Subject – Verb Agreement English Grammar. Learn English Grammar easily.

Subject-Verb Agreement: Learn All Rules for Subject – Verb Agreement. Very easy to learn. Read and get prepared.

* কোনো বাক্যের Subject বা কর্তা যদি Singular Number হয়, তাহলে বাক্যটির Verb বা ক্রিয়াপদটিও Singular হবে।

যেমন: The boy is playing football.

* আবার বাক্যের Subject বা কর্তা যদি Plural Number হয়, তাহলে বাক্যটির Verb বা ক্রিয়াপদটিও Plural হবে।

যেমন: The boys are playing football.

* বাক্যের Subject বা কর্তা যদি Third Person Singular Number হয় এবং সেক্ষেত্রে বাক্যটির Tense বা ক্রিয়ার কাল যদি Present Indefinite Tense হয়, তাহলে Verb টির সঙ্গে একটি ‘-s’ বা ‘-es’ যুক্ত হয়।

যেমন: The boy plays football.

* তবে Subjunctive Mood – এ Subject বা কর্তা Singular Number হলেও Verb টি Plural হয়।

* যেসব Noun কে গোনা যায় না (Uncountable), সেগুলি অর্থের দিক থেকে বহুবচন হলেও Singular verb নেয়।
যেমন: My hair is white. (আমার চুল হয় কালো।)

এখানে ‘hair’ হলো Uncountable Noun. একে গোনা যায় না।

* সমাজের কোনো বিশেষ শ্রেণী বোঝাতে the + adjective বসে। এবং Verb টি Plural হয়।
যেমন : The old are generally respected.




* দুটি বা তার বেশি Singular Subject যদি ‘and’ দিয়ে যুক্ত হয়, তাহলে বাক্যটির Verb টি Plural হবে।

যেমন: Rahul and Shovan are two brothers.

* তবে দুটি বা তার বেশি Singular Subject যদি ‘and’ দিয়ে যুক্ত হয় এবং তার দ্বারা যদি একটি মাত্র ব্যক্তিকে বা বস্তুকে বোঝায়, তাহলে বাক্যটির Verb টি Singular হবে।

যেমন: Time and tide waits for none.

Rice and curry is my favourite food.

* যদি কোনো Singular Subject এর আগে ‘each’, ‘every’, ‘no’ থাকে, এবং সেগুলি যদি ‘and’ দিয়ে যুক্ত হয়, তাহলে বাক্যটির Verb টি Singular হবে।

যেমন: Each boy and girl is present today.

* যখন দুটি subject বা কর্তা ‘and’ দ্বারা যুক্ত হয় এবং এই দুটি subject- এর যেকোনো একটির ঠিক আগে যদি no বা not থাকে, তাহলে no বা not – এর আগে যেই subject টি থাকে সেই subject অনুযায়ী verb বা ক্রিয়াপদ বসাতে হয়।

যেমন: I and not my sister, am responsible for this.

* কোনো বাক্যে Subject বা কর্তা যদি Relative Pronoun হয়, তাহলে সেই Relative Pronoun টির Antecedent (পূর্বে গমন করে যে) – এর Number ও Person অনুযায়ী verb হয়।

যেমন: It is she who has broken the glass.

* কোনো Subject বা কর্তার আগে যদি any/each/every থাকে, তাহলে verb টি Singular হয়।

যেমন: Each student is good.

* কোনো Plural Subject- এর পরে যদি ‘each’ শব্দটি থাকে তাহলে verb টি Plural হয়।

যেমন: The students each have to attend the class.

অতি সহজেই ইংরেজি শিখতে নিয়মিত ভিজিট করো আমাদের এই ওয়েবসাইট টি : http://onlineexamgroup.com

আর প্রতিদিন পেয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেট ।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *