আমি দেখি কবিতার MCQ || বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী || WBCHSE

আমি দেখি কবিতার MCQ || বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী ||

আমি দেখি কবিতার MCQ “আমি দেখি” নামক কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE POEM “AMI DEKHI”. শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা “আমি দেখি”, দ্বাদশ শ্রেণি, পশ্চিমবঙ্গ।

Ami Dekhi Poem

“আমি দেখি” কবিতাটির স্তবক সংখ্যা হল –

a) 1

b) 2

c) 3

d) 4

উত্তর: b) 2

“আমি দেখি” কবিতার কবি হলেন –

a) জীবনানন্দ দাশ

b) শক্তি চট্টোপাধ্যায়

c) রবীন্দ্রনাথ ঠাকুর

d) মৃদুল দাশগুপ্ত

উত্তর: b) শক্তি চট্টোপাধ্যায়।

“সবুজের অনটন ঘটে” –

a) অনাবৃষ্টির ফলে

b) শহরের অসুখ সবুজ খায় বলে

c) ঝড়ে গাছ পড়ে যায় বলে

d) অভিজ্ঞ মালী নেই বলে।

উত্তর: b) শহরের অসুখ সবুজ খায় বলে।

. হাঁ করে কেবল সবুজ খায়’ (শূন্যস্থান পূরণ)

a) মানুষের অসুখ

b) পশুর অসুখ

c) শহরের অসুখ

d) শরীরের অসুখ

উত্তর: c) শহরের অসুখ।

রূপনারায়ণের কূলে – MCQ

“আমি দেখি” কবিতায় কবির যা দরকার তা হলো –

a) জঙ্গলে যাওয়া

b) বেড়াতে যাওয়া

c) গাছ দেখা

d) গাছ লাগানো

উত্তর: c) গাছ দেখা।

“আমার দরকার শুধু” – কবির শুধু দরকার হলো –

a) গাছ দেখে যাওয়া

b) সবুজ দেখে যাওয়া

c) জঙ্গল দেখে যাওয়া

d) আরোগ্য লাভ করা

উত্তর: a) গাছ দেখে যাওয়া।

‘শহরের অসুখ’ কথাটির তাৎপর্য হলো –

a) দূষণ জনিত রোগ

b) শহুরে মানুষের বিকৃতি

c) মানুষের আধুনিক রোগ

d) সর্বগ্রাসী নগরায়ন

উত্তর: d) সর্বগ্রাসী নগরায়ন।

‘গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি’ – কবির একথা বলার কারণ হলো –

a) অনেকদিন জঙ্গলে যাওয়া হয়নি

b) অনেকদিন শহরের বাইরে যাওয়া হয়নি

c) সবুজ হারিয়ে যাচ্ছে

d) চোখ তো সবুজ চায়

উত্তর: d) চোখ তো সবুজ চায়।

সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে –

a) কবির কল্পনা

b) কবির হৃদয়

c) কৃষকেরা

d) কবির দেহ

উত্তর: d) কবির দেহ।

“আমি দেখি” কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম হল –

a) ছবি আঁকে ছিড়ে ফ্যালে

b) হে প্রেম হে নৈঃশব্দ্য

c) অনন্ত নক্ষত্রবীথি তুমি অন্ধকারে

d) অঙ্গুরী তোর হিরণ্য জল

উত্তর: d) অঙ্গুরী তোর হিরণ্য জল।

বহুদিন কবির কোথায় কাটেনি? –

a) বিদেশে

b) গ্রামে

c) শহরে

d) জঙ্গলে

উত্তর: d) জঙ্গলে।

“গাছ তুলে আনো” – গাছ তুলে আনার পর সেগুলিকে কবি কি করতে বলেছেন? –

a) টবে বসাতে

b) বাগানে বসাতে

c) ফেলে দিতে

d) ছিঁড়ে ফেলতে

উত্তর: b) বাগানে বসাতে।

‘সবুজের অনটন’ কথাটির অর্থ হলো –

a) তারুণ্যের অভাব

b) ন্যাড়া পত্রহীন গাছের আধিক্য

c) সবুজ রঙের অভাব

d) বৃক্ষের স্বল্পতা

উত্তর: d) বৃক্ষের স্বল্পতা।

“আমি দেখি” কবিতা অনুসারে দেহ চায় –

a) সবুজ জঙ্গল

b) সবুজ বাগান

c) সবুজ প্রান্তর

d) ঘাসের বিছানা

উত্তর: b) সবুজ বাগান।

‘গাছের সবুজটুকু শরীরে দরকার’ –

a) আরোগ্যের জন্য

b) শক্তি বৃদ্ধির জন্য

c) পথ হাঁটার জন্য

d) বুদ্ধিবৃত্তির জন্য

উত্তর: a) আরোগ্যের জন্য।

কবি বহুদিন কোথায় আছেন? –

a) গ্রামে

b) জঙ্গলে

c) পাহাড়ে

d) শহরে

উত্তর: d) শহরে।

‘তাই বলি।’ – বক্তা কি বলতে চান?

a) ‘বহুদিন জঙ্গলে কাটেনি দিন’

b) ‘বহুদিন জঙ্গলে যাইনি’

c) ‘গাছ তুলে আনো বাগানে বসাও’

d) ‘বহুদিন শহরেই আছি’

উত্তর: c) ‘গাছ তুলে আনো বাগানে বসাও’।

“চোখ তো সবুজ চায়!/দেহ চায়” –

a) সবুজ পাতা

b) সবুজ ঘাস

c) সবুজ বাগান

d) সবুজ উঠান

উত্তর: c) সবুজ বাগান।

কবি বহুদিন যেতে পারেননি –

a) সমুদ্রে

b) জঙ্গলে

c) মরুভূমিতে

d) পাহাড়ে

উত্তর: b) জঙ্গলে।

“মহুয়ার দেশ” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *