মহুয়ার দেশ MCQ, মহুয়ার দেশ নামক কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE POEM “MAHUYAR DESH”. কবিতা “মহুয়ার দেশ”, দ্বাদশ শ্রেণি, পশ্চিমবঙ্গ।
সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আঁকে –
a) প্রখর সূর্য
b) পড়ন্ত সূর্য
c) অলস সূর্য
d) রক্তাক্ত সূর্য
উত্তর: c) অলস সূর্য।
কবি কয়লাখনির শব্দ শুনতে পান
a) শীতের সন্ধ্যায়
b) নিবিড় অন্ধকারে
c) নির্জন দুপুরে
d) শিশির ভেজা সকালে
উত্তর: b) নিবিড় অন্ধকারে।
ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় –
a) মহুয়ার দেশে
b) মানুষের হৃদয়ে
c) ঘুমহীন চোখে
d) ঘুমের ঘোরে
উত্তর: c) ঘুমহীন চোখে।
“অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক” – কবি কখন দেখেন?
a) সকালে
b) বিকেলে
c) সন্ধ্যায়
d) রাত্রে
উত্তর: a) সকালে।
অলস সূর্য ছবি এঁকে দেয় –
a) সন্ধ্যার জলস্রোতে
b) মেঘলা দুপুরে
c) সমুদ্রের ঢেউয়ে
d) আকাশ জুড়ে
উত্তর: a) সন্ধ্যার জলস্রোতে।
“মহুয়ার দেশ” কবিতায় কোন স্থানের নিসর্গ প্রকৃতির বর্ণনা পাওয়া যায়?
a) পুরুলিয়া
b) বাঁকুড়া
c) সাঁওতাল পরগনা
d) ডুয়ার্স
উত্তর: c) সাঁওতাল পরগনা।
“মাঝে মাঝে শুনি।” -মাঝে মাঝে কবি কি শোনান?
a) মাদলের শব্দ
b) কয়লাখনির শব্দ
c) জলস্রোতের শব্দ
d) বঙ্কিম নিঃশ্বাসের শব্দ
উত্তর: b) কয়লাখনির শব্দ।
মহুয়ার দেশে সমস্তক্ষণ পথের দু’ধারে –
a) ফুল ঝরে পড়ে
b) ছায়া পড়ে
c) দেবদারুর ছায়া পড়ে
d) অস্পষ্ট আওয়াজ ভাসে
উত্তর: d) দেবদারুর ছায়া পড়ে।
“অবসন্ন মানুষের শরীরে দেখি” -কবি কি দেখেন?
a) ধুলোর কলঙ্ক
b) অপমানের কলঙ্ক
c) পোড়া দাগ
d) চাঁদের কলঙ্ক
উত্তর: d) ধুলোর কলঙ্ক।
“কয়লার খনির / গভীর, বিশাল শব্দ” হয় –
a) সমুদ্রের ধারে
b) পাহাড়ের প্রান্তে
c) ঘুমহীন রাতে
d) মহুয়া বনের ধারে
উত্তর: d) মহুয়া বনের ধারে।
মহুয়া বনের ধারে আছে –
a) কয়লাখনি
b) সূর্যের দেশ
c) অবসন্ন মানুষ
d) জলস্রোত
উত্তর: a) কয়লা খনি।
“সবুজ সকাল” ছিল –
a) শিশিরে ভেজা
b) ফুলের গন্ধে ভরা
c) স্বপ্ন মন্দির
d) ধুলোমাখা
উত্তর: a) শিশিরে ভেজা।
মহুয়ার দেশের মানুষের চোখ –
a) লাল
b) তন্দ্রাচ্ছন্ন
c) ঘুমহীন
d) অস্থির
উত্তর: c) ঘুমহীন।
“মহুয়ার দেশ” কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল –
a) নানাকথা
b) তিন পুরুষ
c) খোলা চিঠি
d) কয়েকটি কবিতা
উত্তর: d) কয়েকটি কবিতা।
মহুয়ার দেশে দীর্ঘ রহস্যে পূর্ণ হল –
a) দেবদারু গাছ
b) পাইন গাছ
c) উইলো গাছ
d) ফার গাছ
উত্তর: a) দেবদারু গাছ।
মহুয়ার দেশে দেবদারু গাছ ছায়া ফেলে –
a) শালের বনে
b) হিজলের বনে
c) পাহাড়ের গায়ে
d) পথের দু’ধারে
উত্তর: d) পথের দু’ধারে।
“ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে আসে” –
a) নির্জন নিঃসঙ্গতার মতো
b) উজ্জ্বল স্তব্ধতার মতো
c) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো
d) শীতের দুঃস্বপ্নের মতো
উত্তর: b) উজ্জ্বল স্তব্ধতার মত।
“আমার ক্লান্তির উপরে ঝরুক” –
a) বকুল ফুল
b) মহুয়া ফুল
c) শিউলি ফুল
d) এদের কোনোটিই নয়
উত্তর: b) মহুয়া ফুল।
“মেঘ -মদির মহুয়ার দেশ” কোথায় আছে? –
a) অনেক, অনেক দূরে
b) খুব খুব কাছে
c) পথের দু’ধারে
d) নির্জন অরণ্যে
উত্তর: a) অনেক অনেক দূরে।
“মহুয়ার দেশ” কবিতাটি রচিত হয় –
a) 1936 খ্রিস্টাব্দে
b) 1937 খ্রিস্টাব্দে
c) 1938 খ্রিস্টাব্দে
d) 1939 খ্রিস্টাব্দে
উত্তর: b) 1937 খ্রিস্টাব্দে।
মহুয়ার গন্ধ নেমে আসবে –
a) কবির দেহের উপর
b) কবির ক্লান্তির উপর
c) কবির বাগানের উপর
d) মহুয়ার দেশে
উত্তর: b) কবির ক্লান্তির উপর।
মহুয়ার দেশে সকাল –
a) কুয়াশার হিমে আচ্ছন্ন
b) বৃষ্টিতে জলে ভাসমান
c) সূর্যের আলোয় উজ্জ্বল
d) শিশিরে-ভেজা সবুজ
উত্তর: d) শিশিরে-ভেজা সবুজ।
“আমি দেখি” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
“পথের দু’ধারে ছায়া ফেলে” –
a) দেবদারু গাছ
b) মহুয়া গাছ
c) শাল গাছ
d) তালগাছ
উত্তর: a) দেবদারু গাছ।
উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল –
a) গলিত সোনার মতো
b) সন্ধ্যার ল্যাম্পপোস্টের মতো
c) মেঘলা বিকেলের মতো
d) দেবদারু গাছের মতো
উত্তর: a) গলিত সোনার মতো।
দূর সমুদ্রের দীর্ঘশ্বাস –
a) রাত্রির অন্ধকারকে আলোড়িত করে
b) রাত্রির নিঃসঙ্গ অন্ধকারকে আলোড়িত করে
c) রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে
d) রাত্রির শীতের দুঃস্বপ্নকে আলোড়িত করে
উত্তর: c) রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।
অন্যদের সাহায্য করার জন্য পেজটি অবশ্যই শেয়ার করো।