Madhyamik Bengali Suggestion 2019 WBBSE, West Bengal (1st Language) মাধ্যমিক বাংলা সাজেশন ২০১৯

  • Get here the most reliable and authentic Bengali Suggestion for Madhyamik Exam 2019 WBBSE. Follow the suggestion and grab betterresult. Download the Suggestion now.

২০১৯  সালের মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য বাংলা সাজেশন। অভিজ্ঞ বিষয় শিক্ষকদের পরামর্শ ও সক্রিয় সহযোগিতায় তৈরী করা হয়েছে এই সাজেশন।

Madhyamik Examination 2019 is knocking at the door. The students who are going to sit for West Bengal Madhyamik are preparing themselves for the first board exam. Are you worried? Thinking too much? Getting tensed?
No need to be worried. Download Suggestion and  prepare yourself.
The West Bengal Board of Secondary Education, established in 1951, under Act of State Legislature which is called The West Bengal Secondary Education Act of 1950. This board was inaugurated by the contemporary Governor of West Bengal, Dr. K. N. Katju.
This Board controls, regulates and develops the Secondary education of West Bengal. This Board conducts the final exams of Secondary Education/Madhyamik Examination.

Are you looking for the best Madhyamik Bengali Suggestion? You have come to the exact place which can serve you with the best suggestoin for Madhyamik Examination 2019. Each and every student looks for the best suggestion because a pure and authentic suggestion can bring change in his/her life. It also saves time, helps perform well. So, We have worked utmost to prepare this Bengali suggestion for you. Our continual effort will bring you success. Follow this suggestion and prepare yourself so that you can perform better in Examination Hall. If you follow the suggestion you will never fumble in the Exam centre. We are providing you with this good suggestion totally free of cost. Download the suggestion in PDF format, follow it and prepare yourself and do the best in the Exam Hall. Of course you have to study the text book, but at the same time you have to follow a good suggestion. Otherwise you will lose much time in the exam hall and find difficulty in time management.

Besides providing only suggestions, we also give some tips to the students so that you can perform confidently in the exam centres. So many students from different parts of West Bengal are pleased with the suggestions and tips provided by us.

First of all we must say that there is no better way than to read the textbook minutely and thoroughly. Suggestion does not mean that all questions will come from suggestion, rather it means possible questions. So, be attentive while reading.

Prepare yourself according to strict routine.

Keep your health good.

Practise writing again and again.

               বাংলা সাাাজেশন (২০১৯)

১২৫ শব্দের মধ্যে উত্তর দাও।

১) “কীরে তোর যে দেখছি পায়া ভারী হয়ে গেল।”- কার মন্তব্য? মন্তব্যের কারণ কি?

২) “ওর কাছে ক ‘অক্ষর গোমাংস”- এখানে ‘ওর’ বলতে কার কথা বলা হয়েছে? কথাটি কার সম্পর্কে প্রযোজ্য তা লেখ।

৩) “সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ।”- কোনটি সুখের দিন? সুখের দিনের পরিণতি কী হয়েছিল? ***

৪) “চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরী করা যায় না।”- বক্তব্যটি কার? বক্তার অভিমত কতটা সমর্থনযোগ্য?

৫) “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।”- উক্তিটির আলোকে “জ্ঞানচক্ষু” গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।

৬) “চিফ ট্রেনার হওয়া তোর কম্মো নয়।”- কে কাকে একথা বলেছে? চিফ ট্রেনার হওয়ার জন্য কী দরকার? ***

৭)” কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর” – এ কথা বলার কারণ কী? বিষয়টি ব্যাখ্যা করো।***

১৫০টি শব্দের মধ্যে উত্তর দাও।

১) ইসাবের বাবার চরিত্র বর্ণনা করো।

২) নদেরচাঁদের চরিত্র। ***

৩) নদীর বিদ্রোহের কারণ কী ছিল?  তা সে কীভাবে বুঝতে পেরেছিলেন? ***

৪) “বহুরূপী ” গল্পের হিমালয়বাসী সন্যাসীর চরিত্র আলোচনা করো।

৫) “পথের পাঁচালী” অপূর্ব  ও নিমাইবাবুর

চরিত্র আলোচনা করো।

৬) “চমকে উঠলেন জগদীশ বাবু” – জগদীশবাবুর পরিচয় দাও। তাঁর চমকে ওঠার কারণ কী?

৭)”নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে”- নদীর সঙ্গে নদেরচাঁদের সম্পর্ক বর্ণনা করো।

১)”কন্যারে ফেলিল যেথা” – কন্যার পরিচয় কী? তাকে যেখানে ফেলা হয়েছিল তার বিবরণ দাও ।***

২) “প্রলয়োল্লাস” কবিতায় প্রলয়ের ছবি বর্ণনা করো।

৩) ‘অন্ধকারের বন্ধকূপে’ বলতে কী বোঝায়? “দেবতা বাঁধা যজ্ঞকূপে/পাষাণ স্তূপে’ বলার কারণ কী?

৪) ‘আফ্রিকা’ কবিতায় আফ্রিকা মহাদেশের জন্মের বর্ণনা নিজের ভাষায় লেখো।

৫) ‘এসো যুগান্তের কবি’- কবি কেন যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন? যুগান্তের কবি কোন্ পরিস্থিতিতে এসে কী করবেন?***

৬) পঞ্চ কন্যার পরিচয় দাও।***

৭) “অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে”- কার উদ্দেশে এই আবেদন? আবেদনের কারণ কী? এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো।***

৮) “রক্ত মুছি শুধু গানের গায়ে “- রক্তপাতের কারণ কী? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য কী?

৯) “অসুখী একজন ” কবিতায় অসুখী জনের অসুখ কী ভাবে করা হয়েছে তা বর্ণনা করো।***

১০) “সমুদ্র নৃপতি  সুতা ” কে? তার চরিত্র আলোচনা করো।***

প্রবন্ধ


১) “ফাউন্টেন পেন” এর বাংলা নাম কী? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম- ইতিহাস বর্ণনা করো।

“আমরা কালি তৈরী করতাম নিজেরাই” -লেখকদের কালি তৈরী করার বিবরণ দাও।***

২) “হারিয়ে যাওয়া কালি কলম” এ লেখকের লিপিকুশলতা সম্পর্কে তথ্যের বর্ণনা দাও।

৩) “বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে।”- এই বাধা দূরীকরণের ব্যবস্থাগুলি লেখো।***

৪) বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো।”- কী খম থাকার কথা বলা হয়েছে? সেই বিষয়গুলি লেখ?

নাটক

১) সিরাজদ্দৌলার চরিত্র।***

২) “আছে শুধু প্রতিহিংসা “- মন্তব্যটি কার? কী কারণে সে প্রতিহিংসাপরায়ণ হয়েছে?***

৩) “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী”- কোন জাতির কথা বলা হয়েছে? কেন সৌভাগ্যসূর্য অস্তাচলগামী?

কোনি

১)দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই বর্ণনা করো।***

২) কোনির চরিত্র করো।

৩) লীলাবতীর পরিচয় দাও ।

৪) “এটা বুকের মধ্যে পুষে রাখুক “- কী পুষে রাখার কথা বলা হয়েছে? কেন পুষে রাখার কথা বলেছেন?***

প্রবন্ধ রচনা: (৪০০শব্দের মধ্যে)

শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, বাংলার সংস্কৃতি, বাংলার ঋতু বৈচিত্র, কন্যাশ্রী প্রকল্প*, অরণ্য ও অরণ্যপ্রানী সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,শিক্ষা বিস্তারে গনমাধ্যম, সমাজ কল্যাণে ছাত্রদের ভূমিকা, চরিত্র গঠনে খেলাধূলার গুরুত্ব*। বিজ্ঞান ও কুসংস্কার*।

৬০ শব্দের মধ্যে উত্তর দাও।

১) “তারপর যুদ্ধ এল।”- যুদ্ধ আসার জন্য কী পরিস্থিতি ঘটেছিল?

২) “সে মেয়েটির মত্যু হল না”- কোন মেয়েটির কথা বলা হয়েছে? এ কথার কারণ কী?

চলিত গদ্যে বঙ্গানুবাদ করো।

  1. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship.
  2. Teachers are regarded as the backbone of society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

***বঙ্গানুবাদের জন্য বিভিন্ন প্রশ্নপত্র টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে।**

Click here to download Madhyamik Bengali Suggestion 2019

To get Scholarship – related information, Madhyamik & HS Suggestions, HS and Madhyamik English Notes, Short Questions, Grammar Practice, Writings, visit http://onlineexamgroup.com

Comment in the comment box below give your opinion about our website.You can also like and share us in our Facebook Page.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *