NTSE Model Questions (Political Science – রাষ্ট্র বিজ্ঞান) Get very important Model Questions for NTSE exam. Be ready. Score an attractive result.
NTSE – Political Science Model Questions with Answers.
দশম শ্রেণীর NTSE পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি তৈরি করো এবং পরীক্ষায় আশানুরূপ ফল করো। পূর্বের পরীক্ষার উপর নির্ভর করেই এই প্রশ্নগুলি উত্তর সহ দেওয়া হয়েছে। ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করে নাও।
রাষ্ট্রবিজ্ঞানের সাথে কোন রীতিনীতি আলোচিত হয়? –
a) আন্তর্জাতিক রীতিনীতি
b) ব্যবসায়িক রীতি-নীতি
c) ধর্মীয় রীতিনীতি
d) সামাজিক রীতিনীতি।
উত্তর : a) আন্তর্জাতিক রীতিনীতি।
কোন বিদ্যার সাথে রাষ্ট্রবিজ্ঞানকে তুলনা করা হয়? –
a) আবহবিদ্যা
b) পদার্থবিদ্যা
c) তর্কবিদ্যা
d) অর্থবিদ্যা।
উত্তর : c) তর্কবিদ্যা।
রাষ্ট্রবিজ্ঞানের সাথে কোন্ বিজ্ঞানের সম্পর্ক আছে? –
a) রসায়নবিদ্যা
b) সমাজবিদ্যা
c) উদ্ভিদবিদ্যা
d) পদার্থবিদ্যা
উত্তর : b) সমাজবিদ্যা।
কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বতম বিজ্ঞান বলেছেন? –
a) অ্যারিস্টটল
b) প্লেটো
c ) গার্নার
d) ব্রাইস।
উত্তর : a) অ্যারিস্টোটল।
“প্রাকৃতিক অবস্থা ছিল সাম্য ও স্বাধীনতার রাজ্য” – কে বলেছেন? –
a) রুশো
b) হবস্
c) অ্যাডাম স্মিথ
d) লক্
উত্তর : a) রুশো।
পশ্চিমবঙ্গ হলো –
a) একটি রাজধানী
b) একটি কেন্দ্রশাসিত অঞ্চল
c) একটি রাষ্ট্র
d) একটি অঙ্গরাজ্য
উত্তর : d) একটি অঙ্গরাজ্য।
“রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র” – এ কথা কে বলেছেন? –
a) কার্ল মার্কস
b) হেগেল
c) মাওসেতুং
d) অ্যারিস্টটল।
উত্তর : a) কার্ল মার্কস।
“সরকার সংক্রান্ত দুটি চুক্তি গ্রন্থ” – কে লিখেছেন –
a) লক
b) রুশো
c) মার্কস
d) হবস।
উত্তর : a) লক।
“Leviathan” গ্রন্থে কোন্ মতবাদ বর্ণনা করা হয়েছে? –
a) ধর্মীয় মতবাদ
b) ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ
c) সামাজিক চুক্তি মতবাদ
d) ঐশ্বরিক মতবাদ।
উত্তর : b) ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ।
“পাশবিক বল নয়, সম্মতিই রাষ্ট্রের ভিত্তি।” – এ কথা কে বলেছেন?
a) গ্রিন
b) অ্যারিস্টোটল
c) বার্কার
d) রুশো।
উত্তর : a) গ্রিন।
আন্তর্জাতিক আইন সার্বভৌম ক্ষমতা কে কি করে? –
a) উন্মুক্ত করে
b) সীমিত করে না
c) সীমিত করে
d) উন্মুক্ত করে না।
উত্তর : b) সীমিত করে না।
একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি রাষ্ট্রের সদস্য হতে পারেন? –
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি।
উত্তর : a) একটি।
ভারতের প্রধানমন্ত্রী কেমন সার্বভৌম? –
a) নামসর্বস্ব সার্বভৌম
b) প্রকৃত সার্বভৌম
c) স্থায়ী সার্বভৌম
d) অস্থায়ী সার্বভৌম।
উত্তর: b) প্রকৃত সার্বভৌম।
সার্বভৌমত্ব কিরূপ?
a) হস্তান্তরযোগ্য নয়
b) অবিভাজ্য
c) হস্তান্তরযোগ্য
d) স্বৈরাচারী।
উত্তর : a) হস্তান্তরযোগ্য নয়।
ভারতীয়দের মৌলিক অধিকারগুলি কে রক্ষা করতে সক্ষম? –
a) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে
b) হাইকোর্ট
c) সুপ্রিমকোর্ট
d) নগরপালিকা।
উত্তর : a) সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট।
ভোটদানের অধিকার কোন্ ধরনের অধিকার? –
a) রাজনৈতিক অধিকার
b) অর্থনৈতিক অধিকার
c) ব্যক্তিগত অধিকার
d) সামাজিক অধিকার।
উত্তর : a) রাজনৈতিক অধিকার।
ভারতের নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হলো –
a) একটি কল্যাণব্রতী সমাজ গঠন করা
b) একটি কল্যাণব্রতী সংঘ গঠন করা
c) একটি কল্যাণব্রতী রাষ্ট্র গঠন করা
d) একটি কল্যাণব্রতী সরকার গঠন করা।
উত্তর : c) একটি কল্যাণব্রতী রাষ্ট্র গঠন করা।
NTSE Model Questions – Geography – Click here.
Regularly visit our website onlineexamgroup.com to get more important updates.