HS Biology MCQ Mock Test, Set – 1, West Bengal, WBCHSE. উচ্চমাধ্যমিক জীব বিদ্যা mcq মকটেস্ট ||

HS Biology MCQ

উচ্চ মাধ্যমিক জীববিদ্যা মকটেস্ট । Bengali Mock Test for Higher Secondary Examination. Very important for HS Exam Preparation. Prepare yourself for your final examination.

বর্তমানে ই-লার্নিং (e learning) শিক্ষার একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ছাত্র-ছাত্রীরা মোবাইলের একটি ক্লিকের মাধ্যমে তাদের পড়াশুনার যাবতীয় খুঁটিনাটি পেতে পারে। তাই ই- লার্নিং এর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছাত্রছাত্রীদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্রে এম সি কিউ (MCQ) টাইপের প্রশ্ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র-ছাত্রীর ফলাফল নির্ধারণে। এই পেজে সেই উদ্দেশ্য সাধনের জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এই মকটেস্টে রেখেছি। মক টেস্ট দিলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে তারা পরীক্ষার জন্য কতখানি প্রস্তুত হয়েছে। তাছাড়াও সঠিক উত্তরটি জেনে নিয়ে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে পারবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে। আশা করি প্রতিটি ছাত্র ছাত্রী ভীষণ ভাবে উপকৃত হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বানানো হয়েছে এই মক টেস্ট। এই মক টেস্ট এর মধ্যে 14 টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1। MCQ টাইপের প্রশ্ন। ফ্রী মক টেস্ট। এই মকটেস্ট দিলে তোমরা বুঝতে পারবে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা কতখানি প্রস্তুত হয়েছ। Mock Test – এর শেষে তোমরা তোমাদের নিজেদের ফলাফল দেখতে পাবে। এই সেটে দেওয়া প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নিজের প্রস্তুতি যাচাই করার জন্য অতি অবশ্যই মকটেস্ট টি দেওয়া জরুরি।

SubjectBiology
Total Number of Questions14 (fourteen)
Marks per Question1 (One)
Total Marks14 (fourteen)
ResultSee after the Mock Test

#1. কোন্ এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়?

#2. যৌন সংযোজিত বংশানুক্রম গত রোগের একটি উদাহরণ হল

#3. নিচের কোনটি ইন-সিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়?

#4. প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল

#5. যখন একই জনিতৃ দেহে পুং গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে, তখন তাকে বলে

#6. ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে?

জীব বিদ্যা বিষয়ের মক টেস্টের আরো সেট পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট। জীব বিদ্যা (Biology) ছাড়াও অন্যান্য বিষয়ের মকটেস্ট পাবে নিয়মিত। প্রতিটি মকটেস্ট দাও, নিজেকে প্রস্তুত করো, আর দারুন ফলাফল করো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।

Class – XII ইংরেজি মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করো।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *