WB Primary TET Model Questions || MCQ Type Questions || শিশু শিক্ষা ও বিকাশের গুরুত্বপূর্ণ তথ্য || মাল্টিপল চয়েস কোশ্চেন ||

WB Primary TET Model Questions. Important Model Questions and Answers for West Bengal Primary TET Examination. Multiple Choice Type Questions (MCQ) from Child Development and Pedagogy. Prepare these questions and definitely score an excellent result. Make your dream come true. Get your success. Do it now.

সপ্তম শ্রেণীর ছাত্র রৌণক তার সহ শিক্ষার্থী রোহিণীকে একটি প্রেম পত্র প্রেরণ করেছে। এমতাবস্থায় শিক্ষক মহাশয়ের করনীয় কি?

a) রৌণককে সঠিকভাবে পরামর্শ ও নির্দেশনা দান করা

b) বিষয়টি এড়িয়ে যাওয়া

c) প্রধান শিক্ষক মহাশয়কে বিষয়টি দেখার জন্য অনুরোধ করা

d) রৌণককে শাস্তি দেওয়া।

উত্তর: a) রৌণককে সঠিকভাবে পরামর্শ ও নির্দেশনা দান করা।

একজন শিক্ষক হিসাবে আপনি নিচের কোন অভিমতটির সঙ্গে সহমত পোষণ করবেন?

a) শিক্ষার্থীরা অকৃতকার্য হলে শিক্ষক-শিক্ষিকাদের দায় মুক্ত রাখা উচিত

b) শিক্ষক-শিক্ষিকাদের সময়োপযোগী যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত

c) উত্তম পারদর্শিতার জন্য শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করা উচিত

d) শিক্ষক-শিক্ষিকাদের একটু অন্য চোখে দেখা উচিত

উত্তর: b) শিক্ষক-শিক্ষিকাদের সময়োপযোগী যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।

বাংলা মডেল প্রশ্ন ও উত্তর (TET) -এখানে ক্লিক করুন।

শিক্ষনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?

a) সু শিখন এর জন্য শিক্ষণ প্রয়োজন

c) শিক্ষক-শিক্ষার্থীদের প্রথম পদক্ষেপ কে বাধা দান করে

c) শিক্ষণ হল শিখনের পূর্ব শর্ত

d) শিক্ষণ শিখন কে ত্বরান্বিত করে।

উত্তর: d) শিক্ষণ শিখন কে ত্বরান্বিত করে।

শ্রেণী শঙ্খলা বজায় রাখতে নিচের কোনটি বিশেষভাবে প্রয়োজন?

a) শিখন দক্ষতা

b) শাস্তিমুলক ব্যবস্থা

c) শিখনের বিকেন্দ্রীকরণ

d) এদের মধ্যে কোনোটিই নয়।

উত্তর: a) শিখন দক্ষতা।

শিক্ষকতার পেশায় তিনি সফল হবেন, যিনি

a) নিয়মিত শিক্ষার্থীদের শাস্তি দেন

b) শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী

c) পাঠ্য বিষয় সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী হবেন

d) শিক্ষার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে সক্ষম।

উত্তর: b) শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী।

যখন আপনার সহকর্মীরা কোন কাজে সাফল্য লাভ করে, তখন আপনার কেমন অনুভূতি হয়?

a) দুঃখ হয়

b) স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে

c) হিংসা ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে

d) হতাশা দেখা দেয়।

উত্তর: b) স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে।

আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা। আপনার শ্রেণীর একজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, আপনি কি করবেন?

a) আপনি অভিভাবককে ডেকে পাঠাবেন

b) শিক্ষার্থীর জন্য ডাক্তারের পরামর্শ নেবেন

c) শিক্ষার্থীকে সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন

d) শিক্ষার্থীর জন্য প্রাথমিক প্রতিবিধানের ব্যবস্থা করবেন।

উত্তর: d) শিক্ষার্থীর জন্য প্রাথমিক প্রতিবিধান এর ব্যবস্থা করবেন।

ছাত্র-ছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে না এলে আপনি কি করবেন?

a) বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাবেন

b) আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন

c) বিষয়টি এড়িয়ে যাবেন

d) ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতির জন্য শাস্তি দেবেন।

উত্তর: a) বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাবেন।

পরিবেশ সম্পর্কে যেটি সঠিক নয়, সেটি হল, পরিবেশ

a) ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না

b) সর্বদা পরিবর্তনশীল

c) বিঘ্নিত হয় দূষণের কারণে

d) কখনোই নিষ্ক্রিয় নয়

উত্তর: a) ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না।

স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তথ্য আবিষ্কার করেন

a) 1902 খ্রিস্টাব্দে

b) 1930 খ্রিস্টাব্দে

c) 1906 খ্রিস্টাব্দে

d) 1904 খ্রিস্টাব্দে।

উত্তর: d) 1904 খ্রিস্টাব্দে।

নিচের কোন্ পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়?

a) কম্পন ও স্পর্শণ পদ্ধতি

b) ওষ্ঠ পঠন পদ্ধতি

c) ব্রেইল পদ্ধতি

d) সংকেত বা প্রতীকী পদ্ধতি।

উত্তর: c) ব্রেইল পদ্ধতি।

WB Primary TET Model Questions

পরিবেশ বিদ্যা – মডেল প্রশ্ন ও উত্তর (TET) – এখানে ক্লিক করুন।

‘জাতি গঠন করতে হলে, সেটির প্রয়োজন হয় না

a) একটি সাধারণ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন

b) একটি সাধারণ ভূখণ্ড বা একটি ভৌগোলিক একতা

c) একটি সাধারণ পোশাক যার রং একই

d) একটি সাধারণ ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংস্কৃতি।

উত্তর: c) একটি সাধারণ পোশাক যার রং একই।

বিদ্যালয় হল

a) অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান

b) দূরাগত শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান

c) নিয়ম বহির্ভূত শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান

d) নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান

উত্তর: নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান।

প্রথম বসুন্ধরা সম্মেলনে 21 দফা কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংক্রান্ত ক’টি নীতি নির্ধারিত হয়?

a) 25 টি

b) 26 টি

c) 27 টি

d) 28 টি

উত্তর: c) 27 টি।

বৌদ্ধ দর্শন এবং তথ্য বিষয়ে আলোচনা রয়েছে

a) সূত্র পিটকে

b) বিনয় পিটকে

c) অভিধর্ম পিটকে

d) জ্ঞান পিটকে

উত্তর: c) অভিধর্ম পিটকে।

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে, নিজের ইংরেজি বিষয়ের দক্ষতা বৃদ্ধি করতে, পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি সিলেবাস এর অন্তর্গত প্রতিটি পিস এর বিস্তারিত আলোচনা পেতে নিয়মিত সঙ্গে থাকুন onlineexamgroup.com এর।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *