Madhyamik English Mock Test, Very important for preparation of Madhyamik Exam. Do it now. Score a very good result. Madhyamik English Mock Test. WBBSE.
বর্তমানে ই-লার্নিং (e learning) শিক্ষার একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ছাত্র-ছাত্রীরা মোবাইলের একটি ক্লিকের মাধ্যমে তাদের পড়াশুনার যাবতীয় খুঁটিনাটি পেতে পারে। তাই ই – লার্নিং এর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছাত্রছাত্রীদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্রে এম সি কিউ (MCQ) টাইপের প্রশ্ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র-ছাত্রীর ফলাফল নির্ধারণে। এই পেজে সেই উদ্দেশ্য সাধনের জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এই মকটেস্টে রেখেছি। মক টেস্ট দিলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে তারা পরীক্ষার জন্য কতখানি প্রস্তুত হয়েছে। তাছাড়াও সঠিক উত্তরটি জেনে নিয়ে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে পারবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে। আশারাখি প্রতিটি ছাত্র ছাত্রী ভীষণ ভাবে উপকৃত হবে।
ইংরেজি সহ অন্যান্য বিষয়ের আরও মক টেস্টের সেট পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com