Environmental Science Model Questions for West Bengal Primary TET | পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার মডেল প্রশ্ন ও উত্তর – পরিবেশ বিদ্যা।

Environmental Science Model Questions – These questions are very important for Primary TET Examination. Prepare the questions. We have also given the answers to the questions.

হিউমেরাস হাড়টি কোথায় রয়েছে?

a) হাতে

b) বুকে

c) পায়ে

d) পিঠে

উত্তর: a) হাতে।

ভিটামিন-সি সবচেয়ে বেশি আছে সম ওজনের যে ফলে তা হলো –

a) বাতাবি লেবু

b) পাতি লেবু

c) কমলা লেবু

d) আমলকী।

উত্তর: d) আমলকী।

কোলাজেন হলো –

a) একটি হরমোন

b) একটি প্রোটিন

c) একটি উৎসেচক

d) একটি নার্ভ

উত্তর: b) একটি প্রোটিন।

নখ, চুল, গন্ডারের খড়্গ প্রভৃতিতে যে প্রোটিন থাকে তার নাম হলো

a) হিমোগ্লোবিন

b) কোলাজেন

c) অ্যাকটিন

d) কেরাটিন

উত্তর: d) কেরাটিন।

ত্বকে শ্বেতী বা সাদা দাগ হওয়ার কারণ হলো –

a) লিভারের সমস্যা

b) হজমের সমস্যা

c) জীবাণুর সংক্রমণ

d) মেলানোসাইট কোষের মৃত্যু

উত্তর: মেলানোসাইট কোষের মৃত্যু।

কোন্ রোগটি আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত?

a) হেপাটাইটিস

b) অ্যামিবায়োসিস

c) কলেরা

d) এদের মধ্যে কোনোটিই নয়

উত্তর: অ্যামিবয়োসিস।

লালারসে যে জীবাণুনাশক থাকে তার নাম হলো

a) কেমোজাইম

b) লাইসোজাইম

c) লিউকোজাইম

d) মেসোজাইম

উত্তর: b) লাইসোজাইম।

ক্লোমশাখাগুলি যে স্থান দিয়ে ফুসফুসে প্রবেশ করে তাকে বলা হয়

a) হাইলাম

b) লামহাই

c) ট্রাকিয়া

d) ফ্লুরা

উত্তর: a) হাইলাম।

ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত এসে হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে প্রবেশ করে?

a) বাম অলিন্দ

b) ডান অলিন্দ

c) বাম নিলয়

d) ডান নিলয়

উত্তর: a) বাম অলিন্দ।

কোন্ কারখানায় কাজ করলে শ্রমিকদের ফুসফুসে বাইসিনোসিস রোগটি হয়?

a) তুলো কারখানায়

b) কয়লা খনিতে

c) অ্যাসবেস্টস কারখানায়

d) এদের মধ্যে কোনোটিই নয়

উত্তর: a) তুলো কারখানায়।

জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয় যে গ্রন্থি থেকে তার নাম হলো

a) পিটুইটারি

b) থাইরয়েড

c) অ্যাড্রিনাল

d) বৃক্ক

উত্তর: c) অ্যাড্রিনাল।

কোনো বাচ্চার জিভে ও মুখে ঘা হয়েছে। কোন্ ভিটামিনের অভাবে তা হয়?

a) ভিটামিন বি কমপ্লেক্স

b) ভিটামিন সি

c) ভিটামিন ডি

d) ভিটামিন এ

উত্তর: ) ভিটামিন বি কমপ্লেক্স।

আগেকার দিনে কুলো ব্যবহার করা হতো। কুলোর কোনো একটি কাজ উল্লেখ করো।

a)ধান ঝাড়ারর পর অপুষ্ট ধানের খোসাকে আলাদা করা

b) ধান কাটা

c) জমির আগাছা নষ্ট করা

d) এদের মধ্যে কোনোটিই নয়।

উত্তর: a) ধান ঝাড়ার পর অপুষ্ট ধানের খোসাকে আলাদা করা।

ভারতের মোট ‘জিডিপি’র মধ্যে অংশ হিসাবে কৃষির স্থান

a) প্রথম

b) দ্বিতীয়

c) তৃতীয়

d) চতুর্থ।

উত্তর: c) তৃতীয়।

কোন্ ধরনের ধান চাষের ক্ষেত্রে বীজতলা তৈরি করার দরকার হয়না?

a) বোরো ধান

b) আমন ধান

c) আউশ ধান

d) এদের মধ্যে কোনোটিই নয়

উত্তর: c) আউশ ধান।

কোনটি চা – এর প্রকারভেদ নয়?

a) কালো চা

b) সাদা চা

c) সবুজ চা

d) বেলং চা।

উত্তর: d) বেলং চা।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *