Narration Change of Assertive Sentence || বিবৃতি মূলক বাক্যের উক্তি পরিবর্তন || Rules, Examples.

Narration Change of Assertive Sentence || বিবৃতি মূলক বাক্যের উক্তি পরিবর্তন || Rules, Examples.

Narration Change of Assertive Sentence. Very Important for the development of English grammar. Enrich your knowledge in English grammar. Get the minute details off the rules of transforming sentences from direct speech into indirect speech.

Narration Change of Assertive Sentence

ইংরেজি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উক্তি পরিবর্তন। আমরা সমস্ত ধরনের বাক্যের Narration Change বা উক্তি পরিবর্তন বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই পেজে আলোচনা করলাম বিবৃতি মূলক বাক্য বা Assertive Sentence – এর Narration Change বা উক্তি পরিবর্তন করার নিয়ম, তার সঙ্গে একাধিক উদাহরণ। এই নিয়মগুলি খুব ভালো করে তৈরি করলে যেকোনো ধরনের পরীক্ষায়় Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্যের Narration Change করতে কোথাও কোন অসুবিধা হবে না। আশাকরি ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে।

প্রথমেই আমাদের জানতে হবে Assertive Sentence বা বিবৃতি মূলক বাক্য কাকে বলে।

যে সমস্ত Sentence (সেন্টেন্স) বা বাক্যের মাধ্যমে আমরা কোন ঘটনার বিবরণ দিই, কোনো কিছু বর্ণনা করি, কোনো তথ্য দিই বা কোন অবস্থার বর্ণনা করি, তাকে সেইসব sentence – কে Assertive sentence বা statement sentence বা বিবৃতিমূলক বাক্য বলে।

যেমন: গঙ্গা হয় একটি নদী। (The Ganga is a river.)

Assertive sentence -এর narration change বা উক্তি পরিবর্তন করার আগে আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিতে হবে।

প্রথমেই জানতে হবে speech (narration) বা উক্তি কাকে বলে?

কোনো বক্তার বক্তব্য হলো speech বা উক্তি।

যেমন: নেতাজি বলেছেন, “তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।” -এটি হলো নেতাজির উক্তি। অনুরূপভাবে কোনো বক্তা যা বলে সেটাই হলো তার উক্তি।

বক্তার এই বক্তব্যকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি :

১) প্রত্যক্ষভাবে (বক্তার বক্তব্য কে হুবহু একই রকম ভাবে inverted comma (ইনভার্টেড কমা) র মধ্যে রেখে প্রকাশ করা হয়)

২) পরোক্ষভাবে। (বক্তার বক্তব্য কে হুবহু একই রকমভাবে না বলে অর্থের পরিবর্তন না করে নিজের ভাষায় প্রকাশ করা হয়)

উক্তি পরিবর্তন করার সময় আমাদের জানতে হয় direct speech (ডাইরেক্ট স্পীচ) এবং indirect speech (ইনডাইরেক্ট স্পীচ) কাকে বলে?

Direct Speech বা প্রত্যক্ষ উক্তি: বক্তার বক্তব্যকে যখন আমরা সরাসরি প্রকাশ করি অর্থাৎ তার বক্তব্যের কোনোরূপ পরিবর্তন না করে হুবহু সেই কথাটিকেই inverted comma (, ” “) (ইনভার্টেড কমা) র মধ্যে রেখে প্রকাশ করি তখন তাকে বলা হয় direct speech প্রত্যক্ষ উক্তি।

যেমন: Ram said, “I am happy.”

এখানে রামের বক্তব্য টি “I am happy” – র কোন রূপ পরিবর্তন না করে হুবহু সেই কথাটি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তাই এটি হল direct speech বা প্রত্যক্ষ উক্তি।

Indirect Speech বা পরোক্ষ উক্তি: যখন বক্তার বক্তব্যের অর্থের কোনরূপ পরিবর্তন না করে, শুধুমাত্র ভাষার পরিবর্তন করে, অর্থাৎ নিজের ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় indirect speech বা পরোক্ষ উক্তি। এক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করা হয় না।

যেমন: Ram said that he was happy.

এখানে রামের বক্তব্যের অর্থের কোন পরিবর্তন না করে, রামের কথাটি শুনে নিজের ভাষায় প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে রামের বক্তব্যটিকে সরাসরি ইনভার্টেড কমার মাধ্যমে প্রকাশ করা হলো না। তাই এটি হলো indirect speech বা পরোক্ষ উক্তি।

এই direct speech বা প্রত্যক্ষ উক্তি থেকে indirect speech বা পরোক্ষ উক্তিতে রূপান্তর করার নামই হলো narration change বা উক্তি পরিবর্তন।

Narration Change বা উক্তি পরিবর্তন করার সময় অতি অবশ্যই মনে রাখতে হবে যে, বক্তার বক্তব্য আমি শুনলাম, সেই বক্তব্য শুনে আমি অন্য কাউকে বলছি। এই ধারণাটি সুস্পষ্টভাবে মাথায় রেখে উক্তি পরিবর্তন করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে ‘আমি’ ধরে বলা হয়েছে, তবে উক্তি পরিবর্তন করার সময় বক্তব্যটি কে, কাকে বলছে সেটা খুব সূক্ষ্মভাবে বুঝে উঠতে পরিবর্তন করতে।

Reporting Verb ও Reported Speech কাকে বলে?

Direct Speech – এ দু’টি অংশ থাকে। যথা –

১. Reporting Verb ও

২. Reported Speech

Reporting Verb: Direct Speech – এ inverted comma -র বাইরে যেই Verb বা ক্রিয়াপদটি থাকে তাকে Reporting Verb বলে।

যেমন: Ram said, “I am happy.”

এখানে Direct Speech – এ inverted comma – র বাইরের verb বা ক্রিয়াপদটি হলো ‘said’। তাই এক্ষেত্রে ‘said’ হলো Reporting Verb।

Reported Speech: Direct Speech – এ Inverted comma -র মধ্যে যে অংশটুকু থাকে সেটি হলো Reported Speech।

যেমন: Ram said, “I am happy.”

এখানে “I am happy” -এই অংশটুকু inverted comma – র মধ্যে আছে। তাই এই “I am happy” – অংশটুকু হলো Reported Speech।

Direct Speech থেকে Indirect Speech – এ পরিবর্তন করার সময় Tense – এর কিরূপ পরিবর্তন হয়?

Narration Change বা উক্তি পরিবর্তন (Direct Speech থেকে Indirect Speech -এ রূপান্তর) করার সময় আমাদের মনে রাখতে হবে যে, Reporting verb-এর Tense অনুযায়ী Reported Speech – এর tense – এর পরিবর্তন হয়। সেই পরিবর্তন কেমন করে বা কিভাবে হয় তা নিচে ছকের মাধ্যমে দেখানো হলো:

Reporting Verb – এর tense টি যদি হয়Reported Speech -এর tense টি যদি থাকে,তাহলে R.S -এর Tense পরিবর্তিত হয়ে হবে –
Presentযেই tense থাকবে,সেই tense – ই হবে।
Futureযেই tense থাকবে,সেই tense – ই হবে।
PastPresent IndefinitePast Indefinite
PastPresent ContinuousPast Continuous
PastPresent PerfectPast Perfect
PastPast IndefinitePast Perfect
PastPast ContinuousPast Perfect Continuous
PastPast PerfectPast Perfect
PastPast Perfect ContinuousPast Perfect Continuous
PastShall/WillShould/Would
PastCan/MayCould/Might
Pastঅভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য ঘটনা থাকলে,Tense – এর কোনো পরিবর্তন হবে না।

Direct Speech – এ এই শব্দগুলো থাকলে Indirect Speech – এ পরিবর্তিত হয়ে তা কি হবে নিচে ছকের মাধ্যমে দেওয়া হল:

Direct Speech – এ থাকলেIndirect Speech – এ হবে
ThisThat
TheseThose
NowThen
YesterdayThe day before or the previous day
HereThere
TonightThat night
Last weekThe previous week
TodayThat day
TomorrowThe next day or the day after
The day before yesterdayTwo days before
AgoBefore or earlier
Last nightThe previous night
Next weekThe following week
At presentAt that time

Direct Speech থেকে Indirect Speech – এ রূপান্তর অর্থাৎ narration change করার নিয়ম:

প্রথমেই reported speech – এর বাইরে থাকা Subject বা কর্তাটি বসাতে হবে।

Direct Speech – এ inverted comma -র বাইরের verb বা ক্রিয়াপদটি যদি ‘said’ থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পীচ এ রূপান্তরিত করার সময় ‘said’ – ই লিখতে হয়। আর যদি ‘said to’ থাকে, তাহলে ‘told’ লিখতে হয়।

Direct Speech – এ Reporting Verb – এর পরে যদি object বা কর্ম থাকে, তাহলে সেটি লিখতে হয়। আর যদি object বা কর্ম না থাকে তাহলে লেখার দরকার নেই।

এরপর direct speech – এর comma (,) ও inverted commas (” “) তুলে দিয়ে তার পরিবর্তে linker বা সংযোজক হিসাবে ‘that’ বসাতে হয়।

এরপর Reported Speech -এর মধ্যে কার subject বা কর্তাটি বসাতে হবে। (এখানে ভালো করে লক্ষ্য করতে হবে বক্তব্যটি কে বলছে, এবং কাকে বলছে। সেইমতো subject কর্তার pronoun বসাতে হবে।)

তারপর Reported Speech – এর মধ্যে থাকা বাক্যটির verb বা ক্রিয়াপদটি বসাতে হবে। (এখানে অবশ্যই রিপোর্টিং ভার্ব এর টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর verb-এর টেন্স এর পরিবর্তন করতে হবে।)

তারপর রিপোর্টেড স্পিচ এর মধ্যে থাকা বাক্যটির অবজেক্ট বা কমপ্লিমেন্ট লিখতে হবে। (এখানেও প্রয়োজনমতো object – এর pronoun-এর পরিবর্তন দরকার হলে তা করতে হবে)

সবার শেষে পূর্ণচ্ছেদ বসাতে হবে।

পরপর এই নিয়মগুলি ধরে যদি ন্যারেশন চেঞ্জ করা হয় তাহলে কোনভাবেই narration change (ন্যারেশন চেঞ্জ) অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর ভুল হবেনা।

বিবৃতিমূলক বাক্যের Narration Change – এর উদাহরণ পেতে এখানে ক্লিক করুন।

Parts of Speech || বাক্যাংশ বা বাক্যের বিভিন্ন অংশ

Narration Change of Interrogative Sentence

Narration Change of Optative Sentence – Click Here.

নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com আর পেয়ে যান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতিটি টেক্সট – এর বিস্তারিত আলোচনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশন, ইংরেজি গ্রামার, রাইটিং এবং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *