Voice Change of Assertive Sentence Rules|বিবৃতিমূলক বাক্যের Voice Change বা বাচ্য পরিবর্তন। Important for All Types of Competitive Exams.

Voice Change of Assertive Sentence. Voice Change of Assertive Sentence. বিবৃতিমূলক বাক্যের ভয়েস চেঞ্জ (Voice Change) বা বাচ্য পরিবর্তন। Very important for all types of Competitive Exams and all Classes.

প্রিয় ছাত্র ছাত্রী আজকের এই পেজে আমরা আলোচনা করেছি Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্যের ভয়েস চেঞ্জ (Voice Change) বা বাচ্য পরিবর্তনের নিয়ম। সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সব ক্লাসের ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল করার জন্য অবশ্যই এই পেজটি নিয়মিত ভিজিট করো এবং বিবৃতিমূলক বাক্যের ভয়েস চেঞ্জের নিয়মের খুঁটিনাটি জেনে নাও। এই পেইজটি নিয়মিত ভিজিট করে নিয়মগুলি ভালো করে পড়লে ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনরকম ভীতি তোমার থাকবে না। পরীক্ষায় যেই ভয়েস চেঞ্জই আসুক না তুমি অবশ্যই নিজে নিজেই তার উত্তর করতে পারবে।

Contents hide

Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল বা নিত্য বর্তমানকাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী (Be verb) am/is/are বসাতে হয়।

3) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

4) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

5) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী (Be verb) am/is/are বসাতে হয়।

3) একটি ‘being’ বসাতে হবে।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Present Perfect Tense বা পুরাঘটিত বর্তমান কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী (Have verb) have/has বসাতে হয়।

3) একটি ‘been’ বসাতে হবে।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Present Perfect Continuous Tense বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

Present Perfect Continuous Tense – এর Voice Change অপ্রচলিত।

Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল বা নিত্য অতীত কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী (Be verb) was/were বসাতে হয়।

3) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

4) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

5) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Past Continuous Tense বা ঘটমান অতীত কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী (Be verb) was/were বসাতে হয়।

3) একটি ‘being’ বসাতে হবে।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Past Perfect Tense বা পুরাঘটিত অতীত কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী had বসাতে হয়।

3) একটি ‘been’ বসাতে হবে।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Past Perfect Continuous Tense বা পুরাঘটিত ঘটমান অতীত কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

Past Perfect Continuous Tense – এর Voice Change অপ্রচলিত।

Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল বা নিত্য ভবিষ্যৎ কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী shall/will বসাতে হয়।

3) একটি “be” বসাতে হয়।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Future Continuous Tense বা ঘটমান ভবিষ্যৎ কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

Future Continuous Tense – এর Voice Change অপ্রচলিত।

Click here for Important Diminutives.

Future Perfect Tense বা পুরাঘটিত ভবিষ্যৎ কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

1) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – Object (অবজেক্ট) বা কর্মটি (Passive Voice) (প্যাসিভ ভয়েস) -এ Subject (সাবজেক্ট) বা কর্তা হিসেবে বসবে।

2) সেই Subject (সাবজেক্ট) বা কর্তা অনুযায়ী shall have/will have বসাতে হয়।

3) একটি “been” বসাতে হয়।

4) এরপর Active Voice – এর Main Verb বা মূল ক্রিয়াপদটির Past Participle Form (V3) বসাতে হয়।

5) একটি “by” Preposition (প্রিপজিশন) বসাতে হয়।

6) Active Voice (অ্যাক্টিভ ভয়েস) – এর Subject (সাবজেক্ট) বা কর্তাটিকে Passive Voice (প্যাসিভ ভয়েস) -এ Object (অবজেক্ট) বা কর্ম হিসাবে বসাতে হয়।

Future Perfect Continuous Tense বা পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল – এর বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম:

Future Perfect Continuous Tense – এর Voice Change অপ্রচলিত।

Important Voice Change Practice Set for your Exam.

Important Voice Change with Answers – Click here.

To get more updates for your Final Exam, regularly visit our website onlineexamgroup.com

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *