Sobar Ami Chhatra – A Poem by Sunirmal Basu || কবিতা – সবার আমি ছাত্র, সুনির্মল বসু || বাংলা কবিতা ||

বাংলা কবিতা “সবার আমি ছাত্র”। কবি সুনির্মল বসু। একটি সুন্দর কবিতা।

বিখ্যাত কবিদের বিভিন্ন কবিতা পাঠের জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com । প্রতিটি মানুষের উপযোগী বিভিন্ন ধরনের কবিতা আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে। মানুষের মননের সর্বাঙ্গীণ ও সঠিক বিকাশের পথে উপযুক্ত হয়ে উঠবে আমাদের এই প্রচেষ্টা। সাহিত্যপ্রেমীরা অবশ্যই উপক্কৃত হবেন এই আশা করছি।

সবার আমি ছাত্র

কবি সুনির্মল বসু।

আকাশ আমায় শিক্ষা দিল

উদার হতে ভাইরে,

কর্মী হবার মন্ত্র আমি

বায়ুর কাছে পাই রে ।

পাহাড় শিখায় তাহার সমান

হই যেন ভাই মৌন-মহান,

খোলা মাঠের উপদেশে

দিলখোলা হয় ভাইরে।

সূর্য আমায় মন্ত্রণা দেয়

আপন তেজে জ্বলতে

চাঁদ শেখালো হাসতে মিঠে

মধুর কথা বলতে।

ইঙ্গিতে তার শিখায় সাগর

অন্তর হোক রত্ন আকর;

নদীর কাছে শিক্ষা পেলাম

আপন বেগে চলতে।

মাটির কাছে সহিষ্ণুতা

পেলাম আমি শিক্ষা

আপন কাজে কঠোর হতে

পাষান দিল দীক্ষা।

ঝরনা তাহার সহজ গানে

গান জাগালো আমার প্রাণে,

শ্যাম বনানী সরসতা

আমায় দিল ভিক্ষা।

বিশ্বজোড়া পাঠশালা মোর,

সবার আমি ছাত্র,

নানান ভাবের নতুন জিনিস

শিখছি দিবা রাত্র।

এই পৃথিবীর বিরাট খাতায়

পাঠ্য যে সব পাতায় পাতায়

শিখছি সে সব কৌতুহলে

সন্দেহ নেই মাত্র।

এই রকম আরো সুন্দর সুন্দর কবিতা পাঠের জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *