HS Nutrition Suggestion 2023, WBCHSE, West Bengal. উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন ২০২৩

HS Nutrition Suggestion 2023

Follow this HS Nutrition Suggestion 2023 and do an attractive result in your Final HS Exam.

WB HS Nutrition Suggestion 2023. Prepare and practise this HS Nutrition Suggestion 2023 for Higher Secondary Examination 2023, The West Bengal Council of Higher Secondary Education (WBCHSE). Very Important for class XII students of West Bengal. Get all Important Questions for Higher Secondary Examination 2023. The exam of Nutrition will be held on 11.04.2022 (Monday). The exam will start at 10:00 a.m. and will end at 1.15 p.m.

2023 Higher Secondary Exam Routine/Time Table: Click here.

Part – A (35 Marks) (প্রতিটি প্রশ্নের মান 7)

গ্লাইকোলাইসিস এর সংজ্ঞা দাও এবং বিক্রিয়া পথটির প্রবাহ চিত্র অঙ্কন করো। (2+5)

ডায়াবেটিস রোগের কারণ ও জটিলতা গুলি উল্লেখ করো। উচ্চ রক্তচাপ রোগীর গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যবস্তু গুলি উল্লেখ করো। (2+3+5)

‘গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূনকে প্রভাবিত করে’ – আলোচনা করো। মাতৃদুগ্ধ ও গোষ্ঠীগত পার্থক্য আলোচনা করো (4+3)

উৎসেচক কি? উৎসেচকের নামকরণ পদ্ধতি আলোচনা করো। কো এনজাইমের সংজ্ঞা দাও। (1+4+2)

মাছ ও দুগ্ধ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি গুলি আলোচনা করো। কাঁচা দুধে উপস্থিত দুটি অণুজীবের নাম উল্লেখ করো। (3+3+1)

PFA আইন কি? এই আইন অনুসারে ভেজালকারকের শাস্তি কি? সরষের তেল এবং মিষ্টিজাতীয় খাদ্য দ্রব্যের উপজাত দ্রব্যের নাম ও কুফল গুলি লেখো। (1+2+2+2)

আই সি এম আর -এর মতে পুরো নারীর সংজ্ঞা দাও। মৌল বিপাক হার পরিবর্তনের শর্ত গুলি আলোচনা করো। (2+5)

WB HS Nutrition Suggestion 2022
HS Nutrition Suggestion 2023

সাক্কাস এন্টারিকাস কাকে বলে? অগ্ন্যাশয় রসের কাজ গুলি আলোচনা করো। (2+5)

উদারাময় কি? এর প্রকারভেদ গুলি আলোচনা করো। উদারাময় রোগীর পথ্য প্রস্তুতির মূল নীতিগুলি আলোচনা করো। (1+3+3)

ফল ও সবজি সংরক্ষণ এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। (3.5 +3.5)

WHO এবং FAO -র সম্পর্কে টীকা লেখো। (3.5+3.5)

অপুষ্টিজনিত রক্তাল্পতার কারণ ও পরিণতি কি? এই রোগ প্রতিরোধ কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করো। (2+2+3)

ডি এমিনেসন কি? প্রবাহ চিত্রের সাহায্যে ইউরিয়া চক্রটি আলোচনা করো। (2+5)

পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম উল্লেখ করো। মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। (2+5)

ম্যারাসমাস ও কোয়াশিয়োরকর কথা দুটির অর্থ লেখো। ম্যারাসমাস ও কোয়াশিয়োরকর এর মধ্যে পার্থক্য আলোচনা করো। (2+5)

TCA cycle কাকে বলে এবং কেন বলা হয়? ক্রেবস চক্রের বিক্রিয়া পথ ছকের মাধ্যমে দেখাও। (2+5)

বিপাক বা মেটাবলিজম বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
কোরি চক্র (Cori cycle) কি? চিত্র সহযোগে বর্ণনা করো। (3+1+3)

“A disease due to hurry, worry and curry” – এখানে কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণ গুলি কি কি? এই রোগে আক্রান্ত রোগীকে কিভাবে পথের সাহায্যে চিকিৎসা করা যায়?

আন্ত্রিক রসের উৎস, উপাদান এবং কাজ উল্লেখ করো। (1+2+4)

Part -B (35 Marks) (প্রতিটি প্রশ্নের মান 1)

সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক):

উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ প্রোটিন অংশটিকে বলে –

a) হলো উৎসেচক

b) প্রস্থেটিক গ্রুপ

c) পূর্ব উতসেচক

d) সহ উৎসেচক।

উত্তর: b) প্রস্থেটিক গ্রুপ।

HS 2023 Exam -এর জন্য গুরুত্বপূর্ণ mcq পেতে এখানে ক্লিক করো।

দুধের পচনের জন্য দায়ী উৎসেচকটি হল –

a) ল্যাকটেজ

b) পেপলিন

c) অ্যামাইলেজ

d) লাইপেজ

উত্তর: d) লাইপেজ।

পাক রসের যে উপাদান অ্যান্টিসেপটিক এর কাজ করে তার নাম হলো –

a) পেপসিন

b) লাইপেজ

c) পেপসিনোজেন

d) HCI.

উত্তর: d) HCI

প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে? –

a) রেনাল ফেলিওর

b) জ্বর

c) যক্ষা

d) মধুমেহ

উত্তর: a) রেনাল ফেলিওর ।

NAPPNB -এর প্রাপক কারা?

a) 13-18 বছরের ছেলে মেয়েরা

b) 5-13 বছরের ছেলে মেয়েরা

c) 1-18 বছরের ছেলে মেয়েরা

d) 1-5 বছরের ছেলে মেয়েরা

উত্তর: d) 1-5 বছরের ছেলে মেয়েরা।

মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয়, কারণ এতে আছে –

a) টরিন

b) লাইপেজ

c) মেথিওনিন

d) সিসটিন।

উত্তর: b) লাইপেজ।

যে স্বল্প পুষ্টি উপাদানটি ভ্রূনের মানসিক বিকাশে প্রয়োজন তা হল –

a) ভিটামিন -A

b) সোডিয়াম

c) ক্যালসিয়াম

d) আয়োডিন

উত্তর: d) আয়োডিন।

সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? –

a) অ্যাসিটিক অ্যাসিড

b) পটাশিয়াম মেটা বাইসালফেট

c) সোডিয়াম বেনজোয়েট

d) সাইট্রিক অ্যাসিড।

উত্তর: c) সোডিয়াম বেনজোয়েট।

নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।

পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি?

WHO এর মতে পুষ্টি শিক্ষা কি?

লাইসোজাইম কি?

ACU বলতে কী বোঝায়?

অনুত্তেজক পথ্য কি?

সহ উৎসেচক কাকে বলে?

ক্যানিং কি?

COBI কি?

FFH এর পুরো নাম কি?

পরিপূরক খাদ্য কি?

মিক্সিডিমা রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।

ট্রাই গ্লিসারাইড বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়?

ট্রান্স মিথাইলেশন কি?

স্নেহ কণিকা বা মিসেল কাকে বলে?

কত ডিগ্রী তাপমাত্রায় খাদ্যের উৎসেচক নষ্ট হয়?

সক্রিয় শোষণ কি?

স্কুল লাঞ্চ প্রোগ্রাম বলতে কী বোঝায়?

প্যাপিলা বা পিড়কা কি?

কেরাটোম্যালেশিয়া কি?

শ্বসন অনুপাত কাকে বলে?

অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা যায়?

ACU বলতে কি বোঝো?

SNP-র পুরো নাম কি?

অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো?

CFTRI কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?

রেগুলেটরি উৎসেচক কাকে বলে?

ICMR অনুযায়ী একজন ‘পুরো নারীর’ সংজ্ঞা দাও।

ইউরেমিয়া কি?

ভারতে আয়োডিনের অভাবজনিত দুটি সমস্যার উল্লেখ করো।

NNAPP – এর সুবিধা প্রাপক কারা?

16 বছর বয়সী একজন বালকের লোহার চাহিদা কত?

ভিনেগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো।

ব্রাইন কি?

পলিইউরিয়া ও পলিফাজিয়া কি?

WHO /UNICEF এর সুপারিশ অনুযায়ী ORS পাউডার এর সোডিয়াম বাই কার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইড এর পরিমাণ 1 লিটার জলে কত?

গয়ট্রোজেনিক খাদ্য বলতে কী বোঝায়?

GOR কী?

সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়?

http://wbchse.nic.in

HS Bengali Suggestion 2023

HS English Suggestion 2023

HS English Writing Suggestion 2023

HS Education Suggestion 2023

HS Political Science Suggestion 2023

WB HS History Suggestion 2023

HS Geography Suggestion 2023

HS Economics Suggestion 2023

HS Philosophy Suggestion 2023

HS Nutrition Sugestion 2023

HS Biology Suggestion 2023 – Click Here.

HS Modern Computer Application Suggestion 2023

প্রিয় ছাত্র ছাত্রী, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। আর পেয়ে যাও দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের প্রতিটিতে টেক্সট এর বিস্তারিত আলোচনা, বাংলা মানে, নোটস, শর্ট কোশ্চেন, গ্রামার, রাইটিং সবকিছুই। পেতে থাকো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি সহ অন্যান্য বিষয়ের সাজেশন, স্কলার্শিপ সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক পরীক্ষার প্রস্তুতির জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস।

পোষ্টটি অবশ্যই সকল বন্ধু-বান্ধবকে জানাতে তাদের সঙ্গে শেয়ার করবে।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *