Gender English Grammar || Noun and Gender || ইংরেজি গ্রামারে লিঙ্গ || Gender Change in English Grammar.

Gender English Grammar || Noun and Gender || English Grammar Learning. Gender Change of Nouns in English Grammar.Noun and Gender.

এই পেজে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামার এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটি হল জেন্ডার (Gender) বা লিঙ্গ।

স্ত্রী বা পুরুষ বোঝাতে Noun (নাউন) – এর যে বিভিন্ন ধরনের আকার হয় তাকেই Noun – এর Gender (জেন্ডার) বলা হয়।

ইংরেজি ব্যাকরণে Gender (জেন্ডার) বা লিঙ্গ চার প্রকার:

1. Masculine gender (পুংলিঙ্গ)

2. Feminine Gender (স্ত্রীলিঙ্গ)

3. Common Gender (উভয় লিঙ্গ)

4. Neuter Gender (ক্লীবলিঙ্গ)

Masculine Gender (ম্যাসকুলাইন জেন্ডার) – এর মাধ্যমে পুরুষ জাতীয় প্রাণী কে বোঝানো হয়।

Feminine Gender (ফেমিনাইন জেন্ডার) – এর মাধ্যমে স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝানো হয়।

Common Gender (কমন জেন্ডার) – এর মাধ্যমে স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝানো হয়।।

Neuter Gender ( নিউটার জেন্ডার) – এর মাধ্যমে কোন ইতর প্রাণী বা অচেতন পদার্থ কে বোঝানো হয়।

কালেক্টিভ নাউন (Collective Noun), ম্যাটেরিয়াল নাউন (Material Noun) এবং অ্যাবসট্রাক্ট নাউন (Nbstract Noun) – এর ক্ষেত্রে নিউটার জেন্ডার (Neuter Gender) হয়।

masculine gender থেকে feminine gender এ রূপান্তর করার জন্য আমরা সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করি।

1. আলাদা শব্দ দিয়ে

2. Masculine Gender – এর Noun -এর সঙ্গে -ess, -ine, -ix, -a প্রভৃতি যোগ করে,

3. Compound Noun – এর Masculine অংশের Feminine Gender করে।

এখন আমরা বেশ কিছু উদাহরণ দেখে নেব যেখানে দেখতে পাবো ভিন্ন বা আলাদা শব্দ দিয়ে ম্যাসকুলাইন (Masculine) থেকে ফেমিনাইন জেন্ডার (Feminine Gender) – এ রূপান্তর করা হয়েছে।

Bachelor – Maid, Spinster

Boy – Girl

Bull (ষাঁড়) – Cow (গাভী)

Bullock – Heifer

Bridegroom – Bride

Ox – Cow

Beau (সুন্দর পুরূষ) – Belle (সুন্দরী স্ত্রীলোক)

Cock – Hen

Colt – Filly

Dog – Bitch

Drake – Duck

Drone – Bee

Father – Mother

Fox – Vixen

Gander – Goose

Gentleman – Lady

Hart – Roe

Horse – Mare

Husband – Wife

King – Queen

Lad – Lass

Lamb – Ewe

Lord – Lady

Male – Female

Man – Woman

Milter – Spawner

Monk – Nun

Nephew – Niece

Ram – Ewe

Sir – Madam

Sire – Dam

Sloven – Slut

Son – Daughter

Stag – Hind

Stallion – Mare

Tailor – Seamstress

Uncle – Aunt

Widower – Widow

Wizard – Witch

Papa – Mummy

Dad – Mamma

Daddy – Mom

Brother – Sister

Boar – Sow

নির্ভুলভাবে এবং অতি সহজে ইংরেজি গ্রামার শিখতে চাইলে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com. ইংরেজি শেখার এক নির্ভরযোগ্য educational website । ইংরেজি গ্রামারের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে পাবে প্রতিটি ক্লাসের ইংরাজীর প্রতিটি piece – এর বিস্তারিত আলোচনা, সব অ্যাক্টিভিটির প্রশ্ন ও উত্তর, সমস্ত ধরনের রাইটিং এবং পরীক্ষা প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের নোটস এবং স্টাডি মেটেরিয়ালস।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *