রূপনারায়ণের কূলে – MCQ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || বাংলা || দ্বাদশ শ্রেণি || পশ্চিমবঙ্গ||

রূপনারায়ণের কূলে – MCQ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই পেজে দেওয়া বিকল্প ভিত্তিক (বা multiple choice type questions and answers) প্রশ্ন ও উত্তর গুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত “রূপনারায়ণের কূলে” নামক কবিতা থেকে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর দেওয়া হল। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বাধিক নাম্বার অর্জন করতে চাও বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করে দেখাতে চাও তাহলে অতি অবশ্যই এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর গুলি তৈরি করো। বিগত বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন সংগ্রহ করে এই প্রশ্ন ও উত্তর তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে। আমাদের এই পেজে দেওয়া প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে তৈরি করলে অতি অবশ্যই সাফল্য অর্জন করা যাবে। আশাকরি ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে।

“রূপনারায়ণের কূলে” কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন ও উত্তর:

রূপনারায়ণের কূলে কবিতাটির কবি হলেন

ক) সমর সেন

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) জীবনানন্দ দাশ

ঘ) শক্তি চট্টোপাধ্যায়।

উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

কবির কাছে সত্যের স্বরূপটি হল

ক) অনুমেয়

খ) কঠিন

গ) দুরূহ

ঘ) বাক্য ও মনের অতীত।

উত্তর: খ) কঠিন।

“কঠিনেরে ভালোবাসিলাম” -এখানে ‘কঠিন’ বলা হয়েছে

ক) মৃত্যুময় জীবনকে

খ) সত্যোপলব্ধির পথকে

গ) প্রিয়জনের বিচ্ছেদ কে

ঘ) সত্য অস্বীকার করাকে।

উত্তর: খ) সত্যোপলব্ধির পথকে।

রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেন

ক) মানব হৃদয়ে

খ) নদীর জলে

গ) রক্তের অক্ষরে

ঘ) আরশিতে।

উত্তর: গ) রক্তের অক্ষরে।

কবি জেগে উঠেছিলেন

ক) রূপনারায়ণের কূলে

খ) আত্রেয়ীর কূলে

গ) পদ্মার কূলে

ঘ) গঙ্গার কূলে।

উত্তর: ক) রূপনারায়ণের কূলে।

“সে কখনো বঞ্চনা করে না।” – ‘সে’ বলতে বোঝানো হয়েছে

ক) কঠিনকে

খ) মৃত্যুকে

গ) সত্যকে

ঘ) জীবনকে।

উত্তর: গ) সত্যকে।

‘সকল দেনা শোধ’ হয়

ক) সুখে

খ) দুঃখে

গ) জীবনে

ঘ) মৃত্যুতে।

উত্তর: ঘ) মৃত্যুতে।

“রূপনারায়ণের কূলে” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) ক্ষণিকা

খ) চিত্রা

গ) শেষ লেখা

ঘ) সোনার তরী।

উত্তর: গ) শেষ লেখা।

এই কবিতায় রূপনারায়ন কে প্রতীকায়িত করা হয়েছে

ক) মাতৃভূমির সঙ্গে

খ) জলাভূমির সঙ্গে

গ) জগৎসংসারের সঙ্গে

ঘ) অন্তর মনের সঙ্গে।

উত্তর: গ) জগত সংসারের সঙ্গে।

রক্তের অক্ষরে কবি দেখেছেন

ক) পৃথিবীর মুখ

খ) প্রকৃতির সৌন্দর্য

গ) আপনার রূপ

ঘ) দেশের হৃদয়।

উত্তর: গ) আপনার রূপ।

কবি কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ

ক) কঠিনকে গ্রহণ করার সহজ

খ) কঠিন কে এড়ানো যায়না

গ) সত্য হলো কঠিন

ঘ) কঠিন কাজ করাই জীবনের ব্রত।

উত্তর: গ) সত্য হলো কঠিন।

“রূপনারায়ণের কূলে” কবিতাটি রচিত হয়

ক) ৬ জুলাই ১৯৪১

খ) ১৩ মে ১৯৪১

গ) ১৪ মে ১৯৪১

ঘ) ২৮ শে জুন ১৯৪১

উত্তর: খ) ১৩ মে ১৯৪১

রূপনারায়ন হল একটি

ক) দেশের নাম

খ) গ্রামের নাম

গ) ব্যক্তির নাম

ঘ) নদের নাম

উত্তর: ঘ) নদের নাম।

রূপনারায়ণের কূলে – MCQ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর

মহুয়ার দেশ MCQ

“আমি দেখি” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।

Bengali Meaning of “Asleep in the Valley” – Click here.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি, বাংলা সহ অন্যান্য সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে নিয়মিত ভিজিট করে আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com । অতি সহজে ইংরেজি শেখা আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে। বিভিন্ন ধরনের স্কলারপ সংক্রান্ত আপডেট পেতে নিয়মিত ভিজিট করো।

সকল পরিচিত ও বন্ধু-বান্ধবদের মধ্যে এই পেজটি শেয়ার করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *