WB Primary TET Model Questions: শিখন ও শিক্ষণ বিদ্যা: নমুনা প্রশ্ন ও উত্তর: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ||

WB Primary TET Model Questions. Important Model Questions and Answers for West Bengal Primary TET Examination. Prepare these questions and definitely score an excellent result. Make your dream come true. Get your success. Do it now.

যে স্মৃতি ব্যক্তির কর্ম, দক্ষতা, শক্তি ইত্যাদি বিষয় সম্পর্কের তথ্য সংরক্ষন করে, তাকে বলে

a) কাহিনীমূলক স্মৃতি

b) অর্থমূলক স্মৃতি

c) ঘোষণা ধর্মী স্মৃতি

d) প্রক্রিয়া ধর্মী স্মৃতি।

উত্তর: d) প্রক্রিয়া ধর্মী স্মৃতি।

যদি কোন বালিকা নিয়মিত বিদ্যালয় না আসে তাহলে আপনি

a) বিরক্ত হবেন

b) তার নাম কেটে দেবেন

c) প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানাবেন

d) বালিকার পিতা-মাতার সঙ্গে দেখা করে তাদের উৎসাহিত করবেন।

উত্তর: d) বালিকার পিতা-মাতার সঙ্গে দেখা করে তাদের উৎসাহিত করবেন।

স্কিনার কয় ধরনের শক্তিপায়ী উদ্দীপকের কথা বলেছেন?

a) এক ধরনের

b) দুই ধরনের

c) তিন ধরনের

d) চার ধরনের।

উত্তর: b) দুই ধরনের।

নির্দিষ্ট পাঠক্রম থাকে না

a) দূরশিক্ষায়

b) নিয়মবহির্ভূত শিক্ষায়

c) নিয়ন্ত্রিত শিক্ষায়

d) অনিয়ন্ত্রিত শিক্ষায়।

উত্তর: d) অনিয়ন্ত্রিত শিক্ষায়।

শিখনের ক্ষেত্রে যেটি ভুল সেটি হল

a) শিক্ষণ অনুশীলনের উপর নির্ভর করে

b) শিখণ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ

c) শিখন হল নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া

d) শিখণের জন্য আত্ম সক্রিয়তার প্রয়োজন

উত্তর: b) শিখণ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ।

সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো

a) প্রান্তীয় স্নায়ুতন্ত্র

b) পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র

c) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

d) স্বতন্ত্র স্নায়ুতন্ত্র।

উত্তর: c) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।

বুনিয়াদি শিক্ষার ধারণাটি দিয়েছিলেন

a) ড: জাকির হোসেন

b) ডঃ রাজেন্দ্র প্রসাদ

c) রবীন্দ্রনাথ ঠাকুর

d) মহাত্মা গান্ধী।

উত্তর: d) মহাত্মা গান্ধী।

পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন

a) স্কিনার

b) স্পিয়ারম্যান

c) থর্নডাইক

d) প্যাভলভ।

উত্তর a) স্কিনার।

জ্যাঁ পিয়াজের শিখন প্রক্রিয়ার যে চারটি স্তরের কথা বলেছেন, তার তৃতীয় স্তরটি হল

a) প্রাক সক্রিয়তার স্তর

b) মূর্ত সক্রিয়তার স্তর

c) যৌক্তিক সক্রিয়তার স্তর

d) সংবেদন সঞ্চালন স্তর।

উত্তর: b) মূর্ত সক্রিয়তার স্তর।

শিখনের ক্ষেত্রে ‘সামাজিক নির্মিতিবাদ’ বিষয়ে গবেষণা করেন

a) কোহলার

b)থর্নডাইক

c) বাইগটস্কি

d) স্কিনার

উত্তর: c) বাইগটস্কি।

শ্রেণীতে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত

a) ব্ল্যাকবোর্ড ব্যবহার করা

b) প্রশ্ন করা

c) গান করা

d) গল্প বলা।

উত্তর : b) প্রশ্ন করা।

শিক্ষনের ক্ষেত্রে প্রত্যক্ষ প্রশিক্ষণ’ মডেলের প্রস্তাবক হলেন

a) ই এল থর্নডাইক

b) টলম্যান

c) বি এফ স্কিনার

d) গাগ্নি।

উত্তর : d) গাগ্নি।

“পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন” – এই মতামত প্রকাশ করেছেন

a) গেটস

b) ক্রাইডার

c) ট্রেভার্স

d) গার্ডেনার মারফি।

উত্তর d) গার্ডেনার মারফি।

যে দুটি প্রক্রিয়া শিখনের ক্ষেত্রে পুনরুজ্জীবনের কারণ হিসেবে কাজ করে, সেগুলি হল

a) সংরক্ষণ ও পুনরুদ্রেক

b) পুরস্কার ও শাস্তি

c) পুষ্টি ও অনুশীলন

d) খেলা ও কাজ

উত্তর: b) পুরস্কার ও শাস্তি।

“শিখন হল অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া” – এই মতটি প্রকাশ করেছেন

a) ক্রো এবং ক্রো

b) কিংসলি ও গ্যারি

c) ম্যাকগক ও আয়ন

d) ট্রেভার্স।

উত্তর: ক্রো এবং ক্রো।

বাংলা মডেল প্রশ্ন ও উত্তর (TET) -এখানে ক্লিক করুন।

“শিখন আচরণের একটি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা দ্বারা ঘটে থাকে” -এই অভিমতটি কার?

a) রবার্ট এ বেরন

b) রবার্ট এস ফেল্ডম্যান

c) ওয়ানী ওয়াইটেন

d) ক্রাইডার ।

উত্তর: b) রবার্ট এস ফেল্ডম্যান।

বাঙ্গালীদের প্রথম শিক্ষাগুরু ছিলেন

a) রবীন্দ্রনাথ

b) বিবেকানন্দ

c) রামমোহন

d) বিদ্যাসাগর

উত্তর: d) বিদ্যাসাগর।

বিদ্যালয় হল

a) দূরাগত শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান

b) নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান

c) নিয়ম বহির্ভূত শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান

d) অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান।

উত্তর: b) নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান।

“At least one third of learning that will determine later levels of school achievement has already taken place by age six” – এই বক্তব্যটির যাওয়ার লেখার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত তিনি হলেন

a) বেঞ্জামিন ব্লুম

b) মার্গারেট মিড

c) মার্টিন মেয়ার

d) ফ্রিটিজ রেডেল।

উত্তর: a) বেঞ্জামিন ব্লুম।

বুনিয়াদি শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য হলো

a) সর্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা

b) শিক্ষাকে বৃত্তিমুখী করা

c) শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা

d) সকলের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করা।

উত্তর : c) শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা।

আপনি শিক্ষকতা পছন্দ করেন, কারণ

a) আপনি এটিতে বেশ আগ্রহী

b) শিক্ষকতায় দায়িত্ব কম থাকে

c) এটিতে অনেক দিন ছুটি পাওয়া যায়

d) এটি খুব সহজ কাজ।

উত্তর: a) আপনি এটিতে বেশ আগ্রহী।

শিক্ষকের সফলতা হলো

a) শিক্ষার্থীদের উচ্চমানের সাফল্য

b) শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দান

c) নিজের ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য

d) নিজের চরিত্র ভালো রাখা।

উত্তর: b) শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দান।

WB Primary TET Model Questions

পরিবেশ বিদ্যা – মডেল প্রশ্ন ও উত্তর (TET) – এখানে ক্লিক করুন।

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে, নিজের ইংরেজি বিষয়ের দক্ষতা বৃদ্ধি করতে, পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি সিলেবাস এর অন্তর্গত প্রতিটি পিস এর বিস্তারিত আলোচনা পেতে নিয়মিত সঙ্গে থাকুন onlineexamgroup.com এর।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *