Vowel and Consonant
আমরা জানি ইংরেজিতে মোট ২৬ টি লেটার (Letter) বা বর্ণ আছে। এদেরকে একসাথে বাংলায় বলা হয় বর্ণমালা আর ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট (Alphabet)। এদেরকে উচ্চারণ অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত লেটার বা বর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাদেরকে বলা হয় ভাওয়েল (vowel) বা স্বরবর্ণ। আর যারা নিজে নিজেই উচ্চারিত হতে পারে না, ভাওয়েল এর সাহায্য নিতে হয়, তাদেরকে বলা হয় কনসোন্যান্ট (Consonant) বা ব্যঞ্জনবর্ণ।
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
Vowel: A,E,I,O,U
Consonant: B C D F G H J K L M N P Q R S T V W X Y Z
এদের মধ্যে W এবং Y – কে সেমি ভাওয়েল (semi-vowel) বা অর্ধ স্বর বলা হয়। কারণ এরা শব্দের মধ্যে বা শেষে থাকলে ভাওয়েলের মতো উচ্চারিত হয়।
অতি অবশ্যই মনে রাখতে হবে যে ভাওয়েল ছাড়া কোন শব্দ গঠিত হতে পারে না।