Bengali Meaning of Autumn by John Clare || Class IX, WBBSE, The Poem ‘Autumn’ Bengali Meaning.

Bengali Meaning of Autumn by John Clare. Very important poem for class IX students of West Bengal. “Autumn” Bengali Meaning. Read regularly and do an excellent result in your final exam.

Bengali Meaning of Autumn. West Bengal Class IX English Text, Lesson 3 Bengali Meaning. Line by Line Bengali Meaning. “Autumn” er Bangla Mane. Class – IX, West Bengal Board of Secondary Education. English Textbook “Bliss” Bengali Meaning for Class IX Students.

Autumn Bengali Meaning
Bengali Meaning of Autumn

নবম শ্রেণীর ইংরাজীর প্রত্যেকটি Text – এর বাংলা মানে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকো। আমাদের ওয়েবসাইটে ইংরাজীর প্রত্যেকটি পিসের বিস্তারিত আলোচনা সহ সমস্ত ধরনের প্রশ্ন ও তার উত্তর পাওয়া যাবে। এই পেজে আমরা আপলোড করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত “Autumn” নামক টেক্সট টির সম্পূর্ণ বাংলা মানে। প্রতিটি লাইনের নিখুঁত মানে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অতি অবশ্যই নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। ইংরেজি বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ের উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস পাবে আমাদের ওয়েবসাইটে। তাই প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলো না।

” Autumn” Text – টির বাংলা মানে:

Stanza – 1

আমি ভালোবাসি আকস্মিক দমকা হাওয়া যেটা ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয়

বড় খোলা জানালা সারাদিন ধরে

এবং শ্যাওলাধরা এলম গাছ থেকে নিয়ে যায়

বিবর্ণ পাতাগুলো দূরে,

ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলিকে জানালার শার্সির পাশ দিয়ে

আরো হাজার হাজার পাতার সঙ্গে গলি বেয়ে ।

Stanza – 2

আমি ভালোবাসি দেখতে কম্পমান পল্লব

নাচতে সন্ধ্যা পর্যন্ত

চড়াই কুটিরের মাচায়

যার ডাক বিশ্বাস করাবে

যে বসন্ত এই শেষ হয়ে গেল

গ্রীষ্মের কোলে ফুলের সঙ্গে ঘুমাতে।

আমি ভালোবাসি দেখতে কুটিরের ধোঁয়া

কুণ্ডলীকৃত হয়ে উপরের দিকে উঠে যায় নগ্ন গাছের মধ্য দিয়ে।

Stanza – 3

পায়রা গুলি বাস করছিল আশ্রয়স্থলে বা বাসায়

নভেম্বরের নিরস দিনগুলিতে এইরকম করে

মোরগ ডাকছিল গোবর গাদায়,

মিলের কাজ চলছিল ফাঁকা অনুর্বর জায়গায় ।

দাঁড়কাকের বুকের পালক

পড়ে গজা যুক্ত জমিতে,

ওক ফলগুলি বুড়ো কাকের বাসার কাছে

পড়ে টপটপ করে গাছ থেকে;

ঘোৎ ঘোৎ শব্দ করা শুকরগুলি, যারা অপেক্ষা করেছিল সবকিছুর জন্য,

হুড়োহুড়ি এবং ঠেলাঠেলি করে যেখানে তারা পড়ে।

Bengali Meaning of “All About a Dog”

নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। আর নিয়মিত পেতে থাকো সব ক্লাসের ইংরাজি টেক্সট গুলির বিস্তারিত আলোচনা, সমস্ত ধরনের প্রশ্ন ও তার উত্তর, গ্রামার, রাইটিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন, স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *