Study Guide to Butterfly, Class – IV English, West Bengal Board of Primary Education, Get Bengali meaning of most of the words, annotations and paraphrase

Get the study guide to English Text Book “Butterfly” of Class – IV, WBBPE (West Bengal Board of Primary Education). Get Bengali meaning of most of the words, get complete paraphrase of all contents here. Prepare yourself and score an attractive and outstanding result.

Lesson – 1

“Why is the Sky so High?”

It was 10 o’ clock – সময় টা ছিল ১০ টা বা এটা ছিল ১০ টা ।

in the night – রাত্রি বেলা। Mimi এবং Raju হলো দুজন চরিত্র। had not gone – যায়নি।

to bed – শুতে বা বিছানায়। yet – এখনও।

They – এখানে Mimi এবং  Raju – র কথা বলা হয়েছে। wanted – চেয়েছিল। (Want- চাওয়া – wanted – wanted) to hear – শুনতে। (Hear – শোনা  -heard – heard) bedtime – শোবার সময়ের।  story – গল্প। from –  থেকে। their – তাদের। mother – মা। so – সুতরাং বা তাই। Raju’s – রাজুর (‘s = র বা এর)। lay down – শুয়ে পড়লো।with them  – তাদের সঙ্গে। on the bed – বিছানার উপর। all right – ঠিক আছে। then – তাহলে। mother said – মা বললো। I will tell you  – আমি তোমাদেরকে বলবো (say – বলা   said  –   said)  a story – একটি গল্প। I heard – আমি শুনেছিলাম this – এটি (এই গল্পটি)  from my mother  – আমার মা – এর কাছ থেকে। when – যখন I was – আমি ছিলাম। your age – তোমাদের বয়সী। what is the story all about? – গল্পটি কি নিয়ে? Mimi and Raju asked? – মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো। all excited  – সবাই  উত্তেজিত। excited  – উত্তেজিত। It’s – it is ইহা হয়। about  – সম্পর্কে  sky – আকাশ। mother said  – মা বললো। smiling – হাসতে হাসতে। do you want – তোমরা কী চাও? to hear it -এটি শুনতে। Oh yes – হ্যাঁ  হ্যাঁ

They said – তারা বললো । mother – মা began শুরু করলো (Begin – শুরু করা – began    –   শুরু করল। the tale – গল্পটি।

Long ago – অনেক আগে। ago –  আগে বা পূর্বে। everybody  – প্রত্যেকেই could touch – স্পর্শ করতো। the sky – আকাশটিকে। the sky – আকাশ টি stretched  – বিস্তৃত ছিল। like  – মতো an umbrella  –  একটি ছাতা। over the earth – পৃথিবীর উপর। He – সে played – খেলতো। with – সঙ্গে। little  –  ছোট্ট children  – শিশুদের । They – তাহারা threw –  ছুঁড়ে দিল। at him – তার দিকে। he threw tha balls back – সে বলগুলি ফিরিয়ে দিল। the sky and the children launched  – আকাশ এবং শিশুরা laughed  – হাসলো। laughed  – হাসলো together  – একসাথে। happiness  – সুখ in happiness – সুখে। the sky  – আকাশ was -ছিল very – খুব close – কাছাকাছি । to the earth – পৃথিবীর ।

Activity – 1

Write ‘T’ for True anf ‘F’ for False statements. (বিবৃতি গুলি সত্য  হলে T লেখো এবং মিথ্যা হলে F লেখো)

a) Mimi and Raju were not excited (উত্তেজিত) about hearing (শুনতে) the story. – F

b) Once upon a time (একদা) children played (খেলেছিল) with the sky(আকাশ). – T

c) The sky and the children were very happy (সুখী) then (তখন). – T

d) At that time (সেই সময়), the sky was far away (অনেক দূরে) from the earth. – F

Let’s continue

In those days – সেই দিনগুলোতে, there – সেখানে live (V1) – বাস করা – lived(V2) – বাস করেছিল – lived (V3)

এখানে ‘lived’ মানে ‘বাস করতো’।

an – এক old – বৃদ্ধ woman- মহিলা। she – সে was – ছিল oldest – সবার চেয়ে বেশি বৃদ্ধ woman – মহিলা in the village- গ্রামে। she- সে lived – বাস করতো little- ছোট mud – মাটির hut – কুটির। Her – তার  hut – কূটির was – ছিল beside – পাশে paddy – ধান field – ক্ষেত। There were – সেখানে ছিল coconut  – নারকেল  trees – গাছ । at a distance  – দূরে । She had – তার ছিল  very little – খুব সামান্য/কম work – কাজ to do – করার মতো। She had nowhere to go – তার যাবার কোথাও ছিল না। So – সুতরাং  all day long  – সারা দিন  she – সে cleaned – পরিষ্কার করত her – তার hut – কুটির।

One hot summer day – গ্রীষ্মের এক তপ্ত দিনে there were dust everywhere – সর্বত্র ধুলো ছিল। people  – জনগণ  were coughing  – কাশছিল sneezing – হাঁচছিল with the dust – ধুলোতে । Even  – এমনকি sky –  আকাশ  coughed and sneezed – কাশছিল এবং হাঁচছিল।

The old women’s hut – বৃদ্ধ মহিলার কুটির  was also covered  – ঢাকা ছিল  with dust – ধুলো তে। She swept and swept – সে ঝাঁট দিতেই থাকলো the little hut – ছোট্ট কুটির টি। She swept- সে ঝাঁট দিল the inside  – ভিতরের দিক  of her hut – তার কুটিরের । She swept -সে ঝাঁট দিল the outside  – বাইরের দিক  of her hut  – তার কুটিরের। Dust – ধুলো rose – উড়তে লাগল all around her   – তার চারিদিকে  in brown  – বাদামি রঙের  clouds – মেঘে।

Breathe – শ্বাস নেওয়া  easily – সহজেই  The sky could not breathe easily – আকাশ সহজেই শ্বাস নিতে পারতো না। dust – ধুলো got into – প্রবেশ করেছিল nose – নাক sneeze – হাঁচা The dust got into his nose and made him sneeze – তার নাকের মধ্যে ধুলো ঢুকেছিল এবং হাঁচির সৃষ্টি করেছিল। shook – ঝাঁকিয়ে দিয়েছিল the world – পৃথিবী loud – জোরে sound – শব্দ  The sneeze shook the world with its loud sound – হাঁচিটা প্রচণ্ড শব্দে পৃথিবীকে ঝাঁকিয়ে দিয়েছিল। thunder – বজ্রপাত The sneeze of the sky was thunder  – আকাশের হাঁচি ছিল বজ্রপাত। people  – জনগণ  covered – ঢেকেছিল their – তাদের heads – মাথা ran – ছুটে গিয়েছিল indoors ঘরের ভেতরে fear – ভয় in fear – ভয়ে। People covered their heads and ran indoors in fear – মানুষ তাদের মাথা ঢেকেছিল এবং ভয়ে ছুটে ঘরের ভেতরে ঢুকেছিল। But – কিন্তু the old woman  – বৃদ্ধাটি kept on – চালিয়ে গিয়েছিল sweeping  – ঝাঁট দেওয়া with her broom – ঝাঁটা দিয়ে। But the old woman kept on sweeping with her broom – কিন্তু বৃদ্ধাটি ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল।

Dust – ধুলো  from – থেকে her – তার (স্ত্রী লিঙ্গ) broom – ঝাঁটা  got into – প্রবেশ করেছিল sky’s – আকাশের eyes – চোখ  water – জল পড়া (এখানে Verb হিসেবে ব্যবহার করা হয়েছে) The dust from her broom got into the sky’s eyes and made them water – তার ঝাঁটার ধুলো আকাশের চোখে প্রবেশ করলো এবং জল ঝরালো। water – জল fell – পড়লো as – হিসেবে drops – বিন্দু  of rain – বৃষ্টির The water fell as drops of rain – বৃষ্টির ফোঁটার মতো জল পড়লো। Raindrops- বৃষ্টির ফোঁটা  fell – পড়লো on to the areas – এলাকায়  she had just swept – যেখানে সে এইমাত্র ঝাঁট দিয়েছে।

Share with your friends

2 thoughts on “Study Guide to Butterfly, Class – IV English, West Bengal Board of Primary Education, Get Bengali meaning of most of the words, annotations and paraphrase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *