Class XI Admission Procedure 2020, WBCHSE, West Bengal. একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ২০২০

Class XI Admission Procedure 2020: ২০২০ সালে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়ার জন্য অভিভাবকদের বিদ্যালয়ে যেতে হবে। কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে- সব কিছুই জেনে নিন।

West Bengal Board of Secondary Education,Nivedita Bhavan, DJ-8, Sector-11, Salt Lake, Kolkata- 700091 has notified on 16.07.2020 some Important instructions regarding admission in class XI of West Bengal.

West Bengal Board of Secondary Education এর তরফে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে।

The schools which have class XI & XII under the West Bengal Council of
Higher Secondary Education (WBCHSE), have been instructed to issue a notice regarding admission process of the Pass out students of 2020 West Bengal Madhyamik Examination to Class XI for their own students and also for the students coming to be admitted from other institutions or schools.

West Bengal Council of Higher Secondary Education এর অধীনে যেসব বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী আছে সেই সব বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে (অর্থাৎ যারা ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তির জন্য) বিদ্যালয় কর্তৃপক্ষ যেন বিজ্ঞপ্তি দেয় বিদ্যালয়ের নিজেদের ছাত্র ছাত্রীদের জন্য এবং অন্যান্য বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের জন্য।

Selection process for admission to Class XI will be according to the merit of the candidate.

একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়াটি ছাত্র ছাত্রীদের মেধার উপর ভিত্তি করেই হবে।

Admission of their own students of schools to Class XI will start on and from 1st August, 2020 and will continue up to 10th August, 2020.

বিদ্যালয়ের নিজেদের ছাত্র ছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাসের ১ তারিখ (২০২০) থেকে এবং এই প্রক্রিয়া চলবে আগস্ট মাসের ১০ তারিখ (২০২০) পর্যন্ত।

Admission of the students in Class XI coming from other schools or institutions should start on and from 11th August, 2020 and will continue 31st August, 2020.

অন্যান্য বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাসের ১১ তারিখ (২০২০) থেকে এবং এই প্রক্রিয়া চলবে আগস্ট মাসের ৩১ তারিখ (২০২০) পর্যন্ত।

It is very important to keep in mind that this year the students must not come to school to attend the admission process. Only their guardians of the students will come with proper identity documents to attend and complete the admission process on the behalf of the students.

এটা মনে রাখা অত্যন্ত জরুরী যে এই বছর ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদের যোগ দেওয়া যাবে না। কেবলমাত্র অভিভাবক বা অভিভাবিকাই সঠিক পরিচয়পত্রের ডকুমেন্ট নিয়ে এই ভর্তি-প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

In this regard, the guardians have to maintain some strict protocol, such as they must wear mask properly and they have maintain social distance etc.

এই বিষয়ে অভিভাবক/অভিভাবিকাদের অতি অবশ্যই কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যেমন-

* অভিভাবক/অভিভাবিকারা অবশ্যই সঠিকভাবে মাস্ক পরবেন।

* অভিভাবক/অভিভাবিকারা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

The Seat of any stream in Class XI will remain same as previous year. The seats must not be fewer than previous year.

একাদশ শ্রেণীতে কোনো বিভাগের (stream) সীট গত বছরের চেয়ে কম হবে না।

In case of any further clarifications, schools authorities may contact with their concerned District Inspector of Schools (SE).

কোনো বিষয়ে আরও কিছু জানার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট District Inspector of Schools (SE) -এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

The school authorities will also maintain norms/protocol and the guidelines as issued by the govemment from time to time.

বিদ্যালয় কর্তৃপক্ষকেও সরকার দ্বারা নির্ধারিত নিয়মাবলী মেনে চলতে হবে।

In this regard, the District Magistrates/Superintendents of Police/Commissioners of Police are also requested to extend all possible support to the District Inspectors of Schools
(SE) and the school authorities, for smooth run of the entire admission process.

এই বিষয়ে District Magistrates/Superintendents of Police/Commissioners of Police দেরও অনুরোধ করা হয়েছে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়েে দেন এই ভর্তি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন  করার জন্য।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *