বিভাব নাটক থেকে MCQ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী || WBCHSE

বিভাব নাটক থেকে MCQ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী || WBCHSE

“বিভাব” নাটক থেকে MCQ ” , “বিভাব” নামক নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE STORY “BIBHAB“. শম্ভু মিত্রের লেখা “বিভাব ” নামক নাটক থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গ।

বিভাব MCQ

হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় –

a) ভাত দে, ফ্যান দে

b) ভাত দে, চাল দে

c) চাল চাই, কাপড় চাই

d) ঘর চাই খাবার চাই

উত্তর: c) চাল চাই, কাপড় চাই।

“বহুরূপী তখন লাটে উঠবে” – ‘বহুরূপী’ একটি

a) বিদ্যালয়

b) পাঠশালা

c) নাট্যদল

d) গ্রাম

উত্তর: c) নাট্যদল।

“যাও যাও – এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” – গানটি হল

a) ভালোবেসে সখী নিভৃত যতনে

b) আলো আমার আলো

c) ওই মহামানব আসে

d) মালতী লতা দোলে

উত্তর: d) মালতী লতা দোলে।

“হ্যাঁ, হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।” – কি হওয়ার কথা বলা হয়েছে?

a) সার্জেন্ট চরিত্র

b) নায়ক চরিত্র

c) যুবক চরিত্র

d) খলনায়ক চরিত্র

উত্তর: b) নায়ক চরিত্র।

“রাজা রথারোহণম নাটয়তি।” কথাটির অর্থ হল

a) রাজা রথ থেকে নামলেন

b) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন

c) রাজা রথে করে উড়ে গেলেন

d) রাজা রথে চেপে বসলেন

উত্তর: b) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন।

“The Proposal” – এর বাংলা মানে

“এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম” – সাহেবের নাম –

a) আইজেনস্টাইন

b) আইনস্টাইন

c) গেরাসিম লেবেদফ

d) জর্জ বার্নার্ড শ

উত্তর: a) আইজেনস্টাইন।

“বিভাব” নাটকটির অনুপ্রেরণা হলো –

a) কাবুকি থিয়েটার

b) আধুনিক অ্যাবসার্ড নাটক

c) রবীন্দ্রনাথের নৃত্যনাট্য

d) বাদল সরকারের নাটক

উত্তর: a) কাবুকি থিয়েটার।

জাপানের ‘কাবুকি’ থিয়েটার দেখে উচ্ছাস ঝরে পড়েছিল যাঁর গলায় তিনি হলেন –

a) আইনস্টাইন

b) আইজেনস্টাইন

c) আইজ্যাক নিউটন

d) আইভান হো

উত্তর: b) আইজেনস্টাইন।

“হ্যাঁ বল্লবভাই বলে গেছেন …” –

a) বাঙালিরা আড্ডাবাজ

b) বাঙালিরা সংস্কৃতিমনস্ক

c) বাঙালিরা উদার

d) বাঙালিরা কাঁদুনে জাত

উত্তর: d) বাঙালিরা কাঁদুনে জাত।

রূপনারায়ণের কূলে – MCQ

“এবার হাসি পাচ্ছে?” – এখানে উদ্দিষ্ট ব্যক্তি হলেন –

a) নাটকের দর্শক

b) তৃপ্তি মিত্র

c) শম্ভু মিত্র

d) অমর গাঙ্গুলী

উত্তর: d) অমর গাঙ্গুলী।

“বা: বেশ বাতাস বইছে তো।” – বাতাস আসার কারণ হলো –

a) পশ্চিমের জানালা

b) দক্ষিণের জানালা

c) পুবের জানালা

d) উত্তরের জানালা

উত্তর: b) দক্ষিণের জানালা।

“মহুয়ার দেশ” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।

“বিভাব” নাটকে কোন্ তামাশার কথা উল্লেখিত হয়েছে –

a) জাপানের তামাশা

b) মারাঠি তামাশা

c) বাংলার তামাশা

d) গুজরাটি তামাশা

উত্তর: b) মারাঠি তামাশা।

“বিভাব” নাটকের একটি অভিনব বৈশিষ্ট্য হলো –

a) এটি একটি একাঙ্ক নাটক

b) এটি ‘অভাব নাটক’

c) এখানে চরিত্ররা বাস্তব জীবনের পরিচিতি বহন করে

d) এটি ওড়িয়া নাটকের বাংলা অনুবাদ

উত্তর: d) এখানে চরিত্ররা বাস্তব জীবনের পরিচিতি বহন করে।

ক্রন্দনরতা জননীর পাশে MCQ

“থাকবার মধ্যে আছে” – যা আছে, তা হল –

a) একটি ফাঁকা মঞ্চ

b) প্রচুর আর্থিক সুবিধা

c) নাটকের প্রতি অদম্য ভালোবাসা

d) নাটক করার পেশাদারিত্ব

উত্তর: c) নাটকের প্রতি অদম্য ভালোবাসা।

“বিভাব” নাটকের সঙ্গে যুক্ত নাট্যদলটির নাম হল –

a) বহুরূপী

b) চেতনা

c) ভারতীয় গণনাট্য সংঘ

d) নান্দীকার

উত্তর: a) বহুরূপী।

“বিভাব” হলো একটি –

a) একাঙ্ক নাটক

b) গীতিনাট্য

c) পঞ্চাঙ্ক নাটক

d) পালাগান

উত্তর: a) একাঙ্ক নাটক।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published.