Voice Change of Interrogative Sentence : English Grammar | প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন করার নিয়ম।

Voice Change of Interrogative Sentence. Follow the rules. Do all Voice Change Yourself. Very Important for Exam Preparation. Do a very good result. Reach your goal.

Here we have discussed the rules of Voice Change of Interrogative Sentence. Read the rules carefully and do all voice changes yourself. We have exclaimed all rules in Bengali.

এই নিয়মগুলি জানলে অতি সহজেই প্রশ্নবোধক বাক্যের Voice Change করতে পারবে। যেকোনো ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই নিয়মগুলি জানা খুবই জরুরি। তাই এখনই নিজেকে তৈরী করে নাও।

Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হয় –

i) Yes/No Question

ii) Wh – Question.

আমরা প্রথমে Yes/No Question- এর Voice Change করার নিয়ম গুলো জেনে নেব।

Yes/No Question – এর Voice Change অর্থাৎ Active Voice থেকে Passive Voice – এ রূপান্তর করতে নীচের নিয়মগুলি অনুসরণ করো-

i) Active Voice – এর বাক্যটির Tense ও Object (কর্ম) অনুযায়ী ‘be’ verb (অর্থাৎ am/is/are/was/were) বা ‘have’ verb (যেমন – have/has/had) বা ভবিষ্যৎকালের ক্ষেত্রে shall/will বসাতে হবে। Active Voice-এর বাক্যটিতে যদি এই verb গুলি ছাড়া অন্য কোনো Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে সেই Auxiliary verb টি বসাতে হবে।

ii) এরপর Active Voice – এর Object বা কর্মটিকে Passive Voice- এ Subject বা কর্তা হিসাবে বসাতে হবে।

iii) Active Voice – এর Main Verb বা প্রধান ক্রিয়াপদটির Past Participle form (V3) টি বসাতে হবে।

iv) একটি ‘by’ preposition বসাতে হবে।

v) Active Voice – এর Subject টিকে Passive Voice – এ Object হিসাবে বসাতে হবে।

vi) সব শেষে অতি অবশ্যই Interrogation Mark (Question Mark) বা প্রশ্নসূচক চিহ্ন (?) বসাতে হবে।

যেমন:

Active Voice: Do you play football?

Passive Voice: Is football played by you?

Wh – Question – এর Voice Change করার নিয়ম:

Wh- Question – এর Voice Change অর্থাৎ Active Voice থেকে Passive Voice – এ রূপান্তর করতে নীচের নিয়মগুলি অনুসরণ করো-

i) প্রথমেই Active Voice – এ যেই Wh- word টি থাকবে সেটি বসাতে হবে।

ii) Active Voice – এর বাক্যটির Tense ও Object (কর্ম) অনুযায়ী ‘be’ verb (অর্থাৎ am/is/are/was/were) বা ‘have’ verb (যেমন – have/has/had) বা ভবিষ্যৎকালের ক্ষেত্রে shall/will বসাতে হবে। Active Voice-এর বাক্যটিতে যদি এই verb গুলি ছাড়া অন্য কোনো Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে সেই Auxiliary verb টি বসাতে হবে।

iii) এরপর Active Voice – এর Object বা কর্ম টি বসাতে হবে।

iv) Active Voice – এর Main Verb বা প্রধান ক্রিয়াপদটির Past Participle form (V3) টি বসাতে হবে।

V) একটি ‘by’ preposition বসাতে হবে।

vi) Active Voice – এর Subject টিকে Passive Voice – এ Object হিসাবে বসাতে হবে।

vii) সব শেষে অতি অবশ্যই Interrogation Mark (Question Mark) বা প্রশ্নসূচক চিহ্ন (?) বসাতে হবে।

যেমন:

Active: Which book do you want?

Passive: Which book is wanted by you?

Note: কোনো Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য যদি ‘Who’ দিয়ে শুরু হয় তাহলে তাকে Passive Voice- এ রূপান্তর করার সময় প্রথমেই ‘By whom’ লিখতে হয়। তবে এক্ষেত্রে আর Main Verb এর V3 form এর পরে ‘by’ লিখতে হয়না।

যেমন:

Active: Who did the sum?

Passive: By whom was the sum done?

Interrogative Sentence – এর ভয়েস চেঞ্জ উত্তরসহ পেতে এখানে ক্লিক করুন।

Voice Change of Assertive Sentence

Visit our website onlineexamgroup.com to get more updates. Get quality materials for your exam preparation.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *