HS Psychology Suggestion 2022 WBCHSE, West Bengal. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান সাজেশন ২০২২

HS Psychology Suggestion 2022 WBCHSE.

Follow this Psychology Suggestion 2022. Get most of the questions common. Prepare yourself and score an attractive result.

WB HS English Suggestion 2022. Prepare and practise this HS Psychology Suggestion 2022 for Higher Secondary Examination 2022, The West Bengal Council of Higher Secondary Education (WBCHSE). Very Important for class XII students of West Bengal. Get all Important Questions for Higher Secondary Examination 2022. Get Writings, Grammar all questions. The exam will start at 10:00 a.m. and will end at 1.15 p.m.

The following questions which are included in this suggestion are very important for 2022 Final HS Exam.

Here is the suggestion 👇

HS Psychology Suggestion 2022:

Part A (35 Marks)

(7 নম্বরের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ)

আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ- এর তুলনা করো। (7)

“নেতৃত্ব একটি দ্বিমুখী প্রক্রিয়া।” – এটি ব্যাখ্যা করো। নেতৃত্বের বিকাশ কিভাবে ঘটে? (5+2)

মেজাজ গত অসংগতি কি? বিভিন্ন ধরনের মেজাজ গত অসঙ্গতি সম্পর্কে আলোচনা করো। (2+5)

ভারতের গৃহীত পরিবেশ বিষয়ক ব্যবস্থা আলোচনা করো। (7)

পরিসংখ্যা বিভাজন কে কিভাবে লেখচিত্রে প্রকাশ করা যায়? (7)

লিকার্ট মনোভাব স্কেলটি বর্ণনা করো। কিভাবে এর দ্বারা মনোভাব পরিমাপ করা যায় লেখো। (2+5)

লিঙ্গ স্বরূপ আত্মবিকাশ কেমন করে হয়? (7)

বুদ্ধি সম্পর্কে স্পিয়ারম্যানের তত্ত্বটি লেখো। (7)

অপসংগতি কাকে বলে? এর কারণ গুলি কি কি? (2+5)

বুদ্ধির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। (2+5)

পীড়নের মানসিক ব্যবস্থাপনা গুলি আলোচনা করো। (7)

জেন্ডার বলতে কী বোঝায়? লিঙ্গ সংশ্লিষ্ট স্বীকৃত ব্যক্তিসত্তার সংলক্ষণ গুলি লেখো। (2+5)

সামাজিক প্রভাব বিস্তারের ধারণা আলোচনা করো। সামাজিক প্রভাব বিস্তার প্রক্রিয়ার বিভিন্ন রুপগুলি লেখো। (2+5)

ব্যক্তিত্বের অসঙ্গতি বলতে কি বোঝো? ব্যক্তিত্বের অসঙ্গতির লক্ষণ গুলি কি কি? বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের অসঙ্গতি সম্পর্কে আলোচনা করো। (1+1+5)

2022 HS Psychology Suggestion
HS Psychology Suggestion 2022

Part B (35 Marks)

সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। (1×21)

(MCQ Type – এর জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা উত্তর সহ MCQ দিয়েছি।)

“Schema” শব্দটি প্রথম কে ব্যবহার করেন? –

a) লিকার্ট

b) ফেল্ডম্যান

c) এরিকসন

d) পিঁয়াজে।

উত্তর: d) পিঁয়াজে।

কোন সজীব তন্ত্রে ইনপুট হিসেবে পাওয়া কম পরিমাণ বা অধিক পরিমাণ বস্তু, শক্তি বা তথ্যকে পীড়ন বলা যেতে পারে – একথা বলেছেন –

a) স্টেইনবার্গ ও রিজম্যান

b) লেভি

c) ল্যাজারাস

d) ফোকম্যান।

উত্তর স্টেইনবার্গ ও রিজম্যান।

“স্বাস্থ্য মনোবিদ্যা হল বিভিন্ন মনোবৈজ্ঞানিক চল এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক অনুশীলন, যা থেকে জানা যায় যে দেহ এবং মন উভয়ই স্বাস্থ্যের এবং অসুস্থতার গুরুত্বপূর্ণ নির্ধারক” – একথা বলেছেন-

a) থাহে

b) মাহে

c)টেলর

d) ফেল্ডম্যান।

উত্তর : c) টেলর।

সমস্ত বাহ্যিক শক্তি, প্রভাব এবং অবস্থা যেগুলি ব্যক্তির জীবন, প্রকৃতি, আচরণ, বৃদ্ধি, বিকাশ, পরিণতি ইত্যাদিকে প্রভাবিত করে সেগুলিকে সমষ্টিগত ভাবে বোঝাতে ‘পরিবেশ’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। – এ কথা বলেছেন –

a) ডগলাস ও হল্যান্ড

b) স্টোন

c) ইলিয়ট

d) গিসবার্ট।

উত্তর : a) ডগলাস ও হল্যান্ড।

বাস্তু পিরামিড কত ধরনের হয়?

a) 3

b) 4

c) 5

d) 6 ।

উত্তর : a) 3।

18000 ব্যক্তিত্বের সংলক্ষনের কথা কে বলেছিলেন? –

a) বার্ট

b) গার্ডনার

c) ক্যাটেল

d) ওডবার্ট।

উত্তর : ওডবার্ট।

“সংগতিসাধন” হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নিজের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে আরও সুসমন্বিত সম্পর্ক বজায় রাখতে নিজের আচরণ ধারার পরিবর্তন ঘটায়। – এ কথা বলেছেন –

a) শ্যেফার

b) গেটস ও জারশিল্ড

c) হোয়াইট

d) ক্রো এবং ক্রো।

উত্তর:b) গেটস ও জারশিল্ড।

“যখন ছেলেমেয়েদের সাধারণ শিক্ষাগত পারদর্শিতার মান তাদের সামর্থের তুলনায় কম হয় তখনই তা সাধারণ অনগ্রসরতা” – একথা বলেছেন –

a) বার্ট

b) বার্টন হাল

c) শোনেল

d) ট্যানেন বম।

উত্তর :b) বার্টন হাল।

“একজন আদর্শ নেতা হলেন তিনি যিনি সকলের চাইতে একটু বেশি নিন্দার বা অসাফল্যের ভাগ নেন এবং সকলের চাইতে কম প্রশংসা বা সাফল্যের অংশ নেন।” – এ কথা বলেছেন –

a)ক্যলিটেল

b) ম্যাক্সওয়েল

c) কোলি

d) বেক।

উত্তর : b) ম্যাক্সওয়েল।

“অপর ব্যক্তির আচরণ নেতাকে যতখানি না প্রভাবিত করে, নেতৃত্ব হলো সেই আচরণ যা অপর ব্যক্তিদের আচরণকে অধিকতর প্রভাবিত করে।” – একথা বলেছেন-

a) ডুবিন

b) সরে

c) ফ্রান্সোয়ার্থ

d) হেমফিল।

উত্তর: c) ফ্রান্সোয়ার্থ।

“বুদ্ধি হল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা।” – একথা বলেছেন-

a) ওয়েলস

b) ডিয়ারবর্ন

c) স্টার্ন

d) বার্ট।

উত্তর:b) ডিয়ারবর্ন।

নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (1×14)

(SAQ Type- এর জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ।)

অনগ্রসরতার দৈহিক কারণ কি?

প্রত্যাবৃত্তি ও অবদমনের তুলনা করো।

সামঞ্জস্যপূর্ণতা ও হতাশার দ্বন্দ্ব কি?

কাঁচা নম্বর বা অবিন্যস্ত নম্বর কি?

কখন গাণিতিক গড় প্রয়োগ করতে হয়?

মনোভাব গঠনে খেলার সাথীর প্রভাব লেখো।

ইকো ক্লাব বলতে কী বোঝো?

ইয়ুং প্রদত্ত অন্তর্মুখী ও বহির্মুখী উপজাতির উভয় জাতিরূপের প্রত্যেকটির চারটি করে উপজাতিরূপের নাম লেখো।

স্বাভাবিক বন্টন এর লেখচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো

সমাজ জীবনে মাধ্যমিক গোষ্ঠীর দুটি ভূমিকা লেখো।

পীড়ন-এর ক্ষেত্রে নিঃশেষিত স্তর কি?

ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

মানসিক বয়স কাকে বলে ?

DSM এর পুরো নাম কি?

বিমষতার পরিমাপ গুলি কি কি?

মধ্যবর্তী গোষ্ঠী কি?

Burn-out বলতে কী বোঝায়?

PTSD এর পুরো নাম কি?

সাইকোসিস ও নিউরোসিস এর দুটি পার্থক্য লেখো।

মনোভাব পরিমাপক স্কেলের নাম লেখো।

পরিবেশ কাকে বলে?

অপসংগতিমূলক আচরনের যেকোনো দুটি লক্ষণ এর নাম লেখো।

অনুকরণ কি?

TAT এর পুরো নাম কি?

পক্ষপাত কাকে বলে?

বায়োফিডব্যাক কি?

ডেভিড ভেক্সলারের বুদ্ধির সংজ্ঞা দাও।

সহগতির সম্পর্ক বলতে কী বোঝায়?

Follow this HS Psychology Suggestion 2022 WBCHSE and score a very good result.

HS Bengali Suggestion 2022

HS English Suggestion 2022

প্রিয় ছাত্র ছাত্রী, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। আর পেয়ে যাও দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের প্রতিটিতে টেক্সট এর বিস্তারিত আলোচনা, বাংলা মানে, নোটস, শর্ট কোশ্চেন, গ্রামার, রাইটিং সবকিছুই। পেতে থাকো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি সহ অন্যান্য বিষয়ের সাজেশন, স্কলার্শিপ সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক পরীক্ষার প্রস্তুতির জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস।

পোষ্টটি অবশ্যই সকল বন্ধু-বান্ধবকে জানাতে তাদের সঙ্গে শেয়ার করবে।

http://wbchse.nic.in

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *