Bengali Meaning of Composed Upon Westminster Bridge by William Wordsworth, Class XI, WBCHSE.

Bengali Meaning of “Composed Upon Westminster Bridge” by William Wordsworth. A beautiful poem for Class XI students of West Council of Higher Secondary Education (WBCHSE). Get the Bengali meaning of the entire poem. Line by line Bengali meaning of the poem “Composed Upon Westminster Bridge” by William Wordsworth. A beautiful nature poem by William Wordsworth.

Bengali Meaning of Composed Upon Westminster Bridge

একাদশ শ্রেণির ইংরেজি সিলেবাস এর অন্তর্গত কবিতা “Composed Upon Westminster Bridge”– এর সম্পূর্ণ বাংলা মানে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা “কম্পোস্ড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ” কবিতাটির লাইন বাই লাইন বাংলা মানে। কবিতাটির প্রতিটি লাইন এর বাংলা মানে। অতি সহজ-সরল ভাষায় বোধগম্য ভাবে কবিতাটির বাংলা করা হয়েছে। অনলাইনে পড়াশোনা করার নির্ভরযোগ্য ওয়েবসাইট onlineexamgroup.com । আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করলে প্রতিটি ক্লাসের ইংরেজি সহ অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পাবে। যদি ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে চাও, তাহলে অতি অবশ্যই নিয়মিত পড়াশোনা করো আমাদের ওয়েবসাইটে

কবিতাটির বাংলা মানে:

পৃথিবীর কাছে কোন কিছু নেই এর থেকে আরও বেশি সুন্দর দেখানোর;

সে হবে মনের দিক থেকে (বা আত্মার দিক থেকে) নীরস যে পাশ কাটিয়ে চলে যেতে পারে

একটা দৃশ্য (যেটা) এত মর্মস্পর্শী তার মহিমার দিক থেকে:

এই শহরটি (অর্থাৎ লন্ডন শহরটি) এখন, পোশাকের মতো, পরে আছে

সকালের সৌন্দর্য; নিস্তব্ধ, উন্মুক্ত (বা অনাবৃত),

জাহাজ গুলি, সৌধ গুলি, গম্বুজ গুলি, নাট্যশালা গুলি এবং মন্দির গুলি পড়ে আছে

উন্মুক্ত হয়ে মাঠে, এবং আকাশের দিকে,

সবকিছুই উজ্জ্বল এবং চকচক করছে ধোঁয়াহীন বাতাসে।

সূর্য কখনো আরও সুন্দর ভাবে সিক্ত করে নি

তার প্রথম দ্যূতিতে (বা আলোতে), উপত্যকাকে, পাহাড়কে অথবা পর্বতকে;

আমি কোনদিন দেখিনি, কোনোদিন অনুভব করিনি, এত গভীর প্রশান্তি!

নদীটি (অর্থাৎ টেমস নদী) বয়ে চলে তার আপন গতিতে বা ইচ্ছায়;

প্রিয় ভগবান! বাড়ি গুলিকে মনে হচ্ছে ঘুমন্ত;

এবং সেই বিশাল হৃদয় (অর্থাৎ লন্ডন শহরের প্রাণকেন্দ্র) শান্ত হয়ে শুয়ে আছে।

Short Questions from “Composed Upon Westminster Bridge” – Click here.

MCQ from “Composed Upon Westminster Bridge” – Click here.

নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। পেয়ে যাও প্রতিটি ক্লাসের ইংরেজি টেক্সট-এর বিস্তারিত আলোচনা, প্রতিটি টেক্সট এর সম্পূর্ণ বাংলা মানে, সমস্ত ধরনের প্রশ্ন ও তার উত্তর, গ্রামার, রাইটিং, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন, স্কলার্শিপ সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *