Model Questions of NTSE (History – ইতিহাস) National Talent Search Exam 2021, Scholastic Aptitude Test (SAT), State Level, West Bengal.

Model Questions of NTSE – History (ইতিহাস)

সরকারি নথিপত্র যেখানে রচিত হয় তা হলো –
a) মহাফেজখানা
b) রাষ্ট্রীয় গ্রন্থাগার
c) জেলখানা
d) মিউজিয়াম।

উত্তর : a) মহাফেজখানা।

প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় –
a) 1915 খ্রিস্টাব্দে
b) 1916 খ্রিস্টাব্দে
c) 1914 খ্রিস্টাব্দে
d) 1913 খ্রিস্টাব্দে।

উত্তর : c) 1914 খ্রিস্টাব্দে।

“জীবনের ঝরাপাতা” গ্রন্থটি কি?
a) জীবনীগ্রন্থ
b) কাব্যগ্রন্থ
c) আত্মজীবনী
d) উপন্যাস।

উত্তর: c) আত্মজীবনী।

স্থাপত্যের ইতিহাস চর্চায় আলোচ্য বিষয় হলো –
a) স্থাপত্য ক্ষেত্র
b) স্থপতি বর্গ
c)স্থাপত্য ও তার রীতি
d) সবকটিই।

উত্তর: d) সবকটিই।

NTSE History Model Questions

“সেতিহাস বগুড়ার বৃত্তান্ত” (1861)গ্রন্থটির লেখক কে?-
a) কালিকমল মুখার্জি
b) কালিকমল ব্যানার্জি
c) কালিকমল সার্বভৌম
d) কালিকমল ঘোষ।

উত্তর: c) কালিকমল সার্বভৌম।

ভারতের মঙ্গল অভিযান প্রযুক্তিসম্পন্ন মঙ্গলযানের নাম কি? –
a) এম. অপারেশন
b) এম. এন. কম.
c) মম
d) এগুলোর কোনোটিই নয়।

উত্তর: c) মম।

“ইন্ডিয়ান রেলওয়েজ : গ্লোরিয়াস 150 ইয়ার্স” গ্রন্থটি রচনা করেছেন –
a) নীতিন সিনহা
b) যদুনাথ সরকার
c) আর. আর. ভান্ডারী
d) পঙ্কজ কুমার।

উত্তর : c) আর. আর. ভান্ডারী।

ইন্টারনেট শুরু হয় –
a)1980 খ্রিস্টাব্দে
b) 1989 খ্রিস্টাব্দে
c) 1950 খ্রিস্টাব্দে
d) 1985 খ্রিস্টাব্দে।

উত্তর : 1989 খ্রিস্টাব্দে।

“উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া” গ্রন্থটির সম্পাদিকা হলেন –
a) জে. কৃষ্ণমূর্তি
b) মালবিকা কার্লেকর
c) জেরাল্ডিন ফোর্বস
d) জ্যোতিরাও ফুলে।

উত্তর : a) জে. কৃষ্ণমূর্তি।

ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে –
a) মাদ্রাজে
b) বাংলায়
c) বোম্বাইতে
d) দিল্লিতে।

উত্তর : বাঙলায়।

হিন্দু কলেজের ডিরোজিও অধ্যাপক গ্রুপে যোগ দেন –
a) 1828 খ্রিস্টাব্দে
b) 1830 খ্রিস্টাব্দে
c) 1820 খ্রিস্টাব্দে
d) 1826 খ্রিস্টাব্দে।

উত্তর : 1826 খ্রিস্টাব্দে।

প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন –
a) অবলা বসু
b) কাদম্বিনী গাঙ্গুলী
c) স্বর্ণকুমারী দেবী
d) চন্দ্রমুখী বসু।

উত্তর b) কাদম্বিনী গাঙ্গুলী।

“হুতোম প্যাঁচার নকশা” -য় প্রথম প্রকাশিত নকশা হলো –
a) চড়ক
b) রামলীলা
c) দুর্গোৎসব
d) রথ।

উত্তর : a) চড়ক।

বেথুন স্কুল বেথুন কলেজে উন্নীত হয় –
a) 1860 খ্রিস্টাব্দে
b) 1878 খ্রিস্টাব্দে
c) 1849 খ্রিস্টাব্দে
d) 1856 খ্রিস্টাব্দে।

উত্তর: 1878 খ্রিস্টাব্দে।

“ইংরাজি ও বাঙালি বোকেবিলরি” প্রকাশিত হয় যে প্রেস থেকে তা হল –
a) রোজারিও কোম্পানি
b) ফেরিস কোম্পানি
c) ক্যালকাটা ক্রনিকল প্রেস
d) ‘কোম্পানির প্রেস’।

উত্তর : ক্যালকাটা ক্রনিকল প্রেস।

“অ্যা গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ” গ্রন্থটি কবে প্রকাশিত হয়? –
a) 1778 খ্রিস্টাব্দে
b)1775 খ্রিস্টাব্দে
c) 1772 খ্রিস্টাব্দে
d) 1770 খ্রিস্টাব্দে

উত্তর: a) 1778 খ্রিস্টাব্দে।

কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় –
a) 1792 খ্রিস্টাব্দে
b) 1794 খ্রিস্টাব্দে
c) 1790 খ্রিস্টাব্দে
d) 1793 খ্রিস্টাব্দে।

উত্তর: c) 1790 খ্রিস্টাব্দে।

বাংলা ছাপার জন্মস্থান নামে পরিচিত –
a) কলকাতা
b) মুর্শিদাবাদ
c) হুগলি
d) ঢাকা।

উত্তর: c) হুগলি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? –
a) গণেন্দ্রনাথ ঠাকুর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) সত্যেন্দ্রনাথ ঠাকুর
d) রথীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর : d) রথীন্দ্রনাথ ঠাকুর।

বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? –
a) মেঘনাথ সাহা
b) জগদীশচন্দ্র বসু
c) নীলরতন সরকার
d) প্রফুল্ল চন্দ্র রায়।

উত্তর : d) প্রফুল্ল চন্দ্র রায়।

বাংলা চলনশীল হরফ বা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কর্তা কে? –
a) পঞ্চানন কর্মকার
b) চার্লস উইলকিন্স
c) ব্রাসি হ্যালহেড
d) উইলিয়াম কেরি।

উত্তর : b) চার্লস উইলকিন্স।

বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায়? –
a) শান্তিনিকেতনে
b) কলকাতায়
c) শ্রীরামপুরে
d) বেলুড়ে।

উত্তর : শান্তিনিকেতনে।

‘ইন্ডিয়ান একাডেমি’র পূর্ব নাম কি ছিল? –
a) হিন্দু কলেজ
b) হেয়ার স্কুল
c) অ্যাংলো হিন্দু স্কুল
d) খ্রিস্টান স্কুল।

উত্তর: অ্যাংলো হিন্দু স্কুল।

শ্রীরামপুর মিশনের ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? –
a) কৃষ্ণদাস মিস্ত্রি
b) উয়িলিয়াম কেরি
c) উইলিয়াম উডবার্ন
d) পঞ্চানন কর্মকার।

উত্তর : উয়িলিয়াম কেরি।

বাংলার প্রথম সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? –
a) উয়িলিয়াম কেরি
b) উইলিয়াম মার্শম্যান
c) ব্রাসি হ্যালহেড
d) জেমস অগাস্টাস হিকি।

উত্তর : জেমস অগাস্টাস হিকি।

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘সংস্কৃত যন্ত্র’ স্থাপন করেন কত খ্রিস্টাব্দে? –
a) 1849 খ্রিস্টাব্দে
b) 1848 খ্রিস্টাব্দে
c) 1847 খ্রিস্টাব্দে
d) 1850 খ্রিস্টাব্দে।

উত্তর : c) 1847 খ্রিস্টাব্দে।

বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কত খ্রিস্টাব্দে? –
a) 1821 খ্রিস্টাব্দে
b) 1822 খ্রিস্টাব্দে
c) 1823 খ্রিস্টাব্দে
d) 1824 খ্রিস্টাব্দে।

উত্তর : 1821 খ্রিস্টাব্দে।

“জাতীয় বিজ্ঞান চর্চার জনক” কাকে বলা হয় ? –
a) স্যার আশুতোষ মুখোপাধ্যায় কে
b) তারকনাথ পালিতকে
c) ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে
d)রাসবিহারী ঘোষকে।

উত্তর : ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে।

Model Questions of NTSE (History – ) – এই প্রশ্ন-উত্তরগুলি তৈরী করে পরীক্ষায় দারুণ ফল করো।

Competitive Exam – এর আরও মডেল কোশ্চেন পেতে ভিজিট করো onlineexamgroup.com

মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২১ – এখানে ক্লিক করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *