ক্রন্দনরতা জননীর পাশে MCQ || বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী || WBCHSE

ক্রন্দনরতা জননীর পাশে MCQ

ক্রন্দনরতা জননীর পাশে MCQ”ক্রন্দনরতা জননীর পাশে” নামক কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE POEM “KRANDANROTA JANANIR PASHE”. কবি মৃদুল দাশগুপ্তের কবিতা “ক্রন্দনরতা জননীর পাশে“, দ্বাদশ শ্রেণি, পশ্চিমবঙ্গ।

ক্রন্দনরতা জননীর পাশে MCQ
ক্রন্দনরতা জননীর পাশে MCQ

‘যে মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন’ তার জন্য কবি কি করবেন না?

a) বিধির বিচার চাইবেন না

b) কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাবেন না

c) জনতার দরবারে যাবেন না

d) প্রতিহিংসা চরিতার্থ করবেন না

উত্তর: a) বিধির বিধান চাইবেন না।

কবিতায় জাগে –

a) বিবেক

b) ভাষা

c) ভাবনা

d) অর্থ

উত্তর: a) বিবেক।

“… যা পারি কেবল সেই কবিতায় জাগে” – কবিতায় কি জাগে?

a) কবির বিবেক

b) কবির হিংসা

c) কবির ক্রোধ

d) কবির অক্ষমতা

উত্তর: a) কবির বিবেক।

রূপনারায়ণের কূলে – MCQ

কবির বিবেক জেগে ওঠার পটভূমি হলো –

a) সমাজ

b) পরিবার

c) কবিতা

d) রাজনীতি

উত্তর: c) কবিতা।

নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল –

a) বেদনা

b) সহানুভূতি

c) ক্রোধ

d) আত্মগ্লানি

উত্তর: c) ক্রোধ।

‘বিধির বিচার’ সম্বন্ধে কবি বলেছেন –

a) বিধাতা সঠিক বিচার করেন

b) বিধাতার বিচার অর্থহীন

c) বিধাতা পীড়নকারীকে শাস্তি দেন

d) বিধাতা নিপীড়িতের পাশে থাকেন

উত্তর: b) বিধাতার বিচার অর্থহীন।

“ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?

a) আমপাতা জামপাতা

b) সরষেক্ষেত

c) ধানক্ষেত

d) জলপাই কাঠের এসরাজ

উত্তর: c) ধানক্ষেত।

আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয় –

a) বৃষ্টি

b) বিধির বিচার

c) ঈশ্বরের শুভেচ্ছা

d) চাঁদের টিপ

উত্তর: b) বিধির বিচার।

কবি যার পাশে থাকতে চেয়েছেন –

a) দরিদ্র মানুষের

b) ক্রন্দনরতা জননীর

c) অত্যাচারিতের

d) সমস্ত পৃথিবীবাসীর

উত্তর: b) ক্রন্দনরতা জননীর।

নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে –

a) করুণা

b) হতাশা

c) ক্রোধ

d) আতঙ্ক

উত্তর: c) ক্রোধ।

“মহুয়ার দেশ” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।

কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম হল –

a) জলপাই কাঠের এসরাজ

b) ঝরাপালক

c) সোনার তরী

d) সোনার মাছি খুন করেছি

উত্তর: a) জলপাই কাঠের এসরাজ।

কবির বারুদ জাগে –

a) বিস্ফোরণের মুহূর্তে

b) বিস্ফোরণের আগে

c) বিস্ফোরণের পরে

d) বিস্ফোরণের পরিকল্পনায়

উত্তর: b) বিস্ফোরণের আগে।

ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির, সে –

a) পথ হারিয়েছিল

b) নিখোঁজ ছিল

c) খেলতে গিয়েছিল

d) পালিয়ে গিয়েছিল

উত্তর: b) নিখোঁজ ছিল।

ক্রন্দনরতা জননী হলেন –

a) কবির মা

b) শহীদের মা

c) কবির স্বদেশ

d) যেকোনো নারী

উত্তর: c) কবির স্বদেশ।

ভাত গল্প থেকে MCQ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর

নিজের বিবেককে কবি তুলনা করেছেন –

a) ঝড়ের সঙ্গে

b) বারুদের সঙ্গে

c) বিদ্যুৎ এর সঙ্গে

d) আলোর সঙ্গে

উত্তর: b) বারুদের সঙ্গে।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *