Sentence || What is a sentence in English Grammar? Sentence বা বাক্য কাকে বলে?

Sentence || What is a sentence in English Grammar? Sentence বা বাক্য কাকে বলে?

Get a complete idea about a sentence in English Grammar. If you want to improve your depth in English language, visit our website onlineexamgroup.com regularly. On this page, we have discussed sentence in minute detail. our experts have made utmost effort to provide you with the most authentic information. So, visit and read this page regularly to improve your English Grammar.

What is a Sentence? (বাক্য কাকে বলে?)

A sentence is a group of grammatically arranged words that makes a complete sense. A single word can also be a sentence when it makes a complete sense.

Sentence হল grammar এর নিয়ম মেনে সাজানো কতগুলি word এর সমষ্টি বা দল যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

We can also say that a sentence is a group of grammatically arranged words having a full sense.

Sentence বা বাক্য : এক বা একাধিক (একের বেশি) word বা শব্দ যখন পাশাপাশি নির্দিষ্ট ক্রমানুযায়ী বসে সম্পূর্ণরূপে যুক্তিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন সেই word বা শব্দটিকে বা word বা শব্দগুলির সমষ্টিকে sentence বা বাক্য বলা হয়।

যেমন:

I play football. (আমি ফুটবল খেলি।)

(এটি একটি sentence বা বাক্য। এখানে তিনটি word (I, play, football) পাশাপাশি নির্দিষ্ট ক্রমানুযায়ী grammar – এর নিয়ম মেনে বসেছে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে।)

Features of a sentence:

শুধু কতকগুলো word -এর সমষ্টি হলেই তা sentence হয় না। তার একটা পুরোপুরি অর্থ থাকা দরকার। আর চাই গ্রামার এর নিয়ম মেনে word গুলিকে নিজের নিজের জায়গায় সাজিয়ে রাখা।

Sentence কয়েকটি word – এর সমষ্টি বা দল। তবে একটি word দিয়েও একটা sentence হতে পারে।

Sentence অবশ্যই একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

Sentence এ word গুলি grammar – এর নিয়ম মেনে সাজানো থাকে।।

Sentence – এর প্রথম letter টি Capital letter হয়।

Sentence – এর শেষে full stop বা প্রশ্নচিহ্ন বা বিষ্ময় চিহ্ন থাকে।

Word যেমন একটিমাত্র লেটার দিয়ে হতে পারে, Sentence ও তেমনি একটি word হতে পারে। আদেশ করা, নির্দেশ দেওয়া বা অনুরোধ জানাতে আমরা অনেক সময় এক ওয়ার্ডের সেন্টেন্স ব্যবহার করি।

যেমন: Come, Go, Run, Wait ইত্যাদি।

Word কাকে বলে?

Examples of some sentences:

Ranu is a girl.

She plays Kabaddi.

Raju is a boy.

He plays football.

These mangoes are sweet.

Visit our website onlineexamgroup.com and get all types of English Grammar and English writing for your exam preparation. Get Madhyamik and Higher Secondary suggestions for all subjects of WBCHSE, English text discussion, activity answers, notes, English grammar, and more updates.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *