WBP Exam Model Questions || General Studies & General Awareness || ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ||

WBP Exam Model Questions. Free download model questions of the West Bengal Police Sub Inspector exam. WBP SI exam model question papers. Download West Bengal Sub-inspector model question papers with answers. Also important for other competitive exams like West Bengal Excise S.I., Jail Police, Constable, etc.

পশ্চিমবঙ্গ পুলিশ এস আই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছ মডেল প্রশ্ন ও উত্তর এই পেজে আমরা আপলোড করলাম। যারা পশ্চিমবঙ্গের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে এই পেজটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের প্রশ্নগুলির অপরিহার্য।

শিকাগোর ‘ধর্ম মহাসভা’ কবে আয়োজিত হয়েছিল?

a) 1893 খ্রিস্টাব্দে

b) 1896 খ্রিস্টাব্দে

c) 1897 খ্রিস্টাব্দে

d) 1885 খ্রিস্টাব্দে।

উত্তর: a) 1893 খ্রিস্টাব্দে।

গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?

a) বারদৌলি

b) রাওলাট সত্যাগ্রহ

c) চৌরিচৌরা

d) চম্পারন

উত্তর: b) রাওলাট সত্যাগ্রহ।

“স্বদেশ বান্ধব সমিতি” কে প্রতিষ্ঠা করেন?

a) পুলিন দাস

b) অশ্বিনীকুমার দত্ত

c) বারীন্দ্রি ঘোষ

d) সূর্যসেন

উত্তর: b) অশ্বিনী কুমার দত্ত।

West Bengal Police Eecruitment Exam – 2021

তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

a) দেবেন্দ্রনাথ ঠাকুর

b) শিবনাথ শাস্ত্রী

c) কেশব চন্দ্র সেন

d) রাজা রামমোহন রায়

উত্তর: a) দেবেন্দ্রনাথ ঠাকুর।

“প্রজ্ঞা – পারমিতা সূত্র” কে রচনা করেন?

a) সুশ্রুত

b) অশ্বঘোষ

c) বসুবন্ধু

d) নাগার্জুন

উত্তর: d) নাগার্জুন।

মুঘল ভারতে কে ‘জিন্দাপীর’ নামে পরিচিত ছিলেন?

a) শাহজাহান

b) ঔরঙ্গজেব

c) আকবর

d) বাবর

উত্তর: b) ঔরঙ্গজেব।

বাংলার আকবর কাকে বলা হয়?

a) পরাগল খাঁ

b) ছুটি খাঁ

c) হুসেন শাহ

d) ইলিয়াস শাহ

উত্তর: c) হুসেন শাহ।

কোন চুক্তিতে সইয়ের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল?

a) প্রথম গোল টেবিল বৈঠক

b) নেহেরু রিপোর্ট

c) পুনা প্যাক্ট (চুক্তি)

d) গান্ধী আরউইন প্যাক্ট (চুক্তি)

উত্তর: d) গান্ধী আরউইন প্যাক্ট (চুক্তি)।

প্রাচীনতম বেদ হলো

a) অথর্ববেদ

b) ঋগ্বেদ

c) যজুর্বেদ

d) সামবেদ

উত্তর: b) ঋগ্বেদ।

শকাব্দ কে প্রচলন করেন?

a) কনিষ্ক

b) নহপান

c) রুদ্রদমন

d) ভূমক

উত্তর: a) কনিষ্ক।

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ GK পেতে এখানে ক্লিক করুন।

“ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারত বর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে,” – উক্তিটি কার?

a) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

b) জওহরলাল নেহেরু

c) লর্ড মাউন্টব্যাটেন

d) এদের মধ্যে কেউই নন

উত্তর: b) জওহরলাল নেহেরু।

“হুমায়ুননামা” কে রচনা করেন?

a) অশ্বঘোষ

b) নিজামউদ্দিন আহমেদ বখশী

c) গুলবদন বেগম

d) হুমায়ূন।

উত্তর: c) গুলবদন বেগম।

বুলন্দ-দরওয়াজা কে নির্মাণ করিয়েছিলেন?

a) আকবর

b) জাহাঙ্গীর

c) ঔরঙ্গজেব

d) শেরশাহ

উত্তর: a) আকবর।

মুঘল আমলে নির্মিত নিশাত বাগ কোথায় অবস্থিত?

a) কাশ্মীর

b) দিল্লি

c) আজমির

d) লাহোর

উত্তর: a) কাশ্মীর।

“কাদম্বরী” কে রচনা করেন?

a) পতঞ্জলি

b) পাণিনি

c) বানভট্ট

d) কুমারিল ভট্ট

উত্তর: c) বানভট্ট।

গান্ধীজী হিন্দ স্বরাজ লিখেছিলেন

a) ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে

b) সবরমতী আশ্রমে

c) চম্পারন সত্যাগ্রহের সময়

d) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে

উত্তর: d) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে।

বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?

a) সমাচার দর্পণ

b) তত্ত্ববোধিনী পত্রিকা

c) সংবাদ কৌমুদী

d) সংবাদ প্রভাকর

উত্তর: a) সমাচার দর্পণ।

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?

a) বি আর আম্বেদকর

b) জ্যোতিবা ফুলে

c) শ্রী নারায়ণ গুরু

d) গোপাল হরি দেশমুখ

উত্তর: b) জ্যোতিবা ফুলে।

“Back to Vedas” – এই স্লোগান কে প্রবর্তন করেন?

a) স্বামী দয়ানন্দ সরস্বতী

b) পতি গুরুদত্ত

c) লালা হংসরাজ

d) লালা লাজপত রায়

উত্তর: a) স্বামী দয়ানন্দ সরস্বতী।

সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?

a) খাসি

b) নীল

c) চাকমা

d) সাঁওতাল

উত্তর: d) সাঁওতাল।

ফা-হিয়েন কার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন?

a) প্রথম চন্দ্রগুপ্ত

b) উপগুপ্ত

c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

d) সমুদ্রগুপ্ত

উত্তর: c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

কোন্ মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন?

a) ঔরঙ্গজেব

b) শাহজাহান

c) জাহাঙ্গীর

d) বাহাদুর

উত্তর: b) শাহজাহান।

“নীলদর্পণ” – এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন?

a) মাইকেল মধুসূদন দত্ত

b) সতীশ চন্দ্র মুখার্জী

c) রেভ: জেমস লং

d) উইলিয়াম কেরি

উত্তর: a) মাইকেল মধুসূদন দত্ত।

লখনৌতে নিখিল ভারত কিষান সভা কবে তৈরি হয়েছিল?

a) 1933

b) 1934

c) 1935

d) 1936

উত্তর: d) 1936।

Visit our website onlineexamgroup.com to get quality study materials for Madhyamik and HS exam preparation. Also get study materials to prepare yourself for all types of competitive exams. Get scholarship updates.

Share this post with others.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *