Model Questions of NTSE (Physical Science – ভৌতবিজ্ঞান) National Talent Search Exam 2021, Scholastic Aptitude Test (SAT), State Level, West Bengal.

Model Questions of NTSE, National Talent Search Exam 2021

হোমোস্ফিয়ার বায়ুস্তরের উর্ধ্বসীমা –
a) 30 কিমি
b) 100 কিমি
c) 80 কিমি
d) 78 কিমি।

উত্তর: c) 80 কিমি।

পৃথিবীর কোন্ অঞ্চলে ওজোনস্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? –
a) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
b) মেরু অঞ্চলে
c) নিরক্ষীয় অঞ্চলে
d) এদের কোনোটিই নয়।

উত্তর:b) মেরু অঞ্চলে।

বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? -
a) মেসোস্ফিয়ার
b) স্ট্র্যাটোস্ফিয়ার
c) ট্রপোস্ফিয়ার
d) থার্মোস্ফিয়ার।

উত্তর: a) মেসোস্ফিয়ার।

NTSE Model Questions

ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয় কোন অঞ্চলে? -
a) গ্রীনল্যান্ড
b) অস্ট্রেলিয়া
c) এশিয়া
d) আন্টার্কটিকা।

উত্তর: d) আন্টার্কটিকা।

বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকারক প্রভাব কোনটি? -
a) ফসলের উৎপাদন হ্রাস
b) দাবানল এর প্রকোপ বৃদ্ধি
c) সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি
d) পানীয় জলের যোগান হ্রাস।

উত্তর: c) সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি।

LPG - র মুখ্য উপাদান হলো -
a) ইথেন
b) মিথেন
c) বিউটেন
d) প্রোপেন।

উত্তর: c) বিউটেন।

কোনটি বায়োমাস তৈরীর উৎস নয়? -
a) বায়োগ্যাস
b) গোবর
c) কাঠ
d) পারমাণবিক শক্তি।

উত্তর: d) পারমাণবিক শক্তি।

সর্বপ্রথম মিথেন হাইড্রেট থেকে শক্তি আরোহণে সক্ষম দেশ হোল -
a) জার্মান
b) আমেরিকা
c) জাপান
d) ভারত।

উত্তর: b) আমেরিকা।

গ্যাসের অনুগুলির পরপর দুটি ধাক্কার মাঝের দূরত্বকে বলা হয় -
a) মুক্তপথ
b) ব্যাপনক্রিয়া
c) স্থিতিস্থাপকতা
d) এদের কোনোটিই নয়

উত্তর: a) মুক্তপথ।

গ্যাসের অণুর Crms বেগ ফর নির্ভর করে -
a) আয়তন এর উপর
b) গ্যাসের চাপের উপর
c) পরম উষ্ণতার উপর
d) চাপ ও আয়তন উভয়ের উপর।

উত্তর: c) পরম উষ্ণতার উপর।

স্থির চাপে নির্দিষ্ট ভরের V বনাম T লেখচিত্রটি হোল -
a) X অক্ষের সমান্তরাল সরলরেখা
b) সমপরাবৃত্তাকার
c) মূলবিন্দুগামী সরলরেখা
d) সরলরেখা মূলবিন্দুগামী নয়।

উত্তর: c) মূলবিন্দুগামী সরলরেখা।

কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে -
a) আয়তনের উপর
b) ঘনত্বের উপর
c) চাপের উপর
d) তাপমাত্রার উপর।

উত্তর: d) তাপমাত্রার উপর।

আপাতদৃষ্টিতে ভরের হ্রাস ঘটে কোন্ ক্ষেত্রে? -
a) মোমবাতির জ্বলন
b) লোহার মরচে পড়া
c) ম্যাগনেশিয়াম ফিতার দহন বিক্রিয়া।
d) এদের কোনোটিই নয়।

উত্তর: a) মোমবাতির জ্বলন।

গ্যাস অনুগুলির গতিশীলতা প্রমাণ করে
a) গ্যাসের গতিশক্তি
b) গ্যাসের চাপ
c) ব্যাপন ধর্ম
d) সবগুলি।

উত্তর: c) ব্যাপন ধর্ম।

গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অনুগুলির সম্পূর্ণ শক্তি -
a) গতি শক্তি ও যান্ত্রিক শক্তি
b) গতিশক্তি
c) শূন্য
d) গতিশক্তি ও স্থিতি শক্তি।

উত্তর: b) গতিশক্তি।

Competitive Exam - এর আরও মডেল কোশ্চেন পেতে ভিজিট করো onlineexamgroup.com

মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২১ - এখানে ক্লিক করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *