ভাত গল্প থেকে MCQ
“ভাত” গল্প থেকে MCQ ” , “ভাত” নামক গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE STORY “BHAAT”. মহাশ্বেতা দেবীর লেখা “ভাত” নামক গল্প থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গ।
উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল –
a) ভজন চাকর
b) বাসিনী
c) তান্ত্রিক
d) ছোটো বউয়ের বাবা
উত্তর: b) বাসিনী।
“তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ।” – কি হলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকতো?
a) যদি বুড়ো কর্তা না মারা যেত
b) যদি উচ্ছব পেট ভরে খেতে পেত
c) যদি চন্নুনীরা বেঁচে থাকতো
d) যদি সতীশবাবুর ধান খড় না হত
উত্তর c) যদি চন্নুনীরা বেঁচে থাকতো।
কালো বিড়ালের লোম আনতে গেছে –
a) ভজন চাকর
b) বড়ো পিসিমা
c) বড়ো বউ
d) উৎসব
উত্তর: a) ভজন চাকর।
মৃত্যুকালে বুড়ো কর্তার বয়স হয়েছিল –
a) আশি
b) বিরাশি
c) তিরাশি
d) চুরাশি
উত্তর: b) বিরাশি।
বারো মাস মেজো আর ছোট ছেলে খায় –
a) পদ্মজালি চালের ভাত
b) কনক পানি চালের ভাত
c) মোট সাপ্টা চালের ভাত
d) বাসমতি চালের ভাত
উত্তর: a) পদ্মজালি চালের ভাত।
“তা দিতেও আঙ্গুল বেঁকে যাচ্ছে?” – এখানে তা বলতে বোঝানো হয়েছে –
a) দশটা টাকা
b) দশটা পয়সা
c) দশটা কলা
d) বাদার চাল
উত্তর: d) বাদার চাল।
কনকপানি চাল ছাড়া চলে না –
a) বাড়ির বড়ো ছেলের
b) ছোট ছেলের
c) মেজো ছেলের
d) বুড়ো কর্তার
উত্তর: a) বাড়ির বড়ো ছেলের।
“খানিক হেঁটে সে আধা দৌড় মারে।” – উচ্ছবের এমন করার কারণ কি? –
a) সে ভাত গুলো নিয়ে ক্যানিং যাবে
b) সে ভাতগুলো বাসিনীকে দেবে
c) সে প্রাণ ভরে ভাত খাবে
d) সে ভাতগুলো রাস্তায় ফেলে দেবে
উত্তর: c) সে প্রাণ ভরে ভাত খাবে।
“ডাক্তারকে কল দিন।” – এ কথা কে বলেছিল? –
a) নার্স
b) বড়ো বউ
c) তান্ত্রিক
d) বাসিনী
উত্তর: a) নার্স।
“মহুয়ার দেশ” কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
“সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে।” – এখানে ‘সে’ হল –
a) বড়ো বউ
b) মেজো বউ
c) বড়ো পিসিমা
d) উচ্ছব
উত্তর: a) বড়ো বউ।
সতীশ বাবুর নাতি খায় –
a) চিড়ে
b) মুড়ি
c) খই
d) ফুট
উত্তর: d) ফুট।
“আমার মধ্যে বসে তোরাও খা।” – এখানে ‘তোরা’ বলতে কাদের কথা বলা হয়েছে?
a) বাসিনীরা
b) চন্নুনীরা
c) উচ্ছবেরা
d,) কাক – কুকুরেরা।
উত্তর: b) চন্নুনীরা।
বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? –
a) চাল
b) ছাতু
c) ফুট
d) ভাত
উত্তর: b) ছাতু।
“এ সংসারে সবকিছুই চলে _______ নিয়মে।” (শূন্যস্থান পূরণ করো)
a) বড়ো পিসিমার
b) বড়ো বউয়ের
c) বুড়ো কর্তার
d) বড়ো ছেলের
উত্তর: a) বড়ো পিসিমার।
“ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে।” – বড় বাড়িতে চালের যোগান আসে –
a) সুন্দরবন থেকে
b) বড়বাজার এর গুদাম থেকে
c) বাদা থেকে
d) বাগবাজার থেকে
উত্তর: c) বাদা থেকে।
“উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়” কারণ –
a) অতি দ্রুত তাকে বাইরে যেতে হবে
b) এখনই রান্না করা প্রয়োজন
c) কাঠ কাটলে হোম, হোম হলে ভাত
d) হোমের কাঠের তখনই প্রয়োজন
উত্তর: c) কাঠ কাটলে হোম, হোম হলে ভাত।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।