TET Compulsory Model Questions
Here we provide some important Model Questions with Answers for TET Compulsory. (Social Studies)
নতুন সিলেবাস অনুযায়ী বেশ কিছু মডেল প্রশ্ন। TET Compulsory -র জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
Social Studies:
1. হর্ষচরিতের রচয়িতা কে?
উত্তর: কবি বানভট্ট।
2. বুদ্ধচরিত কে রচনা করেন?
উত্তর: কবি অশ্বঘোষ।
3. গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: শ্রী গুপ্ত।
4. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
5. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: বাবর ও রানা সংগ্রাম সিংহ।
6. খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর: 1527 খ্রিস্টাব্দে।
7. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উত্তর: খান আবদুল গফফর খান কে সীমান্ত গান্ধী বলা হয়।
8. কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল?
উত্তর: 1557 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল।
9. কোন রাজা বিক্রম শীল উপাধি নিয়েছিলেন?
উত্তর: রাজা ধর্মপাল
10. বিক্রম শীল উপাধি নিয়েছিলেন।
11. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তর: কনিষ্ক শকাব্দ প্রচলন করেন।
12. হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতার করেন?
উত্তর: হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেন।
13. ভারতের এটিলা কে?
উত্তর: ভারতের এটিলা হলেন মিহিরগুল।
14. শকাব্দ কোন বছর থেকে চালু হয়?
উত্তর: শকাব্দ চালু হয় 78 খ্রিস্টাব্দ থেকে।
15. ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 খ্রিস্টাব্দে।
16. দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তর: দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
17. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
18. তালিকোটার যুদ্ধ কবে ঘটে?
উত্তর: তালিকোটার যুদ্ধ ঘটে 1565 খ্রিস্টাব্দে।
19. আলেকজান্ডার এর পিতার নাম কি ছিল?
উত্তর: আলেকজান্ডারের পিতার নাম ছিল ফিলিপ।
20. আত্মীয় সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
21. নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর: বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করেন।
22. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
23. চীনে কমিউনিস্ট শাসন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হাজার 1949 সালে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়।
24.শিখদের মধ্যে কে খালসা প্রথার প্রবর্তন করেন?
উত্তর: গুরু গোবিন্দ সিং এর মধ্যে খালসা প্রথার প্রবর্তন করেন।
25. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।
26. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়?
উত্তর: হাজার 1854 সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়।
27. প্রথম কর্ণাটকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তর: 1746 খ্রিস্টাব্দে প্রথম কর্ণাটকের যুদ্ধ শুরু হয়।
28. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানী দান করেন?
উত্তর: দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী দান করেন।
30. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক।
31. আলীগড় আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তর: সৈয়দ আহম্মদ খাঁ আলীগড় আন্দোলনের প্রবর্তন করেন।
32. কত খ্রিস্টাব্দে সূর্যসেনের ফাঁসি হয়?
উত্তর: 1934 খ্রিস্টাব্দে সূর্যসেনের ফাঁসি হয়।
33. পি এন ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন?
উত্তর: রাসবিহারী বসু “পিএন ঠাকুর” ছদ্মনামে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন।
34. নন্দ বংশের শেষ রাজা কে?
উত্তর: নন্দ বংশের শেষ রাজা হলেন ধননন্দ।
Visit our website onlineexamgroup.com to get more updates.
Share this post to help others.