্তার বিভিন্ন ধরনের ব্যবহারকেই ইংরাজিতে Person বা পুরুষ বলা হয়।

Noun এর মতো Pronoun এরও Person হয়।

ইংরেজিতে Person তিন প্রকার:

1. First Person বা উত্তম পুরুষ (আমি, আমরা)

2. Second Person বা মধ্যম পুরুষ (তুমি, তোমরা)

3. Third Person বা প্রথম পুরুষ (আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীর সবই )

Pronoun নয় (9) প্রকার:

 

এখন আমরা প্রতিটি Pronoun কে পৃথকভাবে আলোচনা করবো।

1. Personal Pronoun:

যে সব Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাদের Personal Pronoun বলে।

যেমন: He is a good boy.

এখানে “he” কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই “he” হোল Personal Pronoun.

Personal Pronoun আবার দুই প্রকার:

Personal Pronouns are divided into two:

a) Nominative Pronoun (used as the Subject in a sentence)

b) Objective Pronoun (used as the Object in a sentence).

Nominative Pronoun কোনো বাক্যে সবসময় Subject বা কর্তা হিসাবে ব্যবহৃত হয়।

আর Objective Pronoun বাক্যে Object বা কর্ম হিসাবে ব্যবহৃত হয়।

যেমন:

He gave me a toy.

এখানে “He” Nominative Pronoun,  আর “me” Objective Pronoun.

Pronoun এর অবস্থান:

কোনো বাক্যে যদি একসাথে 1st, 2nd ও 3rd Person থাকে, তাহলে প্রথমে Second Person, তারপর Third Person ও সবার শেষে First Person বসে।

যেমন: You, he and I will go to school.

কিন্তু, Pronoun গুলি যদি Plural হয়, তাহলে প্রথমে First Person, তারপর Second Person ও সবার শেষে Third Person বসে।

2. Possessive Pronoun:

কিছু Pronoun আছে যেগুলির দ্বারা অধিকারে থাকা বোঝায় এবং এই Pronoun গুলির পরে কোনো Noun বসে না। এই ধরনের Pronoun গুলিকে Possessive Pronoun বলে।

যেমন: mine, thine, hers, ours, yours, theirs.

Possessive Case এ Pronoun এর দুটি রূপ হয়:

i) Possessive Adjective: যেমন-my, his, her, your, thy, our, their ইত্যাদি।

ii) Possessive Pronoun: (এর উদাহরণ উপরে দেওয়া হয়েছে)

Possessive Pronoun: This house is mine. (এই বাড়িটি হয় আমার)

Possessive Adjective: This is my house. (এটা আমার বাড়ি)

3. Demonstrative Pronoun:

Demonstrative Case – Noun কে নির্দেশ করতে ব্যবহার করা হয়।

কাছের কোনো একটি জিনিস (Singular Number) বোঝাতে This ব্যবহার করা হয়।

আবার দূরের কোনো একটি জিনিস (Singular Number) বোঝাতে That ব্যবহার করা হয়।

কাছের একাধিক জিনিস (Plural Number) বোঝাতে These ব্যবহার করা হয়।

আবার দূরের একাধিক জিনিস (Plural Number) বোঝাতে Those ব্যবহার করা হয়।

যেমন:

This is my pen. (এটি আমার কলম।)

That is your pen. (ওটা তোমার কলম।)

These are mangoes. (এই গুলি হয় আম।)

Those are apples. (ওই গুলি হয় আপেল।)

সুতরাং this, these, that, those এই Pronoun গুলি হলো Demonstrative Pronoun.

Pronoun : English Grammar

4. Reflexive and Emphatic Pronoun:

কোনো Sentence এ Subject ও Object একই ব্যক্তি বা বস্তু হলে Reflexive Pronoun ব্যবহার করা হয়।

যেমন: myself, ourselves, yourself, yourselves, himself, themselves,

বাক্যে প্রয়োগ:

I fanned myself.

Reflexive Pronoun কখনও মূল Noun বা Pronoun এর আগে বসে না।

Keep, stop, turn, bathe, rest, qualify, move, hide, clean – এই সব Verb গুলির পরে Reflexive Pronoun বসে না।

কিন্তু Emphatic Pronoun কোনো Noun বা Pronoun এর পরে বসে সেই Noun বা Pronoun টিকে  নির্দেশ করে।

Emphatic Pronoun Object রূপে ব্যবহৃত হয় না।

যেমন:He himself did the job. (সে নিজেই কাজটি করল।)

5. Interrogative Pronoun:

এই Pronoun গুলি প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। Who,which, whom, whose – এগুলি হলো Interrogative Pronoun.

যেমন: Who has done it?

দুই জন বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে choice বোঝালে which ব্যবহৃত হয়।

যেমন: Which of the girls did you meet?

6. Relative Pronoun:

Who, which, what, that, whom, why – এগুলিকে Relative Pronoun বলা হয়, কারণ  এগুলি দুটি Sentence বা বাক্যকে যুক্ত করে।

যেমন:

This is the book which I won.

এখানে “This is the book.” এবং “I won it.” -এই দুটি বাক্যকে যুক্ত করেছে ‘which’ Pronoun টি। তাই ‘which’ হলো Relative Pronoun.

Who, which, that – এগুলি Sub-ordinate Clause -এর Subject হিসাবে ব্যবহৃত হয়।

যেমন: The man who told the story was my uncle.

Whom, which, that – এগুলি Subordinate Clause এর Object হিসাবে ব্যবহৃত হয়।

যেমন: I have a car which is green.

7. Indefinite Pronoun:

One, none, some, any, many, – এই Pronoun গুলি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়,  তাই এগুলি হলো Indefinite Pronoun.

যেমন:

Some say that he is a good boy.

8. Distributive Pronoun:

দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে Choice বোঝানোর জন্য “either” Pronoun ব্যবহৃতহয় ।

আবার,  “neither” শব্দটির মাধ্যমে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনোটাই নয় বোঝানো হয়।

Either,  neither, each এই Pronoun গুলি হলো Distributive Pronoun.

বাক্যে প্রয়োগ:

Neither of the two boys could answer. (বালক দুটির কেউই উত্তর দিতে পারল না।)

9. Reciprocal Pronoun:

Each other এবং one another -এগুলি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।

এগুলিকে Reciprocal Pronoun বলা হয়।

যেমন:

We should not hate one another.

(আমাদের পরস্পরকে ঘৃণা করা উচিত নয়।)

Pronoun : English Grammar

Click here for A Letter Describing Your Favourite Hobby

http://wbbse.org

Share with your friends

One thought on “What is Pronoun in English Grammar? ইংরেজি ব্যাকরণে সর্বনাম কাকে বলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *