ভারতবর্ষ গল্প থেকে MCQ
“ভারতবর্ষ “ গল্প থেকে MCQ ” , “ভারতবর্ষ “ নামক গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE STORY “BHARATBARSHA”. সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা “ভারতবর্ষ “ নামক গল্প থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গ।

“গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে।” – তাদের হাতে ছিল –
a) লাঠি
b) ছুরি
c) আগুন
d) অস্ত্রশস্ত্র
উত্তর: d) অস্ত্রশস্ত্র।
নিঃসাড় বুড়িকে দেখে গ্রামের সকলে মিলে সর্বপ্রথম খবর দিয়েছিল –
a) মোল্লাসায়েবকে
b) চাওয়ালা জগাকে
c) চৌকিদারকে
d) ভটচাজমশাইকে
উত্তর: c) চৌকিদারকে।
“একসময় দাগি ডাকাত ছিল।” কে একসময় দাগি ডাকাত ছিল? –
a) ফজলু সেখ
b) নিবারণ বাগদি
c) করিম ফরাজি
d) নকড়ি নাপিত
উত্তর: b) নিবারণ বাগদি।
“The Proposal” – এর বাংলা মানে
ফজরের নমাজ বলতে বোঝায় –
a) বিকেলের নমাজকে
b) সন্ধ্যের নমাজকে
c) ভোরের নমাজকে
d) দুপুরের নমাজকে
উত্তর: c) ভোরের নমাজকে।
“উঁকি মেরে সব দেখে-শুনে বললেন – অসম্ভব” কে উঁকি মেরে ছিলেন? –
a) করিম ফরাজি
b) ফজলু সেখ
c) নিবারণ বাগদি
d) ভটচাজমশাই
উত্তর: d) ভটচাজমশাই।
পুরানো বচন অনুসারে সোমবারে বাদলা লাগলে চলে –
a) তিনদিন
b) পাঁচদিন
c) সাতদিন
d) একদিন
উত্তর: d) একদিন।
“সেই সময় এল…” – কে এল? –
a) এক বুড়ি
b) পউষে বাদলা
c) ফাঁপি
d) যুবক চাষী
উত্তর: a) এক বুড়ি।
“ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম” -কে বলেছিল? –
a) করিম ফরাজি
b) ভটচাজমশাই
c) মোল্লাসায়েব
d) ফজলু সেখ
উত্তর: c) মোল্লাসায়েব।
শীতে রাঢ়বাংলায় বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় –
a) ফাঁপি
b) বাদলা
c) পউষে বাদলা
উত্তর: a) ফাঁপি।
ডাকপুরুষের বচন অনুসারে শনিবারের বাদলা চলে –
a) পাঁচদিন
b) তিনদিন
c) সাতদিন
d) একদিন
উত্তর: c) সাতদিন।
“বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল।” – চৌকিদার কি পরামর্শ দিয়েছিল?
a) দোকান বন্ধ করতে
b) দাঙ্গা থামাতে
c) বুড়িকে নদীতে ফেলে আসতে
d) বুড়ির সেবা করতে
উত্তর: c) বুড়িকে নদীতে ফেলে আসতে।
“সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।” – তখন প্রকৃতির বুকে –
a) সূর্যোদয় আসন্ন
b) প্রখর মধ্যাহ্ন
c) গভীর রাত্রি
d) সূর্যাস্ত আসন্ন
উত্তর: d) সূর্যাস্ত আসন্ন।
“লোকের মেজাজ গেল বিগড়ে।” – এমন মেজাজ বিগড়ে যাওয়ার কারণ হল –
a) সারাক্ষণ ঘরে বসে থাকা
b) গ্রামে বিদ্যুৎ নেই
c) অসময়ের বৃষ্টিতে ধানের ক্ষতি
d) শীতের প্রকোপ
উত্তর: c) অসময়ের বৃষ্টিতে ধানের ক্ষতি।
বাজারে সন্দেশের দোকান আছে –
a) একটা
b) দুটো
c) তিনটে
d) চারটে
উত্তর: b) দুটো।
চায়ের দোকানে হঠাৎ আসা বুড়িটার পরনে ছিল –
a) সাদা থান
b) ছেঁড়া কাপড়
c) নোংরা কাপড়
d) ছেঁড়া নোংরা কাপড়
উত্তর: d) ছেঁড়া নোংরা কাপড়।
“আজ না হোক, কাল পয়সা পাবেই, তাই ধারের অংক বেড়ে চলে।” – কারণ
a) সকলে সরকারি সাহায্য পাবে
b) ধানের মরসুম চলছে
c) বাজারে খুব বিক্রি
d) চা ওয়ালার মন-মেজাজ ভালো
উত্তর: b) ধানের মৌসুম চলছে।
“মহুয়ার দেশ” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
“ভারত বর্ষ” গল্প অনুসারে গ্রামটিতে পউষে বাদলা লেগেছিল –
a) সোমবার
b) বুধবার
c) শুক্রবার
d) মঙ্গলবার
উত্তর: d) মঙ্গলবার।
“ভিড় জোরে তাকে পথ দিল।” – কাকে পথ দিল? –
a) চৌকিদারকে
b) বুড়িকে
c) মোল্লাসায়েবকে
d) ভটচাজমশাইকে
উত্তর: b) বুড়িকে।
চায়ের দোকানে হঠাৎ আসা বুড়িটার গায়ে জড়ানো ছিল –
a) চিটচিটে তুলোর কম্বল
b) চিটচিটে সুতির চাদর
c) ময়লা সোয়েটার
d) কাপড়ের ছেঁড়া আঁচল
উত্তর: a) চিটচিটে তুলোর কম্বল।
“করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ।” – এখানে ‘বান্দা’ বলতে বোঝানো হয়েছে –
a) ইংরেজের গোলাম
b) আল্লার অনুগত
c) ভৃত্য শ্রেণীর
d) বিধর্মী মানুষ
উত্তর: b) আল্লার অনুগত।
“একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে” – যাদের কথা আছে তারা হল –
a) বৈজ্ঞানিক, লেখক, অভিনেতা, মন্ত্রী
b) অভিনেতা, মুখ্যমন্ত্রী, অপরাধী, গায়ক
c) অভিনেতা, গায়ক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী
d) অভিনেতা, গায়ক, মুখ্যমন্ত্রী, এমএলএ
উত্তর: d) অভিনেতা, গায়ক, মুখ্যমন্ত্রী, এমএলএ।
গ্রামের ইটভাটাটি রয়েছে –
a) নদীর ধারে
b) রাস্তার ওপরে
c) হাস্কিং মেশিনের পেছনে
d) বাঁশ বনের পেছনে
উত্তর: c) হাস্কিং মেশিনের পেছনে।
“সেটাই সবাইকে অবাক করেছিল” – কি অবাক করেছিল? –
a) বুড়ির হাবভাব ও তেজ
b) বুড়ির চেহারা, কথাবার্তা ও ব্যবহার
c) দুর্যোগে বেঁচেবর্তে হেঁটে আসার ক্ষমতা
d) বুড়ির মাথার সাদা চুল
উত্তর: c) দুর্যোগে বেঁচেবর্তে হেঁটে আসার ক্ষমতা।
গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, কারণ –
a) চারিদিকে আতঙ্কের পরিবেশ
b) শীতের অকাল দুর্যোগ
c) ঘরে বিদ্যুৎ নেই
d) সকলের রোগ-ব্যধি ও অসুস্থতা
উত্তর: b) শীতের অকাল দুর্যোগ।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।