Letter বা অক্ষর বা বর্ণ কাকে বলে? English Grammar / What is Letter in English Grammar?

এই পেজে আমরা আলোচনা করব ইংরেজিতে Letter বা অক্ষর বা বর্ণ কাকে বলে? – এই নিয়ে। খুব সহজ পদ্ধতিতে ইংরেজি শিখতে চাইলে অবশ্যই ভিজিট করো onlineexamgroup.com

What is “Letter” in English grammar?

(ইংরেজি ব্যাকরণে Letter বা অক্ষর কাকে বলে?)

আমার খিদে পেলে আমি বলি- “আমার খিদে পেয়েছে।”

আমার ঘুম পেলে আমি বলি- “আমার ঘুম পেয়েছে।


এই ভাবে  আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি তখন আমাদের মুখ থেকে কিছু শব্দ বা আওয়াজ সৃষ্টি হয়। এই শব্দের একেবারে মূলে বা কেন্দ্রে রয়েছে ধ্বনি বা সাউন্ড (sound)। এই Sound বা ধ্বনিকে প্রকাশ করার জন্য আমরা কয়েকটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। এই sound বা শব্দকে যখন আমরা মুখে বলি, বা খাতায় বা বোর্ডে লিখি তখন আমরা এই সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করে থাকি।

এই সাংকেতিক চিহ্ন গুলিকে আমরা যখন মুখে বলি তখন বলি ধ্বনি।

আবার এই ধ্বনি গুলোকেই আমরা যখন খাতায় বা বোর্ডে  লিখে ফেলি তখন সেগুলোকে বলি লেটার (Letter) বা অক্ষর বা বর্ণ।

(When we want to express what is right there inside our mind, the first thing what we do is that we produce some sound from our mouth. Then we express such sound with the help of some symbols such as ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ.
These symbols are called "Letter" in English grammar when we write them in our exercise book or blackboard.)

তাই, ধ্বনির লিখিত রূপকেই লেটার (Letter) বা অক্ষর বলে।

ইংরেজিতে মোট 26 টি লেটার বা অক্ষর বা বর্ণ রয়েছে। সেগুলি হল- (There are 26 letters in English Grammar. They are-)

There are two types of writing these letters in English grammar -

1. In Small Letter.

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

(These are Small Letters)

এগুলি হল ছোট হাতের বর্ণ বা লেটার বা অক্ষর (Small Letter) ।

2. In Capital Letter.

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYXZ

(These are Capital Letters)
এগুলি হল বড় হাতের লেটার বা অক্ষর (Capital Letter)।

সুতরাং ইংরেজি ভাষার 26 টি অক্ষর কে আমরা দুই ভাবে লিখতে পারি।
স্মল লেটার (Small Letter) এ অর্থাৎ ছোট হাতের অক্ষরে এবং ক্যাপিটাল লেটারে (Capital Letter) অর্থাৎ বড় হাতের অক্ষরে।
ইংরেজিতে এই A থেকে Z পর্যন্ত মোট 26 টি অক্ষর কে একসঙ্গে বর্ণমালা বা আলফাবেট (Alphabet) বলে।

ইংরেজি বর্ণমালা সৃষ্টি হয়েছে গ্রীক বর্ণমালাকে অনুসরণ করে।

(All these 26 letters collectively are called Alphabet in English Grammar.)

* বাংলা ভাষাতেও মোট 52 টি বর্ণ রয়েছে। এবং সেই বর্ণগুলি কে একসঙ্গে বা একত্রে বা বর্ণ গুলির সমষ্টিকে বলা হয় বর্ণমালা।

Classification of Alphabet: (বর্ণমালার শ্রেণীবিভাগ):

এই আলফাবেট বা বর্ণমালা আবার দুইভাগে বিভক্ত:
a) Vowel (
ভাওয়েল) বা স্বরবর্ণ।
b) Consonant (
কনসোনান্ট) বা ব্যঞ্জনবর্ণ।
ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ হলো A, E, I, O, U
এই পাঁচটি।
W
এবং Y হলো Semi  vowel (সেমি ভাওয়েল) বা অর্ধস্বর।
আর অবশিষ্ট বর্ণগুলি হলো কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ।

এই ভিডিওটি অবশ্যই দেখো।

প্রিয় ছাত্র ছাত্রী, বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা বদ্ধ ধারণা রয়েছে যে ইংরেজি ভাষা শেখা ভীষণ জটিল ও কঠিন ব্যাপার। ইংরেজি গ্রামার মানেই একটা ভীতির ব্যাপার। কিন্তু এই ধারণা একেবারেই সত্য নয়। ইংরেজি ভাষাকেও আমরা খুব সহজ ভাবে শিখে নিতে পারি। তবে তার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন। কারণ, Practice makes a man perfect." তাই নিয়মিত ভিজিট করো আমাদের এই ওয়েবসাইট এবং নিয়মিত আপডেট সংগ্রহ করো ও সহজে ইংরেজি শেখো।

নিচের কমেন্ট বক্সে (Comment Box) এ তোমাদের মতামত অবশ্যই জানাবে।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *