HS Geography Suggestion 2020 : WBCHSE (West Bengal) : উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২০, পশ্চিমবঙ্গ

HS Geography Suggestion 2020 WBCHSE

PART -A (Marks 35)

১। কার্স্ট অঞ্চলে ভৌম জলের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা করো? আর্টেজীয় কূপ কিভাবে গঠিত হয়? (৫+২)
২। বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর এর পরিচয় দাও। সম্মুখ তটভূমি ও পশ্চাদ্ তটভূমির মধ্যে পার্থক্য লেখ। (৪+৩)
৩। ছবিসহ বিভিন্ন প্রকার প্রস্রবনের পরিচয় দাও। আরোহন এবং অবরোহণ এর পার্থক্য উল্লেখ করো। (৫+২)
৪। সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো। সোয়াশ এবং ব্যাক ওয়াশ কি? (৫+২)
৫। বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধ এর পরিচয় দাও। রিয়া এবং ফিয়র্ড উপকূল এর পার্থক্য উল্লেখ করো। (৪+৩)
৬। উন্নত এবং উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের পার্থক্য করো। CBD কি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?
৭। চুনাপাথর যুক্ত অঞ্চলের ভৌম জলের সঞ্চয় কার্যের ফলে গঠিত চারটি ভূমিরূপ ছবি সহ বর্ণনা করো। নদীগ্রাস কি? (৫+২)

৮। জীবিকা সত্তা ভিত্তিক ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। বাজার – বাগান কৃষির বৈশিষ্ট্য গুলি কি কি?
৯। জীব বৈচিত্র সংরক্ষণের পদ্ধতি গুলি আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকালে বৃষ্টিপাত কেন হয়? (৪+৩)
১০। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণ আলোচনা করো। ভারতে নগরায়নের দুটি সমস্যা লেখো। ইন্টারনেটের গুরুত্ব লেখো। (৩+২+২)
১১। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের জীবনচক্র ছবি সহ বর্ণনা করো। সাদার্ন অসিলেশন কাকে বলে?
১২। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টন এর প্রাকৃতিক কারণ গুলি আলোচনা করো।
১৩। নদীর পুনর্যৌবন লাভ এর ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সচিত্র বর্ণনা করো। রিয়া ও ডালমেসিয়ান উপকূলের মধ্যে পার্থক্য কি কি? (৫+২)

১৪। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি? অবস্থানগত ত্রিভুজ কাকে বলে? (৫+২)
১৫। আধুনিক কৃষিতে যন্ত্রের ব্যাপক ব্যবহারের সুফল এবং কুফল লেখো। ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন? শস্যাবর্তন এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (৩+২+২)

SAQ: Short Answer type Question:

নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
১। জলনির্গম প্রণালী বলতে কী বোঝায়?
২। বেনিরুপি জলনির্গম প্রণালী কাকে বলে?
৩। জটাজাল জলনির্গম প্রণালী কাকে বলে?
৪। কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে?
৫। মালচিং কি?
৬। সোলাম কাকে বলে?
৭। কর্তিত পরিলেখ কি?
৮। টুইস্টার কি?
৯। অধিমূল কি?
১০। মৌসুমি বিস্ফোরণ কি?
১১। ক্যানোপি কি?
১২। অক্লুডেড ফ্রন্ট কি?
১৩। পশ্চিমবঙ্গের সবচেয়ে খরা প্রবণ এলাকা কোনটি?
১৪। দুটি বিপর্যয় পরবর্তী পদক্ষেপের নাম লেখো।
১৫। ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চলের নাম লেখো।

১৬। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?
১৭। ভারতের দুটি সংকর ইস্পাত কারখানার নাম লেখো।
১৮। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানা কোনটি?
১৯। কোন শহরকে “বিশ্বের মোটর গাড়ির শহর” বলা হয়?
২০। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
২১। আইসোটিম কি?
২২। শ্রমগুণক কাকে বলে?
২৩। ভারতের বিমানপোত নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে?
২৪। ভারতের দুটি যমজ শহর এর নাম লেখো।
২৫। সবুজ গ্রাম কি?
২৬। ওয়ার্ল্ড সিটি কি?
২৭। ঋতুভিত্তিক পরিব্রাজন কাকে বলা হয়?
২৮। জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে ভারত অবস্থান করছে?
২৯। পৃথিবীর দুটি জনবিরল দেশের নাম লেখো।
৩০। ভারতের “সিলিকন ভ্যালি” কোন রাজ্যে অবস্থিত?

MCQ : Multiple Choice Questions:

১। গতিশীল ভারসাম্য তত্ত্বের ধারণা দেন- a) জে টি হ্যাক b) এল সি কিং c) ডব্লু এম ডেভিস d) ডব্লু পেংক।
২। ‘কনারবেশন’ কথাটির স্রষ্টা হলেন-
a) জাঁ গটম্যান b) লুই মামফোর্ড c) প্যাট্রিক গেডেস d) সি জে গ্যালোপিন।
৩।বিশ্বের সর্বাধিক মানুষের পেশা হিসেবে পরিচিত যে স্তরের অর্থনৈতিক কাজ তা হলো – a) প্রথম স্তর b) দ্বিতীয় স্তর c) তৃতীয় স্তর d) চতুর্থ স্তর।
সঠিক উত্তরটি বেছে নাও।
৪। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো – a) L আকৃতির b) Y আকৃতির c) N আকৃতির d) Z আকৃতির।
৫। ভারতের উদীয়মান শিল্প হল – a) পেট্রোরসায়ন শিল্প b) কাগজ শিল্প c) বস্ত্র বয়ন শিল্প d) তথ্যপ্রযুক্তি শিল্প।

৬। কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল – a) বাজারের কাছে b) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে c) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে d) নদীর ধারে।
৭। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় – a) বঙ্গোপসাগর b) ক্যারিবিয়ান সাগর c) চীন সাগর d) বিস্কে উপসাগর।

৮। ভারতের নীল বিপ্লবের জনক হলেন – a) স্বামীনাথন b) অরূপ কৃষ্ণনান c) আর রাও d) মোহন কৃষ্ণনান।
৯। চিনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল – a) তামিলনাড়ু b) রাজস্থান c) অন্ধপ্রদেশ d) গুজরাট।
১০। শাকসবজি ফুল-ফল প্রভৃতির চাষকে বলা হয় – a) মিশ্র কৃষি b) ব্যাপক কৃষি c) বাগিচা কৃষি d) উদ্যান কৃষি।

১১। ওজোন গ্যাসের সন্ধান প্রথম দেন – a) কোপেন b) পলম্যান c) স্কোনবি d) ফারমেন।

১২। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল – a) জণসন b) গিবসন c) বেনসন d) ডবসন।
১৩। গোধূলির স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় – a) নাতিশীতোষ্ণ অঞ্চলে b) ক্রান্তীয় অঞ্চলে c) ভূমধ্যসাগরীয় অঞ্চলে d) নিরক্ষীয় অঞ্চলে।
১৪। জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকাকে বলা হয় – a) রেনজিনা b) কাদামাটি c) বগ d) গ্লেই।
১৫। পূর্ববর্তী নদীর উদাহরণ হল – a) কাবেরী b) সিন্ধু c) নর্মদা d) মহানদী।

১৬। একটি প্রবাল দ্বীপ হল – a) জাভা b) লাক্ষাদ্বীপ c) সুমাত্রা d) আন্দামান।
১৭। গিজার হলো এক ধরনের – a) খনিজ প্রস্রবণ b) উষ্ণ প্রস্রবণ c) ডাইক প্রস্রবণ d) শীতল প্রস্রবণ।
১৮। অ্যাড্রিয়াটিক উপকূল হলো – a) ডালমেশিয়ান উপকূল b) ফিয়র্ড উপকূল c) যৌগিক উপকূল d) রিয়া উপকূল।
১৯। ডেভিসের মত অনুসারে স্বাভাবিক ক্ষয়চক্রের অশ্বখুরাকৃতি হ্রদ গঠিত হয় – a) পরিণত পর্যায়ে b) বার্ধক্য পর্যায়ে c) যৌবন পর্যায়ে d) প্রাথমিক পর্যায়ে।
২০। 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হল – a) ঝাড়খন্ড b)রাজস্থান d) বিহার d) নাগাল্যান্ড।

Follow this HS Geography Suggestion 2020 WBCHSE

For more educational updates regularly visit http://onlineexamgroup.com

HS Political Science Suggestion 2020

West Bengal HS Biology Suggestion 2020

Share with your friends

5 thoughts on “HS Geography Suggestion 2020 : WBCHSE (West Bengal) : উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২০, পশ্চিমবঙ্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *