Physical Science SAQ for Madhyamik Exam, Class 10, West Bengal. মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।।

মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Physical Science SAQ) উত্তর সহ দেওয়া হোল। পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য নীচের প্রশ্নগুলি তৈরি করে নাও। এই রকম আরও অনেক আপডেট পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

Here are “Physical Science SAQ”

1. কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?

উত্তর: কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে জীবাশ্ম জ্বালানি হল পেট্রোল।

2. বায়োগ্যাস এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর:বায়োগ্যাস ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে এবং বিদ্যুৎ উৎপাদনে।

3. ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

উত্তর: ভূ- উষ্ণতা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্ফীতি ঘটতে পারে।

4. চার্লসের সূত্রের ধ্রুবক কি কি?

উত্তর: চার্লসের সূত্রের ধ্রুবক হোল ভর ও চাপ।

5. প্রমাণ চাপের মান কত?

উত্তর:76 সেমি পারদস্তম্ভের চাপই হলো প্রমাণ চাপ।

6. বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশি কে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।

উত্তর:বয়েল এবং চার্লসের সূত্র দুটিতে ভরকে ধ্রুবক ধরা হয়।

7. মোল কিসের একক?

উত্তর:মোল হলো পদার্থের পরিমাণের একক।

8. STP -তে গ্যাসের মোলার আয়তন কত?

উত্তর: STP -তে গ্যাসের মোলার আয়তন হোল 22.4 লিটার।

9. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?

উত্তর: কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক ও হলো 373K.

10. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?

উত্তর: স্থির চাপে -273.15° C উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

11. ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত?

উত্তর: ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হল 40 শতাংশ।

12. গ্যাসীয় অবস্থায় H2ও O2 যুক্ত হয়ে স্টিম উৎপন্ন করলে তাদের আয়তনগত অনুপাত কি হবে?

উত্তর: গ্যাসীয় অবস্থায় H2 ও O2 যুক্ত হয়ে স্টিম উৎপন্ন করলে তাদের আয়তনগত অনুপাত হবে 2:1:2।

13. তাপীয় রোধের SI একক কি?

উত্তর: তাপীয় রোধের SI একক হল কেলভিন/ওয়াট।

14. একটি ধাতব ঘনকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি হলে, আয়তন এর শতকরা বৃদ্ধি কত হবে?

উত্তর: একটি ধাতব ঘনকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি হলে, আয়তন এর শতকরা বৃদ্ধি হবে 3 %।

15. উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো।

উত্তর: উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতু হোল গ্রাফাইট।

16. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?

উত্তর: প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য।

17. জল ও অক্সিজেনের মধ্যে কোনটি অধিক কুপরিবাহী?

উত্তর: জল অক্সিজেনের মধ্যে অক্সিজেন হলো অধিক কুপরিবাহী।

18. মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

উত্তর: মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

19. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে?

উত্তর: উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র উত্তল দর্পণের পিছনে থাকে।

20. উত্তল দর্পণের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হবে?

উত্তর: উত্তল দর্পণের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে f/2 দুরত্বে।

21. রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী?

উত্তর: রামধনু হোল অশুদ্ধ বর্ণালী।

22. আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

উত্তর: রামধনু হোল আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ।

23. কোন জায়গার উপর লাল ও সবুজ বর্ণের আলো আপতিত হলে সেই জায়গার বর্ণ কি হবে?

উত্তর: কোন জায়গার উপর লাল ও সবুজ বর্ণের আলো আপতিত হলে সেই জায়গার বর্ণ হবে কালো।

24. বিবর্ধক কাচ রূপে কোন লেন্স ব্যবহৃত হয়?

উত্তর: বিবর্ধক কাচ রূপে উত্তল লেন্স ব্যবহৃত হয়।

25. উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন কিরূপ হয়?

উত্তর: উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায়।

26. ওহমের সূত্র থেকে পরিবাহীর রোধ সম্পর্কে কী ধারণা হয়?

উত্তর: যে ধর্মের জন্য পরিবাহী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলে। বিভব-প্রভেদ = রোধ × তড়িৎ প্রবাহ।

27. তড়িৎচালক বল বা EMF – বল না শক্তি?

উত্তর: তড়িৎচালক বল বা EMF হলো এক প্রকারের শক্তি।

28. ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়?

উত্তর: ভোল্ট মিটার দিয়ে বিভবপ্রভেদ মাপা হয়।

29. তড়িৎচালক বলের একক কি?

উত্তর: তড়িৎচালক বলের একক হল জুল বা কুলম্ব = ভোল্ট।

30. তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম লেখো।

উত্তর: তেজস্ক্রিয়তা পরিমাপক একটি যন্ত্র হলো গাইগার মুলার কাউন্টার।

31. একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।

উত্তর: ফ্রান্সিয়াম (Fr) হলো একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল।

32. নিউক্লিয় বন্ধন শক্তিকে সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?

উত্তর: নিউক্লিয় বন্ধন শক্তিকে সাধারণত MeV এককে পরিমাপ করা হয়।

33. সাম্প্রতিককালে সংঘটিত পরমানবিক দুর্ঘটনা কেন্দ্রটির অবস্থান কোথায়?

উত্তর: সাম্প্রতিককালে সংঘটিত পারমাণবিক দুর্ঘটনা কেন্দ্রটি জাপানের ফুকুশিমা শহরে অবস্থিত।

34. পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌল সংখ্যা কত?

উত্তর: পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌল সংখ্যা দুটি।

35. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে?

উত্তর: মেন্ডেলিফের পর্যায় সারণিতে সাতটি (7) পর্যায়ে আছে।

36. মেন্ডেলিফের পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি আছে?

উত্তর: মেন্ডেলিফের পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা ছ টি (6) মৌল বেশি আছে।

37. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস টির নাম কি?

উত্তর: দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি হল হিলিয়াম (He)।

38. সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি?

উত্তর: সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো বেরিলিয়াম (Be)

39. ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত যৌগ কে কি বলে?

উত্তর: ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের বলা হয় তড়িৎযোজী যৌগ।

40. যোজ্যতা কক্ষ কি?

উত্তর: যোজ্যতা কক্ষ হলো কোন পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ।

41. সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি যৌগিক অনুর নাম লেখো।

উত্তর: সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি যৌগিক অণু নাম হল অ্যাসিটিলিন (C2H2)

42. তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তর: তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।

43. লোহার চামচ এর উপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়?

লোহার চামচ এর উপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করা হয়।

44. অ্যামোনিয়া জারণ ধর্মী না বিজারন ধর্মী?

উত্তর: অ্যামোনিয়া হলো বিজারন ধর্মী।

45. ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অন্যটি কি?

উত্তর: অন্যটি হলো কার্বন-ডাই-অক্সাইড (CO2)।

46. ইউরিয়া তৈরিতে কোন গ্যাস লাগে?

উত্তর: ইউরিয়া তৈরিতে লাগে অ্যামোনিয়া।

47. পিতলে কপার ও ম্যাগনেসিয়াম ধাতু – কোনটি বর্তমান?

উত্তর: পিতলে কপার ধাতুর বর্তমান।

48. যে উপাদানটি পিতল ও কাঁসা উভয়ের মধ্যে রয়েছে তার নাম কি?

উত্তর: যে উপাদানটি পিতল ও কাঁসা উভয়ের মধ্যেই রয়েছে তার নাম হলো তামা।

49. কপারের একটি ব্যবহার লেখো।

উত্তর: তড়িৎ লেপনে ও তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কপার ব্যবহৃত হয়।

50. LPG – এর পুরো নাম কি?

উত্তর: LPG – এর পুরো নাম হোল Liquefied Petroleum Gas।

51. ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি অনুঘটক ব্যবহার করা হয়?

উত্তর: ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্যালাডিয়াম অনুঘটক ব্যবহার করা হয়।

52. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হোল মিথেন।

53. অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো।

উত্তর: ধাতু ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়।

Prepare these “Physical Science SAQ” Physical Science SAQ and do an excellent result.

Complete the following sentence – from Father’s Help (Very Important)

Visit our website onlineexamgroup.com and get more educational updates for your final exam.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *