WB Primary TET Model Questions || English Grammar Subject and Predicate ||
২০২২ প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই পরীক্ষায় আশানুরূপ ফল করার জন্য এবং নিজেকে ভালোভাবে তৈরি করার জন্য এই পেজটি নিয়মিত ভিজিট করো এবং নিজেদেরকে তৈরি করো।
বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়
(Subject and Predicate of a sentence)
সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যে দুটি অংশ থাকে –
একটি হলো Subject বা উদ্দেশ্য।
আর অন্যটি হলো Predicate বা বিধেয়।
দেখে নেওয়া যাক Subject কাকে বলে?
আমরা কোনও বাক্য গঠন করার সময় কোনও ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলি। সেই ব্যক্তি বা বস্তুকেই বলা হয় সাবজেক্ট (Subject) বা উদ্দেশ্য।
বাক্যটির উদ্দেশ্য ছাড়া বাকি অংশটিই হল বিধেয় বা Predicate।
এছাড়া এভাবেও বলা যায় যে – ইংরেজিতে Subject (সাবজেক্ট) ছাড়া বাক্যটির verb – যুক্ত বাকি অংশটিই হল Predicate।
প্রতিটি ইংরেজি বাক্যে একটি করে Subject এবং একটি করে Predicate অবশ্যই থাকবে।
বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই বলা হয় Subject বা উদ্দেশ্য। একে Naming Part ও বলা হয় ।
যেমন – Ram plays football.
এই বাক্যে “Ram” সম্পর্কে কিছু বলা হয়েছে । তাই “Ram” হলো Subject বা উদ্দেশ্য।
এরপর জেনে নেব Predicate বা বিধেয় কাকে বলে?
কোন বাক্যে Subject বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হল Predicate বা বিধেয়।
যেমন: Ram plays football – এই বাক্যটিতে রাম সম্পর্কে বলা হচ্ছে যে রাম ‘ফুটবল খেলে’। সুতরাং ‘ফুটবল খেলে’ হল Predicate বা বিধেয়।
Predicate এর মধ্যে বাক্যের Verb বা ক্রিয়াপদ থাকে। তাই একে Verb Part ও বলা হয়।
Examples:
By whom was the door opened?
Here the predicate is –
a) was opened
b) was the door opened
c) was opened by whom
d) none of these.
Ans: c) was opened by whom.
The book is mine. Here the subject is –
a) mine
b) this
c) book
d) this book.
Ans: d) this book.
They left the town.
Sidda had to drop any work.
Subject: Sidda
Predicate: had to drop any work.
Sidda was hanging about the gate.
He travels first class.
Subject: He
Predicate: travels first class.
She stopped by a hawker’s stall.
Subject: She
Predicate: stopped by a hawker’s stall.
I am with my master, brother.
Subject: I
Predicate: am with my master, brother.
You are a bit of alright old chap.
Subject: You
Predicate: are a bit of alright old chap.
Two English soldiers were trudging along.
Subject: Two English soldiers
Predicate: were trudging along.
I sing.
Subject: I
Predicate: sing.
Rita dances very well.
Subject: Rita
Predicate: dances very well.
The sun rises in the East.
Subject: The sun
Predicate: rises in the East.
Horses run fast.
Subject: Horses
Predicate: run fast.
We drink milk at night.
Subject: We
Predicate: drink milk at night.
We live in Kolkata.
Subject: We
Predicate: live in Kolkata.
Dogs bark.
Subject: Dogs
Predicate: bark.
We go to school.
Subject: We
Predicate: go to school.
Children play.
Subject: Children
Predicate: play.
We sleep at night.
Subject: We
Predicate: sleep at night.
Jadu is a boy.
Subject: Jadu
Predicate: is a boy.
Sita and Roma are girls.
Subject: Sita and Roma
Predicate: are girls.
We are students.
Subject: We
Predicate: are students.
How to do it confuses us. – Here the subject is –
a) it
b) to do it
c) how to do it
d) none of these
Answer: c) how to do it.
what he says is true which is the subject here?
a) what
b) what he says
c) he
d) none of these.
Ans: b) what he says.
Walking is a good exercise. Here the subject is –
a) walking
b) good
c) exercise
d) none of these.
Ans: a) walking.
Come here. – here the subject is –
a) come
b) you
c) here
d) none of these.
Ans: b) you.
সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com ।