Present Indefinite Tense || সাধারণ বর্তমান কাল বা নিত্য বর্তমান কাল

Present Indefinite Tense || সাধারণ বর্তমান কাল বা নিত্য বর্তমান কাল

সাধারণত: যাই/গিয়ে থাকি, করি/করে থাকি, খাই/খেয়ে থাকি/পরি/পরে থাকি, খেলি/খেলি থাকি, ঘুমাই/ঘুমিয়ে থাকি ইত্যাদি ধরণের বাংলা ক্রিয়াপদ থাকলে, তার ইংরেজি অনুবাদ করার সময় Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল বা নিত্য বর্তমান কাল ব্যবহৃত হয়।

অর্থাৎ এই Tense – এর মাধ্যমে কোন কাজ বা ঘটনা বর্তমান কালে বা এখন সাধারনভাবে হয় বা ঘটে থাকে বোঝায়।

কোন অভ্যাসগত কাজ (Habitual Truth) বোঝাতে এই টেন্স (Tense) ব্যবহার করা হয়।

কোন চিরন্তন সত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ (universal truth) বোঝাতে এই Tense ব্যবহার করা হয়।

Present Indefinite Tense – এর ক্ষেত্রে সাবজেক্ট (Subject) বা কর্তা যদি থার্ড পারসন (Third Person), সিঙ্গুলার নাম্বার (Singular Number) হয়, তাহলে ভার্ব (Verb) বা ক্রিয়াপদের শেষে s বা es বা ies যোগ করতে হয়।

Structure of Negative Sentence:

SubjectMain Verb (Present Form)Object
I loveIndia.
SubjectMain Verb (Present Form)Object/Complement
Ram/HelovesIndia.

Examples:

I play football.

They catch fish.

We read English.

Structure of Negative Sentence:

Subjectdo/doesnotMain Verb (Present Form)Object/Complement
IdonotloveIndia.
Subjectdo/doesnotMain Verb (Present Form)Object/Complement
Ram/HedoesnotloveIndia.

I do not use a mobile phone.

We do not eat meat.

The boys do not play hockey.

The girls do not sing songs.

I do not like sweets.

Structure of Interrogative Sentence:

Do/doesSubjectMain Verb (Present Form)Object/Complement?
DoIloveIndia?
Do/doesSubjectMain Verb (Present Form)Object/Complement?
DoesRam/heloveIndia?

Structure of Negative – Interrogative Sentence:

Do/doesSubjectnotMain Verb (Present Form)Object/Complement?
DoInotloveIndia?

Do they not play football?

Do I not eat rice?

Do you not read English?

Do we not catch fish?

Do you not write?

Do/doesnotSubjectMain Verb (Present Form)Object/Complement?
DoesnotRamloveIndia?

Do not the boys play football?

Does not Ram eat rice?

Do not the girls read English?

Do we not catch fish?

Does not Ram write?

Regular;y visit our website onlineexamgroup.com to learn English Grammar. Learn English Grammar very easily.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *