Learn English Grammar Use of Between and Among

English Grammar Learning

“Between” এবং “among” এর ব্যবহার:

Hi guys, it is very important for us to know proper English Grammar. To write correct English we have to acquire a clear, proper idea and knowledge in English Grammar. Without grammar no language can be learnt properly. Now in this page, we are going to discuss how to use “between” and how to use “among”.

আমাদের এই পেজে আমরা English Grammar এর বিভিন্ন important aspects নিয়ে আলোচনা করবো। নিয়মিত ফলো করতে থাকুন onlineexamgroup.com আমরা যারা non-native speakers তাদের পক্ষে ইংরাজি ভাষায় নির্ভুল ভাবে অনর্গল কথা বলা বেশ কঠিন। কিন্তু আমাদের এটাও মনে রাখা দরকার যে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা ইংরাজি গ্রামার শিখে সহজেই সেই দক্ষতা অর্জন করতে পারবো।

এখানে Spoken English এর বেশ কিছু Tips আমরা দেব। তাই Regularly follow করতে হবে onlineexamgroup.com

ইংরেজি ভাষাকে নির্ভুল ভাবে পড়তে, বলতে ও লিখতে হলে ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান অবশ্যই থাকতে হবে। কারণ গ্রামার ছাড়া কোন ভাষায় নির্ভুল ভাবে শেখা সম্ভব নয়।  আমরা আলোচনা করব English এ between এবং among এর ব্যবহার। জেনে নেব কোথায় between ব্যবহার করতে হবে আর কোথায় among ব্যবহার করতে হবে।

Between এবং among এই দুটি শব্দেরই মানে হল “মধ্যে” বা “মধ্যবর্তী স্থানে”। কিন্তু এই দুটি preposition এর ব্যবহারে অনেক পার্থক্য আছে। এদের ব্যবহার করতে গিয়ে অনেকেই confused হয়ে যায়। তাই বিভিন্ন Competitive Exam এ between এবং among এর ব্যবহার নিয়ে question আসে।

আমাদের একটা ধারণা রয়েছে যে 2 ব্যক্তি বা বস্তু বা জায়গার মধ্যে বোঝালে between ব্যবহৃত হয়, আর 2 এর বেশি ব্যক্তি বা বস্তু বা জায়গার মধ্যে বোঝালে among ব্যবহার করতে হয়। অনেক Traditional Grammar বইয়ে এই ব্যবহার দেওয়া আছে। কিন্তু “Between” ও “among” এর ব্যবহার আরও অনেক বেশী।

ভালো ভাবে বোঝার জন্য নীচের উদাহরণগুলি দেখা যাক-

উদাহরণ

1. What is the difference between among and between?

2. I can’t make a choice between the blue and the red shirt.

3.What is the difference between ‘language’ and ‘thought’?

এখানে ‘between’ Preposition ব্যবহার করা হয়েছে। কারণ, দুটি আলাদা আলাদা বিষয়ের মধ্যে choice করার কথা বলা হয়েছে।

এরপর among এর ব্যবহার দেখা যাক-

I can’t make e choice among these mangoes.

এই উদাহরণটি তে ‘among’ preposition টি ব্যবহৃত হয়েছে 2 টির বেশি শার্ট বোঝাতে।

কিন্তু দুই এর বেশি ব্যক্তি বা বস্তু বা জায়গা বোঝাতেও কখনো কখনো between ব্যবহার করা হয়।

যখন আলাদা আলাদা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা জায়গার মধ্যে বোঝানো হয় তখন দুটির বেশি হলেও between ব্যবহার করা হয়।

যেমন

There is a disagreement on the matter between Ram, Shyam and Jadu.

এই উদাহরণটি তে দেখা যাচ্ছে আলাদা আলাদা ভাবে তিনজনের নাম বলা আছে রাম,শ্যাম ও যদু। Here we are taking their names individually.

অর্থাৎ রাম, শ্যাম এবং যদু আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের মধ্যে একটা disagreement রয়েছে।
তাই 2 এর বেশি বোঝালেও between ব্যবহৃত হয়েছে।

Click here to Watch Related Video

English Grammar, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক Exam related ও স্কলারশিপ সংক্রান্ত updates পেতে Visit করুন http://onlineexamgroup.com.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *