Madhyamik Life Science Suggestion 2021, WBBSE, West Bengal, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২১

Madhyamik Life Science Suggestion 2021: Prepare this Suggestion. Get most of the questions common. Do an Extraordinary result in HS Final Exam.

বিভাগ ক

(সঠিক উত্তরটি বেছে নাও
প্রশ্নের মান 1)

নিচের বক্তব্যগুলো পড়ে সঠিক উত্তরটি বেছে নাও –

a) থাইরক্সিন এর প্রভাবে রক্তচাপ, শ্বাস হার এবং হৃদস্পন্দনের হার হ্রাস পায়।

b) মানুষের দেহে 31 জোড়া করোটি স্নায়ু এবং 12 জোড়া সুষুম্না স্নায়ু আছে।

c) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে।

d) শিশুর হাটা ও কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া।

উত্তর: c) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে।

কোন জোড়াটি সঠিক?-

a) রেটিনা-কর্নিয়া কে রক্ষা করে

b) কর্নিয়া- অক্ষিগোলককে নির্দিষ্ট আকার ধারণ করে

c) লেন্স-উপযোজনে সাহায্য করে।

d) আইরিস-অক্ষিগোলকের O2 এবং পুষ্টি সরবরাহ করে।

উত্তর : c) লেন্স – উপযোজনের সাহায্য করে।

কুকুর এবং বিড়াল রাতে ভালো দেখতে পাই এর কারণ এদের চোখে –

a) কোন কোষের সংখ্যা বেশি

b) কোন কোষ কার্যকর নয়

c) রড কোষের সংখ্যা বেশি

d) রড কোষ একেবারেই নেই।

উত্তর : c)রড কোষের সংখ্যা বেশি।

উদ্ভিদ হরমোনের কাজ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা বলো –

a) জিব্বেরেলিন পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি করে

b) বেশি ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে

c) সাইটোকাইনিন পত্রমোচন ত্বরান্বিত করে

d) অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়।

উত্তর: d) অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়।

নিচের কোনটি সিএসএফ – এর কার্যকর নয় তা সনাক্ত করো –

a) হাঁচি ও জিহ্বা সঞ্চালন নিয়ন্ত্রণ করে

b) মষ্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে

c) অভিঘাত শোষক রূপে কাজ করে

d) মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে।

উত্তর: a) হাঁচি ও জিহ্বা সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোনটি সঠিক নয় তা বলো –

a) কম্পিউটারের কিবোর্ড টাইপ করা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

b) হাঁচি ও কাশি – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

c) লালা ক্ষরণ – সহজাত প্রতিবর্ত ক্রিয়া

d) মানুষের কথা বলা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।

ত্তর : b) হাঁচি ও কাশি – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।

নিচের কোনটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো –

a) ফেসিয়াল

b) গ্লসোফ্যারিঞ্জিয়াল

c) ভেগাস

d) হাইপোগ্লসাল।

উত্তর: d) হাইপোগ্লসাল।

মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো –

a) 12 জোড়া

b) 31 টি

c) 33 জোড়া

d) 31জোড়া।

উত্তর : d) 31 জোড়া।

নিচের কোন জোড়াটি সঠিক তা বলো –

a) পাতাশ্যাওলা – পতঙ্গপরাগী পুষ্প

b) ভুট্টা – বায়ু পরাগী পুষ্প

c) শিমুল – বায়ু পরাগী পুষ্প

d) আম – পক্ষী পরাগী পুষ্প।

উত্তর : b) ভুট্টা বায়ু পরাগী পুষ্প।

নিচের কোন্ দশায় ক্রোমোজোম এর ডুপ্লিকেশন ঘটে তা বলো –

a) S

b) M

c) G2

d) G1

উত্তর: a) S

নিচের কোনটি প্রাণী মাইটোসিসের গুরুত্ব তা স্থির করো –

a) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা

b) জনুক্রম

c) পুনরুৎপাদন

d) জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি।

উত্তর : c) পুনরুৎপাদন।

মাইক্রোটিউবিউলস সংক্রান্ত নিচের কোন্ কাজটি সঠিক? –

a) প্রোটিন সংশ্লেষণ

b) এটিপি সংশ্লেষ

c) বেমতন্তু গঠন

d) ক্রোমোজোম গঠন।

উত্তর : c) বেমতন্তু গঠন।

মিয়োসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো-

a) মিয়োসিস সমসংস্থ ক্রোমোজোম এর নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে

b) মিয়োসিসে দুবার মাতৃকোষ বিভাজিত হয় এবং চারটি হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয়

c) মিয়োসিস I – এ ক্রোমোজোমের ও মিয়োসিস II – তে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে

d) মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে।

উ: d) মিয়োসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে।

নিচের কোনটি মাইটোসিস বিভাজনের স্থান নয় তা স্থির করো –

a) উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা

b) উদ্ভিদ ও প্রাণীর রেনু মাতৃকোষ ও জনন মাতৃকোষ

c) জাইগোট

d) উদ্ভিদ ও প্রাণীর প্রায় সমস্ত দেহ কোষ।

উ: b) উদ্ভিদ ও প্রাণীর রেনু মাতৃকোষ ও জনন মাতৃকোষ ।

মাইক্রোপ্রোপাগেশন সংক্রান্ত নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বক্তব্যটি বেছে নিয়ে লেখো –

ক) মাইক্রোপ্রোপাগেশনে বিভেদিত কলা বা কোশ ব্যবহার করা হয়

খ) এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ রোগমুক্ত এবং প্রতিকূল অবস্থা প্রতিরোধক্ষম হয়।

গ) মাইক্রোপ্রোপাগেশনে অতিরিক্ত পরিপোষক এবং হরমোনের মাত্রা যুক্ত করার প্রয়োজন হয় না।

ঘ) এটি একটি অযৌন জনন পদ্ধতি যার মাধ্যমে খুব দ্রুত পছন্দমাফিক উদ্ভিদ পাওয়া যায়।

উত্তর: খ) এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদের রোগমুক্ত এবং প্রতিকূল অবস্থা প্রতিরোধক্ষম হয়।

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এর সঠিক বৈশিষ্ট্যটি হলো –

ক) পুংগ্যামেট পরাগনালি, ডিম্বকরন্ধ্র ও ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে

খ) গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয়

গ) নিষেক গর্ভমুণ্ডে ঘটে

ঘ) পরাগরেণু ও ডিম্বাণু সব সময় ডিপ্লয়েড হয়।

উত্তর: ক) পুংগ্যামেট পরাগনালি, ডিম্বকরন্ধ্র ও ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে।

কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো –

ক) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে

খ) মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে

গ) কেবল মা বর্ণান্ধ হলে

ঘ) কেবল বাবা বর্ণান্ধ হলে।

উত্তর: ক) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে।

Bbrr জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তার স্থির করো –

ক) 1

খ) 2

গ) 3

ঘ) 4

উত্তর: খ) 2

সাদা, অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি কি হতে পারে তা নির্ণয় করো –

ক) bbrr, BBRR

খ) BbRr, BBrr

গ) bbRR, bbRr

ঘ) BbRR, bbrr

উত্তর: গ) bbRR, bbRr

নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য তা চিহ্নিত করো –

ক) ফল / শুঁটির আকার – স্ফীত

খ) ফুলের অবস্থান – শীর্ষ

গ) শুঁটির রং – হলুদ

ঘ) বীজের আকার – কুঞ্চিত।

উত্তর: ক) ফল / শুঁটির আকার – স্ফীত।

ক্রোমোজোমের কোন্ অংশে অ্যালিল থাকে তা নির্ধারণ করো –

ক) জিনে

খ) লোকাসে

গ) টেলোমিয়ারে

ঘ) সেন্ট্রোমিয়ারে।

উত্তর: খ) লোকাসে।

নিচের কোনটি হোমোজাইগাস নয় তা বলো –

ক) BBRR

খ) bbrr

গ) TT

ঘ) BbRr

উত্তর: ঘ) BbRr

নিচের কোন্ রোগের সম্ভাবনা জেনেটিক কাউন্সেলিং এর দ্বারা কমানো যেতে পারে? –

ক) ম্যালেরিয়া

খ) থ্যালাসেমিয়া

গ) টাইফয়েড

ঘ) যক্ষ্মা ।

উত্তর: খ) থ্যালাসেমিয়া।

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হলো –

ক) 1:1:2

খ) 1:2:1

গ) 2:1:1

ঘ) 1:1:1

উত্তর: খ) 1:2:1

কোন্ জিনোটাইপটি ‘গোল ও হলুদ’ রঙের বীজযুক্ত মটর গাছের ফিনোটাইপকে নির্দেশ করে না তা বলো –

ক) yyRr

খ) YYRr

গ) YYRR

ঘ) YyRr

উত্তর: ক) yyRr

বিভাগ খ

উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়?

উত্তর: উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি।

অক্সিন হরমোনের একটি উৎস লেখো।

উত্তর: মূল ও কান্ডের অগ্রস্থ ভাজক কলা, বর্ধনশীল পাতা হলো অক্সিন হরমোনের উৎস।

প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ উল্লেখ করো।

উত্তর: প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ হলো-

a) অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করা,

b) ভ্রূণকে জরায়ু গাত্রে রোপণে সাহায্য করা।

অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি?

উত্তর: অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হলো সাইটোকাইনিন।

পরাগনালিকা ডিম্বকের দিকে অগ্রসর হওয়াকে কি বলা হয়?

উত্তর: পরাগনালিকা ডিম্বকরন্ধ্র সরে যাওয়া কে বলা হয় কেমোট্রপিজম।

এদের মধ্যে বিসদৃশ কোন্ শব্দটি? – ফোটোট্রপিক চলন, লজ্জাবতী উদ্ভিদ, সংবেদনশীলতা, স্যার জগদীশচন্দ্র বসু।

উত্তর: এদের মধ্যে বিসদৃশ শব্দটি হলো ফোটোট্রপিক চলন।

SAQ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) Type – এর আরও প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য এখানে ক্লিক করো।

বিভাগ গ

(দু-তিনটি বাক্যে উত্তর দিতে হবে। প্রশ্নের মান ২)

মানবদেহে থাইরক্সিন হরমোন কি কি ভূমিকা পালন করে?

অ্যাক্সনের গঠনগত বিশেষত্বগুলি লেখো।

গাড়ির চালকদের উপযোজন কিভাবে ঘটে তা লেখো।

রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন -এর যেকোনো দুটি ভূমিকা লেখো।

নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রে কী কী ভূমিকা পালন করে তা বিচার করো।

সংজ্ঞা বহু ও আজ্ঞাবহ স্নায়ুর মধ্যে তুলনা করো।

নিম্নলিখিত অঙ্গের উপর অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবের তুলনা করো –
ত্বক, হৃদপিণ্ড, লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থী।

স্নায়ুকোশ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে সম্পর্ক লেখো।

স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ – এর মধ্যে দুটি বিষয়ে পার্থক্য লেখো – 1) বাহক নির্ভরতা, 2) নতুন বৈশিষ্ট্যের উদ্ভব।

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি ছকের মাধ্যমে দেখাও।

প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে এবং প্রকরণ সৃষ্টিতে মিয়োসিস – এর ভূমিকা আলোচনা করো।

ক্রোমোজোম, জিন এবং ডিএনএ -র মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো।

কোশচক্রে সংশ্লেষিত উপাদানের নাম লেখো।

হাইড্রার কোরকোদগম পদ্ধতি ছবির সাহায্যে ব্যাখ্যা করো।

একজন ব্যক্তির বৃদ্ধির দশা গুলি লেখো।

ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি ভূমিকা আলোচনা করো –
ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, NOR.

উদ্ভিদ কোষ ও প্রাণী কোশে সাইটোকাইনেসিস পদ্ধতির পার্থক্য ছকের সাহায্যে দেখাও।

সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় তা লেখো।

অটোজোম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও।

হিমোফিলিয়া রোগের কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও।

জেনেটিক কাউন্সেলিং এর অন্তর্গত বিষয়গুলি আলোচনা করো।

গিনিপিগের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণ দাও।

মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তাই একটি ক্রসের সাহায্যে দেখাও।

সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের কারণ গুলি আলোচনা করো।

তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদবর্তন কিভাবে ঘটছে তার দুটি উদাহরণ দাও।

শব্দ চিত্রের মাধ্যমে ঘোড়ার বিবর্তন দেখাও।

ভ্রূনের বৈশিষ্ট্য কিভাবে অভিব্যক্তির ধারণাকে প্রমাণ করে তা বিচার করো।

সুন্দরী তার শারীরবৃত্তীয় সমস্যা কিভাবে সমাধান করে?

সমসংস্থ অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা আলোচনা করো।

পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সাহায্য করে তা আলোচনা করো।

কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার – জীবনের উৎপত্তিতে এদের তাৎপর্য ব্যাখ্যা করো।

মানুষ কিভাবে মাটি দূষণ করছে তার পক্ষে উপযুক্ত সাক্ষ্য দাও।

নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো।

” সুনামি সমুদ্রের জীব বৈচিত্র্যে ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে বা ঘটাতে পারে” – বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

শিল্পায়ন ও মোটরগাড়ি অতি ব্যবহারের ফলে কিভাবে দূষণ সৃষ্টি হয়েছে তা মূল্যায়ন করো।

জলদূষণের উৎসগুলির একটি মানুষ মানচিত্র তৈরি করো।

জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্যের ভিত্তি গঠন করো।

গির অরণ্য সিংহের সংখ্যা কমে যাওয়ার কারণ গুলি আলোচনা করো।

পরিবেশবান্ধব শিল্পে কিভাবে জীব বৈচিত্র্যকে কাজে লাগানো যেতে পারে তার সম্ভাবনা কল্পনা করে লেখো।

SPM এর অন্তর্গত উপাদানগুলির নামের তালিকা বানাও।

ফুসফুস ঘটিত রোগ গুলির উপসর্গগুলি লিখ।

নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপ বিঘ্নিত হলে কি ঘটতে পারে তা আলোচনা করো।

ভারতবর্ষের বিভিন্ন চিড়িয়াখানায় কিভাবে বিপন্ন প্রাণীর প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার উদাহরণ দাও।

কৃষিজমি বাস্তু জমিতে রূপান্তরিত হলে জীব-বৈচিত্র কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার উদাহরণ দাও।

সুন্দরবনের বিভিন্ন নদীতে লবণের পরিমাণ বৃদ্ধি পেলে জীব-বৈচিত্র্য কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা আলোচনা করো।

অ্যাসিডবৃষ্টি কিভাবে জীব বৈচিত্র্য ও সম্পদের ক্ষতি করে তার চারটি উদাহরণ দাও।

বিভাগ ঘ

প্রশ্নের মান 5

  • একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। – মুখ্য খাঁজ, NOR, ক্রোমাটিড, স্যাটেলাইট। (3+2)
  • একটি প্রতিবর্ত চাপ এর ছবি এঁকে নিচের অংশগুলি চিহ্নিত করো- সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, গ্রাহক, চেষ্টীয় স্নায়ু। (3+2)
  • একটি উদ্ভিদ কোষের মাইটোসিসের এনাফেজ দশার পরিষ্কার ছবি অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো -মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু, ক্রোমাটিড।
  • কোষচক্রের প্রস্তুতিকালীন দশায় সংশ্লেষিত উপাদানগুলির নামের তালিকা প্রস্তুত করো এবং প্রফেজ দশায় জল নিরুদন হলে পরবর্তী কি কি ঘটনা ঘটতে পারে তা নির্ধারণ করো। (3+2)
  • সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এর ধাপগুলো ক্রমিক তীর চিহ্নের সাহায্যে দেখাও। কলাকর্ষণ প্রক্রিয়া কিভাবে ঘটে তা আলোচনা করো। (3+2)
  • একটি ফার্নের জীবন চক্র রেখাচিত্রের সাহায্যে দেখাও। (5)
  • বৃদ্ধির নিম্নলিখিত দশা গুলি আলোচনা করো –
    কোষের আকার বৃদ্ধি, কোষীয় বিভেদন, কোষ বিভাজন।
    জিন, ডিএনএ ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক কী? (3+2)
  • পপুলেশনের তিনটি জিনগত রোগের কারন লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। (3+2)
  • কি ধরনের জিনোটাইপযুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করো। হেটেরোজাইগাস অবস্থা দুটি জিনোটাইপ – এর সাহায্যে প্রকাশ করো। (3+2)
  • একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের স্বাধীন বিন্যাস এর সূত্রটি বিবৃত করো। (3+2)
  • মেরুদন্ডী প্রাণীদের মধ্যে কিভাবে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও। মানুষে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো। (3+2)
  • ডারউইনের মতবাদের ঘটনা ও সিদ্ধান্ত সারণির আকারে দেখাও। (5)
  • মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি আলোচনা করে ফলাফল বিশ্লেষণ করো। (5)
  • ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে লম্বা গলা যুক্ত জিরাফ- এর উৎপত্তি ঘটে তা আলোচনা করো। (5)
  • দুটি জীবের মধ্যে ভিন্নতাই হল প্রকরণ – এর তিনটি উদাহরণ দাও। একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো। (3+2)
  • ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। মৌমাছি কিভাবে খাদ্যের উৎস সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা আলোচনা করো। (3+2)
  • সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য গুলি লেখো। একটি বনে বাঘের যোগ্যতমরূপে উদবর্তন কিভাবে ঘটে তা লেখো। (3+2)
  • কোয়াসারভেট ও হট ডাইলিউট সুপ কি? যোগ্যতমের উদবর্তন এর তিনটি উদাহরণ দাও। (2+3)
  • ভারতের বিভিন্ন হটস্পটে কি কি এন্ডেমিক প্রজাতির জীব দেখা যায় তার একটা তালিকা তৈরি করো। রেডপান্ডার সংখ্যা কমে যাওয়ার কারণ গুলি লেখো। ((3+2)
  • পরিবেশের গুনাগুন হ্রাস পেলে মানুষের শ্বসনতন্ত্র যে তিনটি সমস্যা হয় তার কারণ নির্ধারণ করো। ব্যাখ্যা করো – ইউট্রোফিকেশন বায়োম্যাগনিফিকেশন। (3+2)
  • নাইট্রোজেন চক্রের ধাপ গুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। (5)
  • বাঘের সংখ্যা বাড়ানোর জন্য যে যে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা সহায়ক হতে পারে তার একটি তালিকা তৈরি করো। ব্যবস্থানের সংকোচন কিভাবে জীববৈচিত্রের অস্তিত্বকে বিপন্ন করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। (3+2)
  • জীব বৈচিত্রের অবলুপ্তিতে বিভিন্ন প্রভাবকের প্রভাব উদাহরণসহ মূল্যায়ন করো। (5)
  • মানুষের ক্রিয়া-কলাপ এর সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো। এর পার্শ্ব প্রভাবগুলির তালিকা তৈরি করো। (3+2)
  • ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনের যে সকল সংকটে মুখোমুখি আমাদের হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করো। (5)
  • জীব বৈচিত্র সংরক্ষণে নিচের প্রকল্প গুলির ভূমিকা বিশ্লেষণ –
    প্রজেক্ট ক্রোকোডাইল 1976, এশিয়াটিক লায়ন প্রজেক্ট 1910, ইন্ডিয়ান রাইনো ভিশন 2020, প্রজেক্ট টাইগার 1973, প্রজেক্ট রেড পান্ডা 2008।

Follow our website http://onlineexamgroup.com regularly and get more updates.

Madhyamik History Suggestion 2021 – Click Here.

২০২১ সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইট টি। এছাড়াও দশম শ্রেণীর ইংরেজি ও অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন।

Share with your friends

2 thoughts on “Madhyamik Life Science Suggestion 2021, WBBSE, West Bengal, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *