West Bengal Primary TET Model Questions/Sample Questions, বাংলা (Set -1), Teacher Eligibility Test.

West Bengal Primary TET Model Questions

১। ‘চ’ হলো –

a) দন্ত্য বর্ণ b) মূর্ধণ্য বর্ণ  c) তালব্য বর্ণ  d) মূর্ধণ্য বর্ণের ।

উত্তর: c) তালব্য বর্ণ ।

2. পরা হল ___ উপসর্গ –
সংস্কৃত বাংলা বিদেশী কোনোটিই নয়
উত্তর সংস্কৃত।

3. খানা হল ___ প্রত্যয় –
i) বিদেশি তদ্ধিত ii) বাংলা তদ্ধিত iii) সংস্কৃত তদ্ধিত iv) বাংলা কৃৎ।
উত্তর বিদেশি তদ্ধিত।

4. অব্যয় কথাটির অর্থ হলো –
i) যার ব্যয় আছে ii) অপব্যয় iii) অতিরিক্ত ব্যয় iv) যার ব্যয় নেই।
উত্তর: যার ব্যয় নেই।

5. “এতকাল চিনি যেন তার হাসি মুখে” – চিহ্নিত পদটি হল ___ অব্যয়।
i) সম্মতিসূচক ii) প্রশংসাসূচক iii) সন্দেহ সূচক iv) সম্বোধক সূচক।
উত্তর: সন্দেহ সূচক।

6. “মানুষ মরণশীল” – ‘মানুষ’ কি জাতীয় বিশেষ্য পদ? –
i) সংখ্যাবাচক ii) ভাববাচক iii)সমষ্টিবাচক iv) শ্রেণীবাচক।
উত্তর : শ্রেণীবাচক।

7. “গাছে কত ফুল ফোটে” – ‘ফুল’ কি জাতীয় বিশেষ্যপদ? –
i) শ্রেণিবাচক ii) সংখ্যাবাচক iii) সমষ্টিবাচক iv) বস্তুবাচক।
উত্তর:বস্তু বাচক।

8. “হওয়ার মুখে ঝরবে বৃষ্টি অথবা তোমার মুখে হাসি”- এখানে চিহ্নিত পদটি ___ অব্যয়। –
i) সংকোচক অব্যয় ii) প্রশ্নসূচক iii) বৈকল্পিক iv) কোনোটিই নয় ।
উত্তর:বৈকল্পিক।

9. ‘খ’ শব্দের সমার্থক শব্দ হল –

i) খেয়া, ii) বিমান iii) আকাশ iv) খেচর।

উত্তর: iii) আকাশ ।

10. ‘অবাচী’ – শব্দের বিপরীত শব্দ হল –

i) উদীচী ii) উদীচ্য iii) অনভিজ্ঞ iv) প্রতীচী।

উত্তর: i) উদীচী ।

11. ‘মৌন’ শব্দের পদান্তর হল –

i) মৌনতা ii) মন iii) মৌন্য iv) মৌনী।

উত্তর: iv) মৌনী।

12. ‘চৈতি’ শব্দের পদান্তর হল  –

i) চৈতা ii) চৈত্য iii) চৈত iv) চৈতালি ।

উত্তর: iii) চৈত।

13. “তুমি নির্মল করো। – বাক্যটি হলো – i) প্রার্থনাসূচক ii) অনুজ্ঞাসূচক iii) নির্দেশক বাক্য iv) প্রশ্নসূচক বাক্য।

উত্তর: i) প্রার্থনাসূচক।

14. নিচের কোনটি অশুদ্ধ?
i) দীপ – প্রদীপ, দ্বিপ – হাতি।
ii)তড়িৎ – বিদ্যুৎ, ত্বরিত – ক্ষিপ্র।
iii) দ্যূত – পাশা, দূত – চর।
iv) ধেয় – গ্রহণীয়, ধ্যেয় – ধ্যানযোগ্য।

উত্তর: iii) দ্যূত – পাশা, দূত – চর।

15. “ভাতের জন্য পরের গলগ্রহ” – এক কথায় প্রকাশ করলে হবে –
i) ভিখারি ii)হাভাতে iii) ভাতুড়ে iv) কোনটাই নয়।
উত্তর: iii) ভাতুড়ে।

16. কোন্ বানানটি শুদ্ধ ? –

i) ভাগিরথি ii) ভাগিরথী iii) ভাগীরথী iv) ভাগীরথি।

উত্তর: iii) ভাগীরথী।

17. ধাতুর অপর নাম হল –
i) ধাতুমূল ii) ক্রিয়ামূল iii) ক্রিয়াপদ iv) কর্মমূল।
উত্তর: ক্রিয়ামূল।

18. প্রত্যয় কে _____ ভাগে ভাগ করা যায় –
i) এক ii) দুই iii) তিন iv) চার।
উত্তর: ii) দুই।

19. ভাবের বাহন হলো –
i) ভাষা ii) বাকযন্ত্র iii) শব্দiv) অর্থ।
উত্তর: i) ভাষা।

Visit our website onlineexamgroup.com regularly and get more updates. To get quality materials be in touch with us. Get Madhyamik and Higher Secondary updates and study materials.

Give your comment in the Comment Box below.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *