NTSE Model Questions (Geography – ভূগোল) National Talent Search Exam 2021, Scholastic Aptitude Test (SAT), State Level, West Bengal.

NTSE Model Questions. Get very important Model Questions for NTSE exam. Be ready. Score an attractive result.

NTSE – পরীক্ষার ভূগোলের মডেল প্রশ্ন

দশম শ্রেণীর NTSE পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি তৈরি করো এবং পরীক্ষায় আশানুরূপ ফল করো। পূর্বের পরীক্ষার উপর নির্ভর করেই এই প্রশ্নগুলি উত্তর সহ দেওয়া হয়েছে। ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করে নাও।

মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট পাহাড় গুলিকে বলা হয় –
a) এসকার
b) হিমশৈল
c) বালিয়াড়ি
d) ইনসেলবার্জ।

উত্তর : d) ইনসেলবার্জ।

ভিস হর্ন পিরামিড চূড়া অবস্থিত কোথায়? –
a) নেপালে
b) সুইজারল্যান্ডে
c) ভারতে
d) ফ্রান্সে।

উত্তর : b) সুইজারল্যান্ডে।

ইংরেজি আই (I) আকৃতির নদী উপত্যকাকে বলা হয় –
a) ক্যানিয়ন
b) পিরামিড চূড়া
c) হিমদ্রোনী
d) গিরিখাত।

উত্তর : a) ক্যানিয়ন।

হিমদ্রোনী গুলিকে ওয়েলসে বলা হয় –
a) সার্ক
b) কাব
c) ক্যুম
d) করি।

উত্তর: d) করি।

যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রুপের পরিবর্তন হয় তাকে বলা হয় –
a) পর্যায়ন প্রক্রিয়া
b) ক্ষয়ীভবন প্রক্রিয়া
c) বহির্জাত প্রক্রিয়া
d) অন্তর্জাত প্রক্রিয়া।

উত্তর : বহির্জাত প্রক্রিয়া।

পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে তা হল –
a) হিমবাহ
b) হিমরেখা
c) হিমশৈল
d) গ্রাবরেখা।

উত্তর : হিমরেখা।

নদীবক্ষে যে ছোট্ট গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় –
a) ধান্দ
b) মন্থকূপ
c) পলল ব্যজনী
d) কেটল হ্রদ।

উত্তর : মন্থকূপ।

মেসা শব্দের অর্থ হলো –
a) পাহাড়
b) টেবিল
c) ঢিবি
d) গম্বুজ।

উত্তর : টেবিল

ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হলো –
a) রুপাল
b) হিসপার
c)জেমু
d) সিয়াচেন।

উত্তর : জেমু।

পৃথিবীর সর্বাধিক উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চল হলো –
a) মৌসুমী জলবায়ু অঞ্চল
b) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
c) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
d) মরু জলবায়ু অঞ্চল।

উত্তর : c) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

চরম আর্দ্রতা পরিমাপের একক হলো –
a) মিলিবার
b) সেলসিয়াস
c) ডবসন
d) গ্রাম প্রতি ঘনমিটার।

উত্তর : গ্রাম প্রতি ঘনমিটার।

বৃষ্টিপাত, তুষারপাত, শিলা-বৃষ্টি প্রভৃতিকে বলা হয় -
a) অধঃক্ষেপণ
b) নগ্নীভবন
c) বাষ্পীভবন
d) ঘনীভবন।

উত্তর : অধঃক্ষেপন।

সূর্যালোক পৃথিবীতে আছে প্রতি সেকেন্ডে
a) 394000 কিমি বেগে
b) 400000 কিমি বেগে
c) 297000 কিমি বেগে
d) 156000 কিমি বেগে।

উত্তর : c) 297000 কিমি বেগে।

চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় -
a) উইলি উইলি
b) সাইক্লোন
c) হ্যারিকেন
d) টাইফুন।

উত্তর : টাইফুন।

বায়ুচাপ ও বায়ু প্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র কে আবিষ্কার করেন? -
a) কোরিওলিস
b) বাইস ব্যালট
c) টরিসেলি
d) ফেরেল

উত্তর : b) বাইস ব্যালট।

যে পদ্ধতিতে তাপ কোন মাধ্যম ছাড়াই বায়ুমন্ডলের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হয় -
a) পরিচলন
b) বিকিরণ
c) অ্যাডভোকেশন
d) উত্তাপের সমতা।

উত্তর : বিকিরণ।

ভূপৃষ্ঠে কোনো বস্তুকণার উপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু আকারে সঞ্চিত হলে তাকে শিশির বলে, এটি সৃষ্টির কারণ হলো -
a) মেঘমুক্ত রাত্রি
b) শান্ত আবহাওয়া
c) অধিক আর্দ্রতা
d) এদের মধ্যে কোনোটিই নয়।

উত্তর : এদের মধ্যে কোনোটিই নয়।

বৈপরীত্য উত্তাপের নেমে আসা বায়ু হলো -
a) উষ্ণ বায়ু
b) ক্যাটাবেটিক বায়ু
c) অ্যানাবেটিক বায়ু
d) শীতল বায়ু।

উত্তর : b) ক্যাটাবেটিক বায়ু।

ডোলড্রাম সৃষ্টি হয় -
a) কর্কটীয় ও মকরীয় অঞ্চলে
b) উপক্রান্তীয় অঞ্চল
c) নিরক্ষীয় অঞ্চলে
d) মেরু অঞ্চলে

উত্তর : c) নিরক্ষীয় অঞ্চলে।

আয়ন বায়ুকে যে নামে ডাকা হয় তা হলো -
a) মেরু বায়ু
b) পশ্চিমা বায়ু
c) বাণিজ্য বায়ু
d) সাময়িক বায়ু

উত্তর : c) বাণিজ্য বায়ু।

কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ু প্রবাহে দেখা যায় -
a) সমভাবাপন্ন ভাব
b) ঊর্ধ্বমুখী স্রোত
c) শান্তভাব
d) উগ্রভাগ।

উত্তর : c) শান্ত ভাব।

সূর্য রশ্মি পৃথিবীতে আসে -
a) ক্ষুদ্র তরঙ্গ রূপে
b) মাঝারি তরঙ্গ রূপে
c) বৃহৎ তরঙ্গ রূপে
d) এদের মধ্যে কোনোটিই নয়।

উত্তর : a) ক্ষুদ্র তরঙ্গ রূপে।

NTSE পরীক্ষার ইতিহাসের মডেল কোশ্চেন। - এখানে ক্লিক করো।

Visit our website onlineexamgroup.com regularly and get more important updates. Be in touch with us always.

Write your comment about our website in the Comment Box below.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *