Bad Effects of Internet – Important Report Writing for PSC, WBCS, SSC, CDS, NDA and Other Competitive Exams.

Get lot of important report writings, important for all types of Competitive Exams. Bad Effects of Internet – A very important report writing. Prepare it right now.

Question: Write a report on the Bad/Adverse Effect of Internet.

Ans:
Bad Effect of Internet.
By a Staff Reporter.

Hooghly, Dec-20: Now-a-days, internet is, no doubt, one of the wonderful inventions. It is now an integral part of our daily life. Even
a single day without the use of internet is hardly spent. Online banking, online business, online bill payment, online order of breakfast, lunch or dinner, chatting and video calling are some of the gifts of this wonderful invention. Besides these advantages, internet has a lot of adverse impacts.

bad Effects of Internet

Excessive use of internet affects our health. Children get addicted to vulgar elements. They suffer moral lapse.

Hacking is terrible with the help of internet. Internet prompts anti-social activities like robbing of money by fraud. The users of Facebook, WhatsApp, Twitter, Instagram are idly wasting their valuable time. People need to be conscious to use internet properly to get the benefits of it.




Bengali Meaning of Each Word- (প্রতিটি শব্দের বাংলা মানে:

Now-a-days (আজকালকার দিনে বা বর্তমানে), internet is (ইন্টারনেট হলো), no doubt (নিঃসেন্দহে), one (একটি) of the wonderful inventions (বিস্ময়কর আবিষ্কারগুলির মধ্যে). It (এটি) is (হয়) now (এখন) an (একটি) integral (অবিচ্ছেদ্য) part (অংশ) of our daily life (আমাদের দৈনন্দিন জীবনের). Even (এমনকি) a single day (একটি দিনও) without (ছাড়া) the use (ব্যবহার) of internet (ইন্টারনেটের) is hardly spent (প্রায় কটে না). Online banking (অনলাইন ব্যাঙ্কিং), online business (অনলাইন ব্যবসা), online bill payment (অনলাইন বিল পেমেন্ট), online order (অনলাইন অর্ডার) of breakfast (সকালের খাবার বা প্রাতঃরাশ), lunch (দুপুরের খাবার) or dinner (রাতের খাবার), chatting (কথা বলা) and video calling (ভিডিও কলিং) are হলো) some (কিছু) of the gifts (উপহারের মধ্যে) of this wonderful invention (এই বিস্ময়কর আবিষ্কারের). Besides these advantages (এই সুবিধাগুলি ছাড়াও), internet has (ইন্টারনেটের আছে) a lot of (অনেক) adverse (বিরূপ) impacts (প্রভাব).

Excessive (অতিরিক্ত) use (ব্যবহার) of internet (ইন্টারনেটের) affects (ক্ষতি করে) our (আমাদের) health (স্বাস্থ্যের). Children (শিশুরা) get addicted (আসক্ত হয়ে পড়ে) to vulgar elements (নোংরা জিনিসের প্রতি). They (তারা) suffer (ভুগে) moral (নৈতিক) lapse (অধঃপতন থেকে).

Hacking (তথ্যচুরি) is terrible (মারাত্মক হয়েছে) with the help of internet (ইন্টারনেটের সাহায্যে). Internet (ইন্টারনেট) prompts (ত্বরান্বিত করে) anti-social (অসামাজিক) activities (কার্যাবলি) like (যেমন) robbing of money (টাকা হাতানো) by fraud (প্রতারণা করে). The users (ব্যবহারকারীরা) of Facebook (ফেসবুকের), WhatsApp (হোয়াটস্অ্যাপের), Twitter (ট্যুইটারের), Instagram (ইনস্টাগ্রামের) are idly (অলস ভাবে) wasting (নষ্ট করছে) their (তাদের) valuable (মূল্যবান) time (সময়). People need to be conscious (মানুষের সচেতন হওয়ার দরকার আছে) to use internet (ইন্টারনেট ব্যবহার করা) properly (সঠিকভাবে) to get (পেতে) the benefits (উপকার) of it (এটার).

Bengali Meaning of the Report- রিপোর্টটির বাংলা মানে:

বর্তমানে, ইন্টারনেট হলো, নিঃসেন্দহে, বিস্ময়কর আবিষ্কারগুলির মধ্যে একটি। এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেটের ব্যবহার ছাড়া এমনকি একটা দিনও প্রায় কাটেনা। অনলাইন ব্যাঙ্কিং, অনলাইন ব্যবসা, অনলাইন বিল পেমেন্ট, সকালের খাবার, দুপুরের খাবার বা রাত্রির খাবারের অনলাইন অর্ডার, কথা বলা বা ভিডিও কলিং- এই সবকিছুই হলো এই বিস্ময়কর আবিষ্কারের উপহার। এই সুবিধাগুলি ছাড়াও, ইন্টারনেটের অনেক বিরূপ প্রভাব রয়েছে।




ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। শিশুরা অশালীন জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা নৈতিক অধঃপতনে ভুগে।

ইন্টারনেটের সাহায্যে তথ্য-চুরি মারাত্মক আকার ধারণ করেছে। ছল করে টাকা হাতানোর মতো অসামাজিক কার্যকলাপকে ত্বরান্বিত করেছে ইন্টারনেট। ফেসবুক, হোয়াটস্অ্যাপ, ট্যুইটার, ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা অলসভাবে তাদের মূল্যবান সময় নষ্ট করছে। ইন্টারনেটের উপকারগুলি পাওয়ার জন্য মানুষকে ইন্টারনেটের ব্যবহারের ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে।

Cyclone in Coastal West Bengal – Report writing.

To get more writings for your competitive examination regularly visit our website onlineexamgroup.com

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *