কবিতা ‘খেলোয়াড়’ কবি সুনির্মল বসু।

কবিতা খেলোয়াড়

সুনির্মল বসু

“Kheloarh” – A beautiful poem by Sunirmal Basu. Read and enjoy it. Enjoy the beauty of literature.

ফুটবল খেলা দেখে বাড়ি ফিরে সন্ধ্যায়

হাবুবাবু বিছানায় ঢুলে পড়ে তন্দ্রায়

যেই শোওয়া সেই ঘুম সাড়া নাই আর তার

ভোঁস ভোঁস গর্জনে নাক ডাকে হাবলার

স্বপ্নের ঝোঁকে দেখে – হয়েছে সে কাপ্তান

উল্লাসে ময়দানে বল নিয়ে লাফ দেন

খেলা আজ জমকালো সব সেরা একদম

হাবু আজ কাপ্তান, লোকে মাঠ গমগম

হাবুবাবু আসতেই বল নিয়ে ময়দান

উল্লাসে চারিদিকে ওঠে তার জয়গান

বাপরে সে কোলাহলে তালা লাগে কানটায়

মাথা ঘোরে বনবন আরে বুঝি প্রাণ যায়

স্যাঁত স্যাঁত ছোটে হাবু কেয়া বাত কেয়া বাত

বল খানি কেড়ে নিতে বিপক্ষ কুপোকাত

বাহিরেতে কোলাহল তাজ্জব খেলোয়াড়

দুনিয়াতে এইরূপ দুটি খুঁজে মেলা ভার

ঘনঘন হাততালি সোল্লাসে চিৎকার

হাবু ছোটে ভ্রুক্ষেপ নাই কোন দিক তার

এইবার এইবার এক সুট মারলেই

নিশ্চিত গোল হবে সন্দেহ আর নেই

বারবার হাবু বাবু তাক করে গোলটায়

প্রাণপণ সাঁই করে সুট মারে বলটায়

মামা ছিল পাশে শুয়ে অচেতন নিদ্রায়

দুম করে লাথিখানি লাগে গিয়ে তার গায়

আঁতকিয়ে মামা তার জেগে ওঠে তারপর

কান ধরে হাবলার পটাপট থাপ্পড়।।

Visit our website onlineexamgroup.com if you want to get such more beautiful Bengali poems. Visit our website to get educational updates to prepare yourself for all types of Competitive Exams. Take preparation for your Madhyamik and HS Examination and for Examination of other classes (V, VII, VII, VIII, IX, X, XI, XII)

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *