Model Questions of NTSE (Life Science – জীবন বিজ্ঞান) National Talent Search Exam 2021, Scholastic Aptitude Test (SAT), State Level, West Bengal. Prepare these questions to score a very good result in the NTSE Exam.

উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হয় –
a) সারা
b) সংবেদন
c) গ্রাহক
d) কারক।
উত্তর:b) সংবেদন।
নিউরোনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় তার নাম হলো –
a) অ্যাক্সন হিলক
b) অ্যাক্সন টেলোডেন্ড্রিয়া
c) ডেনড্রাইট
d) অ্যাক্সিস সিলিন্ডার।
উত্তর: অ্যাক্সন হিলক।
স্নায়ুকোষের কোষদেহগুলি পুঞ্জিভূত হয়ে সৃষ্টি হয় –
a) স্নায়ু গ্রন্থি
b) নিউরোগ্লিয়া
c) সাইন্যাপস
d) স্নায়ুতন্ত্র।
উত্তর:a) স্নায়ু গ্রন্থি।
আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স এর অবস্থান হোল –
a) অগ্নাশয়ে
b) বৃক্কের উপরে
c) ট্রাকিয়ায়
d) গ্রীবাদেশে।
উত্তর:b) অগ্নাশয়ে।
পিটুইটারির মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোনটি হল –
a) TSH
b) MSH
c) ADH
d)GTH.
উত্তর: b) MSH.
যেসব গ্রন্থি একই সঙ্গে বহিক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থির কাজ করে তাদের বলে –
a) অনাল গ্রন্থি
b) অন্তক্ষরা গ্রন্থি
c) মিশ্র গ্রন্থি
d) সনাল গ্রন্থি।
উত্তর: c) মিশ্র গ্রন্থি।
গলগন্ড রোগের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোন টির নাম হল –
a) থাইরক্সিন
b) STH
c) ইনসুলিন
d) রিল্যাক্সিন।
উত্তর:a) থাইরক্সিন।
হাইপোফাইসিস বলতে বোঝায় যে গ্রন্থ থেকে সেটি হল –
a) অশ্রুগ্রন্থি
b) অ্যাড্রেনাল
c) পিটুইটারি
d) থাইরয়েড।
উত্তর: c) পিটুইটারি।
কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী কৃত্রিম হরমোন হলো –
a) ইথিলিন
b) জিব্বেরেলিন
c) কৃত্রিম অক্সিন
d) অক্সিন।
উত্তর: c) কৃত্রিম অক্সিন।
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হলো –
a) ADH এর স্বল্প ক্ষরণ।
b) ADH এর বেশি ক্ষরণ
c) ইনসুলিনের স্বল্পক্ষরণ
d) ইনসুলিনের অধিক ক্ষরণ।
উত্তর: ADH এর স্বল্প ক্ষরণ।
অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় –
a) ফটোট্রপিক
b) কেমো ট্রপিক
c) হাইড্রোট্রপিক চলন
d) জিওট্রপিক চলন।
উত্তর: d) জিওট্রপিক চলন।
উদ্ভিদের কান্ডের আলোর দিকে বৃদ্ধি পায় – এটি এক প্রকার –
a) জিওট্রপিক চলন
b) কেমোট্রপিক চলন
b) হাইড্রো ট্রপিক চলন
d) ফোটোট্রপিক চলন।
উত্তর: d) ফোটোট্রপিক চলন।
জিব্বেরেলিনের প্রবাহ -
a) নিম্নমূখী
b) ঊর্ধ্বমুখী
c) নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী
d) এদের কোনোটিই নয়।
উত্তর: c) নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী।
Model Questions of NTSE (Life Science - জীবন বিজ্ঞান) - এই প্রশ্ন-উত্তরগুলি তৈরী করে পরীক্ষায় দারুণ ফল করো।
Competitive Exam - এর আরও মডেল কোশ্চেন পেতে ভিজিট করো onlineexamgroup.com।