পপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করলেন। সেই প্রকল্পটির নাম “মাটির সৃষ্টি” প্রকল্প। করোনা ভাইরাস যখন সমগ্র বিশ্বকে ওলট-পালট করে দিয়েছে, যখন মানব সভ্যতা চরম সংকটের মুখে, তখন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী এই দুরন্ত বৈপ্লবিক কর্মসূচি “মাটির সৃষ্টি” প্রকল্পটি ঘোষণা করলেন।
এই প্রকল্পটির আওতায় পঞ্চাশ হাজার একর জমি আসবে। আড়াই লক্ষের বেশি মানুষ উপকৃত হবে। এটি একটি পরিবেশ বান্ধব প্রকল্প। রাজ্যের বিভিন্ন জেলায় অনেক জমিই খালি পড়ে রয়েছে। সেই জমিতে মাছ চাষ ও পশুপালন করা হবে এই “মাটির সৃষ্টি” প্রকল্পটির মাধ্যমে।
এই প্রকল্পটির দ্বারা স্থানীয় চাষীদের কাছ থেকে ১০ থেকে ২০ একর এবং সরকারি জমি নিয়ে মাইক্রো প্ল্যান তৈরী করা হবে। সমবায় তৈরী করা হবে এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হবে। এই প্রকল্পে কোনো ঠিকাদার নিয়োগ করা হবে না। এখানে একশো দিনের কাজের মাধ্যমে এই প্রকল্পটির কাজ করানো হবে। এই প্রকল্পটির রূপায়ণ করবে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। প্রকল্পটির ফান্ডিং করবে সমবায় ব্যাঙ্ক।
Visit our website onlineexamgroup.com to get more updates.