HS Biology Suggestion 2020
প্রশ্নের মান 5
নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ১। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক চিত্রসহ বর্ণনা করো। ২। চিত্র সহ মানুষের শুক্রাশয় এর কলাস্থানিক গঠন এর পরিচয় দাও। ৩। শব্দ ছকের সাহায্যে মানব দেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি লেখো। অ্যাক্রোজোম বিক্রিয়া এবং ইমপ্লান্টেশন বলতে কী বোঝো? ৪। DNA রেপ্লিকেশন নিম্নলিখিত গুলির ভূমিকা লেখ: DNA পলিমারেজ, লাইগেজ, SSB প্রোটিন, হেলিকেজ, প্রাইমেজ। ৫। প্রোটিন সংশ্লেষের বিভিন্ন পর্যায়ে গুলি আলোচনা করো। ৬। খাদ্য সামগ্রী উৎপাদনে, শিল্পে ও অ্যান্টিবায়োটিক উৎপাদনে বিভিন্ন অণুজীবের ভূমিকা লেখো। ৭। পেস্ট দমনে জৈবিক পদ্ধতি ও অন্যান্য পদ্ধতি গুলির পরিচয় দাও। ৮। তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ করার দুটি পদ্ধতি লেখো। ডিফরেস্টেশন কাকে বলে? এর সাথে গ্রীন হাউজ প্রভাব এর সম্পর্ক কি? ৯। অম্ল বৃষ্টি কাকে বলে? এর তিনটি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো।
HS Biology Suggestion 2020
প্রতিটি প্রশ্নের মান 3:
১। অপুংজনি কাকে বলে? এর প্রকারভেদ গুলি উদাহরণসহ লেখো। ২। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? এর সুবিধা গুলি কি কি? ৩। বায়ু পরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য গুলি লেখো। ৪। সপুষ্পক উদ্ভিদের স্বপরাগযোগ এর জন্য অভিযোজনগত উপায় গুলি কি কি? ৫। Apomixis কী? এর প্রকারভেদ গুলি লেখো। ৬। চিত্রসহ শুক্রাণুর গঠন লেখো। ৭। রজঃচক্রের বিভিন্ন দশায় জরায়ুর পরিবর্তন গুলি লেখো। ৮। মানবদেহে AIDS কিভাবে সংক্রামিত হয়? AIDS এর লক্ষণ গুলি লেখো। ৯। অ্যামনিওসেন্টেসিস কি? এর গুরুত্ব লেখো। ১০। ডাউন সিনড্রোম বা টার্নার সিন্ড্রোম কেন ঘটে? উক্ত সিনড্রোমের দুটি লক্ষণ লেখো। ১১। ছবিসহ নিউক্লিওজোম এর গঠন লেখো।
১২। পলিজেনিক বংশগতি বলতে কী বোঝো?
১৩। ল্যাক ওপেরন এর গঠন সংক্ষেপে বর্ণনা করো। ১৪। হার্সে এবং চেজ- এর পরীক্ষার সাহায্যে প্রমাণ কর যে ডিএনএ হলো জেনেটিক বস্তু। ১৫। জেনেটিক কোড এর তিনটি বৈশিষ্ট্য লেখো। ১৬। গ্রিফিথ এর পরীক্ষার সাহায্যে প্রমাণ কর যে ডিএনএ-ই জেনেটিক বস্তু। ১৭। ডি এন এ প্যাকেজিং বলতে কী বোঝো? ১৮। মডার সিন্থেটিক থেওরি ব্যাখ্যা করো। ১৯। বিবর্তনের স্বপক্ষে আণবিক প্রমাণ গুলি আলোচনা করো। ২০। মানুষ ও এপ এর মধ্যে পার্থক্য লেখো। ২১। বিবর্তনে জেনেটিক ড্রিফট এর ভূমিকা আলোচনা করো। ২২। একটি আদর্শ এন্টিবডির গঠন চিত্রসহ লেখো। ২৩। ম্যালেরিয়ার লক্ষণ গুলি লেখো। কিভাবে ম্যালেরিয়া দমন করা সম্ভব? ২৪। অ্যাসকারিয়েসিস মানব দেহে কিভাবে সংক্রামিত হয়? ২৫। ফাইলেরিয়া রোগের কারণ ও উপসর্গ লেখো।
২৬। SCP কী? এর গুরুত্ব আলোচনা করো।
২৭। মধুর উপাদান ও গুরুত্ব আলোচনা করো।
২৮। মাছের তিনটি রোগের নাম, লক্ষণ ও প্রতিকার লেখো।
২৯। ইমাসকিউলেশনের তিনটি উপায় লেখো।
৩০। বায়োগ্যাস উৎপাদনে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।
৩১। বায়োফার্টিলাইজার হিসাবে ব্যাকটেরিয়া ও নীলাভ শৈবালের ভুমিকা লেখো।
৩২। পলিমারেজ চেইন রিঅ্যাকশন এর ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো।
৩৩। ছবি সহ PRB 332 এর গঠন লেখো।
৩৪। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে কীভাবে ইনসুলিন প্রস্তুত করা হয় তা লেখো।
৩৫। পপুলেশন বৃদ্ধির S ও J আকৃতির রেখচিত্রের পরিচয় দাও।
৩৬। বয়সভিত্তিক জনসংখ্যার বিভিন্ন আকৃতির পিরামিডের পরিচয় দাও।
৩৭।শব্দ ছকের সাহায্যে ফসফরাস চক্রের পরিচয় দাও।
৩৮। বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিচয় দাও।
৩৯। রেড ডাটা বুক কী? এর উদ্দেশ্য কী?
৪০। হট স্পট কী? হট স্পট নির্ধারণের দুটি শর্ত লেখো।
৪১। গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য আলোচনা করো।
৪২। চিপ্কো আন্দোলনের আলোকে JFM এর ভুমিকা আলোচনা করো।
৪৩। আলোক রাসায়নিক ধোঁয়াশা কী? এর ক্ষতিকর প্রভাব লেখো।
HS Biology Suggestion 2020
প্রতিটি প্রশ্নের মান ২:
১। প্রচ্ছন্নতা কাকে বলে?
২। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
৩। লিংকড জিন কাকে বলে?
৪। বারবডি কাকে বলে?
৫। ডাউন সিনড্রোম কী?
৬। নিউক্লিওজোম ক?
৭। হেটেরোগ্যামেটিক ফিমেল কাকে বলে?
৮। সেন্ট্রাল ডগমা কাকে বলে?
৯। RNA-i কী?
১০। প্রোব কাকে বলে?
১১। ওপেরন তন্ত্রে প্রোমোটার ও অপারেটর জিনের ভূমিকা কী লেখো।
১২। অবক্ষয়ধর্মী কোডন কাকে বলে?
১৩। মডার্ন সিন্থেটিক থিওরি কী?
১৪। জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
১৫। ভূতাত্ত্বিক সময় সারণি কাকে বলে?
১৬। বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্র বা পুনরাবৃত্তি তত্ত্বটি উল্লেখ করো।
১৭। প্রচ্ছন্নতা কাকে বলে? ১৮। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? ১৯। সহ প্রকটতা কি? মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিন এর ভূমিকা লেখো। ২০। ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? ২১। হট ডাইলিউট স্যুপ বলতে কী বোঝায়? ২২। ডারউইনবাদ এর দুটি ত্রুটি উল্লেখ করো? ২৩। অ্যালকাপটোনিউরিয়া কি? ২৪। ব্লাস্টোজেনিক ভেরিয়েশন এর বৈশিষ্ট্য গুলি লেখো। ২৫। স্থিতিশীল ও বিচ্ছিন্ন কারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? ২৬। হার্ডি উইনবার্গ ভারসাম্য বলতে কি বুঝায়? ২৭। সব ইমিউনোজেন এন্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন ইমিউনোজেন নয় – ব্যাখ্যা করো। ২৮। সহজাত অনাক্রম্যতা কাকে বলে? ২৯। MHCI এবং MHCII – এর মধ্যে পার্থক্য লেখো। ৩০। কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা কাকে বলে? ৩১। টাইফয়েড রোগের লক্ষণ গুলি কি কি? ৩২। দাদ রোগ বলতে কী বোঝো? ৩৩। NACO – এর পুরো নাম কি? রিং ওয়ার্ম সৃষ্টিকারি জীবাণুর নাম লেখো। ৩৪। AIDS প্রতিরোধের উপায় গুলি কি কি?
৩৫। ড্রাগের অপব্যবহার কাকে বলে?
৩৬। ট্রাংকুলাইজার এর একটি উদাহরণ দাও? ৩৭। সিডেটিভ ড্রাগ কি স্টিমুলেন্টের উদাহরণ দাও। ৩৮। অটোইমিউন রোগ বলতে কি বুঝ একটি উদাহরণ দাও। ৩৯। SCP – র দুটি গুরুত্ব লেখো। ৪০। বায়োফর্টিফিকেশন কাকে বলে? ৪১। নিবিড় মিশ্র মাছ চাষ বলতে কী বোঝায়? ৪২। ক্লোরামফেনিকল ও এরিথ্রোমাইসিন এন্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া গুলির নাম কি? ৪৩। এক্টোমাইকোরাইজা কাকে বলে?
৪৪। বায়োগ্যাসের বিভিন্ন উপাদানের নাম লেখো।
৪৫। মানব ইনসুলিন বলতে কী বোঝো? ৪৬। পেটেন্ট কি এর একটি উদাহরণ দাও। ৪৭। বায়ো পাইরেসি কি এর উদাহরণ দাও। ৪৮। হ্যাবিট্যাট ও ইকোলজিক্যাল নিচ এর সংজ্ঞা দাও। ৪৯। গাউসের নীতি কি? ৫০। বর্ণগ্রাহ কাকে বলে এটি কয় প্রকার ও কি কি? ৫১। বহন ক্ষমতা কাকে বলে? ৫২। J ও S আকৃতির বৃদ্ধির পার্থক্য দেখাও। ৫৩। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের সমীকরণটি দেখাও। ৫৪। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র কি এর উদাহরণ দাও।
৫৫। গ্রেজিং খাদ্য শৃংখল ও ডেট্রিটাস খাদ্য শৃংখল এর পার্থক্য লেখো।
৫৫। ডেট্রিটাস খাদ্য শৃংখল এর উদাহরণ দাও। ৫৬। ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে এর উদাহরণ দাও। ৫৭। বাস্তুতান্ত্রিক কর্ম সাধন বলতে কী বোঝো? ৫৮। হাইড্রোসিরি ও জেরোসিরি কি? ৫৯। শক্তি প্রবাহের 10% সূত্র লেখো। 10% সূত্র এর প্রবর্তক কে? ৬০। গ্রিন ডাটা বুক কি জিন ব্যাংক কি? ৬১। JFM বলতে কী বোঝো? ৬২। জীব বৈচিত্রের গুরুত্ব লেখো। ৬৩। বায়োস্ফিয়ার রিজার্ভ এ কি কি অঞ্চল থাকে? ৬৪। IUCN ও WWF এর পুরো নাম কি? ৬৪। অবলুপ্তি কি? ৬৫। ইউট্রোফিকেশন কি? ৬৬। বায়ো ইন্ডিকেটর কাকে বলে? ৬৭। কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। ৬৮। তেজস্ক্রিয় দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। ৬৯। চিপকো আন্দোলন বলতে কী বোঝো? ৭০। গ্রীন হাউজ প্রভাব কাকে বলে? ৭১। সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কী বোঝো?
HS Biology Suggestion 2020
SAQ:
১। প্লাসেন্টা কী? এর কাজ কী?
২। স্পার্মিওজেনেসিস কাকে বলে? মানুষের প্লাসেন্টার একটি বৈশিষ্ট্য লেখো।
৩। রজঃচক্রের সময় জরায়ুর পরিবর্তন কটি পর্যায়ে হয় এবং কী কী?
৪। রোপণের সময়কাল ও স্থান লেখো।
৫। শুক্রাণুর চিহ্নিত চিত্র অঙ্কন করো।
৬। কোন প্রাণীর কোরকোদ্গমের সাহায্যে জনন ঘটে?
৭। ম্যালেরিয়া পরজীবীর বহুবিভাজন পদ্ধতিটির নাম কী?
৮। GIFT -র পুরো নাম কী?
৯। একটি STD র উদাহরণ দাও।
১০। AIDS -এর পুরো নাম কী?
১১। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার প্রধান কারণ কী?
১২। স্প্লিট জিন কী?
১২। হোলান্ড্রিক জিন কী?
১৩। অদ্ব্যর্থক কোডন বলতে কী বোঝায়?
১৪। VNTR কী?
১৫। কে প্রথম বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন?
১৬। কোয়াসারভেট কী?
১৭। মাইক্রোস্ফিয়ার কী?
১৮। কোন্ যুগকে স্তন্যপায়ীর যুগ বলা হয়?
১৯। সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগকারী প্রাণী কোনটি?
২০। দাঁত যুক্ত একটি জীবাশ্ম পাখির নাম লেখো।
২১। পয়েন্ট মিউটেশন কাকে বলে?
২২। মিউটাজেন ক?
২৩। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কোন্ প্রকার নির্বাচনের উদাহরণ?
২৪। অপ্রকৃত ফল কাকে বলে? ২৫। পার্থেনোকার্পি কাকে বলে? ২৬। কর্পাস লিউটিয়াম কি? ২৭। কোন বিজ্ঞানীরা মেন্ডেলবাদের পুনরাবিষ্কার করেন? ২৮। অ্যালিল কাকে বলে? ২৯। সপ্রকটতার একটি উদাহরণ দাও। ৩০। C – value কী? ৩১। রেপ্লিজোম কি? ৩২। FISH – এর পুরোনাম কী? ৩৩। কোয়াসারভেট কি? ৩৪। মানুষের দেহে কত রকমের অ্যান্টিবডি পাওয়া যায়? ৩৫। অ্যামিবায়োসিস রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? ৩৬। হেরোইন কি?
৩৭। ইনকিউবেটর কি?
৩৮। মুরগির একটি আমেরিকান ব্রিড এর নাম লেখ? ৩৯। ডুয়েল ব্রিড কাকে বলে? ৪০। নিম গাছ থেকে প্রাপ্ত পতঙ্গনাশক পদার্থের নাম কী? ৪১। সায়ানোব্যাকটেরিয়া কি কাজে ব্যবহৃত হয? ৪২। একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লেখো। ৪৩। প্লাসমিডকে ভেক্টর বলা হয় কেন? ৪৪। শীতল দেশের তুলনায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশে প্রাণীর দেহ বর্ণের হয়। একে কি বলে? ৪৫। লিথোফাইট কী? ৪৬। একটি রক্ষনাত্মক অনুকৃতির নাম লেখো। ৪৭। মোট প্রাথমিক উৎপাদন ও আসল প্রাথমিক উৎপাদনের সম্পর্ক লেখো। ৪৮। খাদ্যজাল বলতে কী বোঝো? ৪৯। কোন অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ খ্যাত? ৫০। দুটি মেগাডাইভারসিটি দেশের নাম লেখো।
এছাড়াও বিভিন্ন রেফারেন্স বুক থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে যে ধরনের প্রশ্ন গুলি রয়েছে সেগুলি তৈরি করতে হবে। কারণ এস এ কিউ এর কোন শর্ট কোশ্চেন এর সাজেশন হয় না। কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দেয়া হয়েছে।
MCQ
১। পুষ্টি সংগ্রহের পর সারটোলি কোষ থেকে নির্গত শুক্রাণু নির্গমন কে বলা হয় – a) স্পার্মিওজেনেসিস b) স্পার্মাটোসাইটোজেনেসিস c) স্পার্মাটোজেনেসিস d) স্পার্মিয়েশন। ২। মিয়োসিস কোষ বিভাজন কারী স্পার্মাটোগোনিয়া কে বলা হয় a) সেকেন্ডারি স্পার্মতোসাইট b) স্পার্ম c) প্রাইমারি স্পার্মাটোসাইট d) স্পার্মিটিড।
৩। মাতৃদুগ্ধ ও প্লাসেন্টার দ্বারা যে স্বল্পস্থায়ী ইমিউনিটি অর্জিত হয় তা হলো- a) অ্যাক্টিভ অনাক্রম্যতা b) জন্মগত অনির্দিষ্ট অনাক্রম্যতা c) কোষ ভিত্তিক অনাক্রম্যতা d) প্যাসিভ অনাক্রম্যতা। ৪।T4 লিম্ফোসাইট হলো – a) হেল্পার কোর্স b) সাপ্রেসর কোশ c) সাইটোটক্সিস কোশ d) কোনোটিই নয়। ৫।Widal Test নিম্নলিখিত কোন রোগটি শনাক্তকরণে ব্যবহৃত হয়? – a) কলেরা b) ম্যালেরিয়া c) টাইফয়েড d) ইয়েলো ফিভার। ৬। LSD হলো – a) নারকোটিক b) স্টিমুলান্ট c) হ্যালুসিনোজেন d) এন্টিডিপ্রেসেন্ট। ৭। বারবিচুরেট হল একপ্রকার – a) ট্রানকুলাইজার b) সিডেটিভ c) স্টিমুলান্ট d) অপীয়েট। ৮। উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদ পুনরুৎপাদনের ক্ষমতা কে বলা হয় – a) টোটিপোটেন্সি b) টিস্যু কালচার c) প্লিউরি পোটেন্সি d) সেল ক্লোনিং। ৯। সোমাক্লোন পাওয়া যায় – a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং b) প্লান্ট ব্রিডিং c) টিসুকালচার d) ইরাডিয়েশান। ১০। অ্যানথ্রাক্স কার রোগ?- a) পোল্ট্রি পাখির b) মাছের c) পতঙ্গের d) গরুর।